Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি International date line || আন্তজার্তিক তারিখরেখা কী. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে International date line || আন্তজার্তিক তারিখরেখা কী ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই International date line || আন্তজার্তিক তারিখরেখা কী || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
International date line || আন্তজার্তিক তারিখরেখা কী
❏ আন্তজার্তিক তারিখরেখা কীঃ-
আন্তর্জাতিক তারিখরেখা হল এমন একটি কাল্পনিক তারিখ বিভাজিকা বা দিন পরিবর্তনের রেখা যা 180° (পূর্ব ও পশ্চিম) দ্রাঘিমারেখা বরাবর বিস্তৃত হয়েছে। পূর্বদিকগামী কোনো জাহাজ বা বিমান এই রেখা অতিক্রম করলে তার সময়ের হিসাবে 1 দিন বিয়োগ করে এবং পশ্চিমদিকগামী কোনো জাহাজ বা বিমান এই রেখা অতিক্রম করলে তার সময়ের হিসাবে 1 দিন যোগকরে স্থানীয় সময়ের সঙ্গে হিসাবের মিল রাখে। তাই, 180° দ্রাঘিমারেখা অতিক্রম করলে সময় ও বারের পরিবর্তন হয় বলে এই রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে গ্রহণ করা হয়েছে।
❏ 180° দ্রাঘিমারেখাকে আন্তর্জাতিক তারিখরেখা হিসাবে গণ্য করার সুবিধাঃ-
[i] মূল মধ্যরেখার ঠিক বিপরীতে 180° দ্রাঘিমারেখা অবস্থিত,
[ii] পূর্ব ও পশ্চিম গোলার্ধের সীমারেখা হল 180° দ্রাঘিমারেখা।
[iii] মূলমধ্যরেখার সময় অনুযায়ী 180° দ্রাঘিমারেখাটি হল পৃথিবীর বার ও তারিখের আরম্ভ ও সমাপ্তি রেখা।
❏ আন্তর্জাতিক তারিখরেখা কেবলমাত্র জলভাগের ওপর দিয়ে বিস্তৃত হয়েছেঃ- আন্তর্জাতিক তারিখরেখা একটানা 180° দ্রাঘিমারেখা বরাবর বিস্তৃত হয়নি। 180° দ্রাঘিমারেখা সাইবেরিয়ার উত্তরপূর্ব প্রান্ত এবং কয়েকটি বিচ্ছিন্ন দ্বীপ ছাড়া প্রশান্ত মহাসাগরের ওপর দিয়েই বিস্তৃত হয়েছে। সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশের স্থলভাগ এবং দ্বীপগুলির নিকট আন্তর্জাতিক তারিখরেখাকে সামান্য পূর্ব বা পশ্চিমে কিছুটা বেঁকে জলভাগের ওপর দিয়েই কল্পনা করা হয়েছে।
ফলে সময়ের হিসাবে কোনো গোলমাল হওয়ার সম্ভাবনা নেই। উত্তরে র্যাঙ্গাল দ্বীপের নিকট এই রেখা সামান্য পশ্চিমে, সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশের নিকট কিছুটা পূর্বে, অ্যালিউশিয়ান দ্বীপপুঞ্জের নিকট 7° পশ্চিমে এবং ফিজি, টোঙ্গা ও চ্যাথাম দ্বীপপুঞ্জের নিকট 11° পূর্বে বেঁকে সম্পূর্ণ প্রশান্ত মহাসাগরের জলভাগের ওপর দিয়েই বিস্তৃত হয়েছে।
🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-
- ভারতে প্রধানত কয় ধরণের মাটি দেখা যায়?
উঃ ৭ ধরণের।
- নদী উপত্যকার পুরনো পলিমাটিকে কী বলে?
উঃ ভাঙ্গর।
- নদী উপত্যকার নতুন পলিমাটিকে কী বলে?
উঃ খাদর।
- পলিমাটিতে কী কী ফসল উৎপন্ন হয়?
উঃ ধান, গম, পাট, তুলো, আখ প্রভৃতি।
- ব্যাসল্ট শিলাগঠিত মাটির রঙ কেমন হয়?
উঃ কালো রঙের।
- কালো মাটিতে কী চাষ ভালো হয়?
উঃ তুলো চাষ।
- মহারাষ্ট্রের মালভূমি অঞ্চলে কোন মাটি বেশি দেখা যায়?
উঃ কালো মাটি।
- কালো মাটির অপর নাম কী?
উঃ রেগুর।
- মাটির রং লাল হয় কেন?
উঃ মাটিতে লোহার পরিমাণ বেশি থাকলে।
- সিরোজেম কী?
উঃ মরু অঞ্চলের মাটির অপর নাম সিরোজেম।
- ভারতে কোন শ্রেণির মাটি বেশি দেখা যায়?
উঃ পলি মাটি।
- পডসল কাকে বলে?
উঃ জৈব পদার্থ বা হিউমাস মিশ্রিত সরলবর্গীয় অঞ্চলের মাটিকে পডসল বলে।
- মৃত্তিকা সংরক্ষণের প্রধান উপায় কী?
উঃ বৃক্ষরোপণ।
- ভারতের ভূমিসংরক্ষণ গবেষণাগারগুলি কোথায় অবস্থিত?
উঃ দেরাদুন, চণ্ডীগড়, কোটা, যোধপুর।
- ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি দেখা যায়?
উঃ দাক্ষিণাত্যের পশ্চিমভাগ নীলগিরি ও কার্ডামম পার্বত্য অঞ্চলে, উড়িষ্যার পাহাড়ী এলাকায় এবং ছোটনাগপুর মালভূমিতে।
- ভারতীয় কৃষিতে কোন প্রকার মাটি গুরুত্বপূর্ণ?
উঃ পলিমাটি।
- ভুর কী?
উঃ উচ্চ গঙ্গা সমভূমি অঞ্চলের কোথাও কোথাও একপ্রকার অত্যন্ত সূক্ষ্ম কণার মাটি দেখা যায়। একেই ভুর বলে।
- ভারতের কোন শহরে মৃত্তিকা গবেষণাগার স্থাপিত হয়েছে?
উঃ দেরাদুনে।
- রেগুর কী?
উঃ দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকার স্থানীয় নাম রেগুর।
- খাদর কী?
উঃ উত্তর ভারতের গঙ্গাসমভূমি অঞ্চলের নদীর উভয় তীরের প্লাবন ভূমিতে যে নতুন পলিগঠিত মৃত্তিকা দেখা যায় তাকে খাদর বলে।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।