জলপরিবহন দপ্তরে (IWAI) একাধিক শূন্যপদে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | Inland Waterways Authority of India Recruitment 2022 | IWAI Recruitment 2022

AJJKAL.COM:

আপনি কী আপনার পছন্দ মতো ভালো চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য সুখবর। Inland Waterways Authority of India (IWAI) আপনার জন্য নিয়ে এসেছে Lower Division Clerk (LDC), Stenographer-D, Junior Hydrographic Surveyor (JHS), EDP Assistant, Deputy Director (Finance & Accounts) সহ একাধিক পদে এই নিয়োগ পদ এর চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে Inland Waterways Authority of India (IWAI) তে নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

■ বিজ্ঞপ্তি নম্বর:- IWAI-17011/ 4/2022- ADMIN RECTT

প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

অফিসিয়াল ওয়েবসাইট:- www.iwai.nic.in

আবেদন শুরুর তারিখ:- 18 November 2022

আবেদন শেষের তারিখ:- 17 December 2022

নিয়োগকারী সংস্থার চাকরির বিবরণ:-

আবেদনের পদ্ধতি:- Online

■ নিয়োগকারী সংস্থা:-
Inland Waterways Authority of India (IWAI)

পদের নাম:- Lower Division Clerk (LDC), Stenographer-D, Junior Hydrographic Surveyor (JHS), EDP Assistant, Deputy Director (Finance & Accounts) পদ

কর্মস্থল:- সমগ্র ভারত জুড়ে

মোট শূন্যপদ:- 14 টি

বয়সসীমা:- প্রার্থীর বয়সসীমা হতে হবে 40 বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় সরকারী নিয়মানুসারে।

Ajjkal

■ শিক্ষাগত যোগ্যতা:-

Deputy Director- উপযুক্ত বিষয়ে স্নাতক এবং 5 বছরের অভিজ্ঞতা। 

EDP Assistant- উপযুক্ত বিষয়ে স্নাতক এবং 1 বছরের অভিজ্ঞতা। 

JHS- উপযুক্ত বিষয়ে স্নাতক এবং 3 বছরের অভিজ্ঞতা। 

Stenographer- উচ্চমাধ্যমিক পাশ এবং টাইপিং স্কিল। 

LDC- উচ্চমাধ্যমিক পাশ এবং টাইপিং স্কিল। 

■ আবেদন মূল্য:-

Gen/OBC/EWS Category প্রার্থীদের জন্য –
Rs. 500 টাকা

SC/ST/Women/PWD Category প্রার্থীদের জন্য – Rs. 200 টাকা

■ আবেদন পদ্ধতি:-

আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.iwai.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারেন। (IWAI Recruitment 2022)


বিশেষ বিজ্ঞপ্তি :: Ajjkal.com কোনোভাবে কোনোপ্রকার Employment Agency-র সাথে যুক্ত নয়। উক্ত পোস্টের মধ্যে নথিগুলি বিভিন্ন নিউজ পেপার ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে। পোস্টের বিষয়বস্তু বিশদ জানার জন্য আপনারা পোস্টের মধ্যে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।