Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Information about Heat and Temperature. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে তাপ ও তাপমাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য | Information about Heat and Temperature।
তাপ ও তাপমাত্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য | Information about Heat and Temperature
■ সংজ্ঞা:- তাপ হল এক প্রকার শক্তি যা গ্রহণ করলে সাধারণভাবে বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায়।
■ উষ্মতা বা তাপমাত্রা (Temperature) : উষ্মতা বা তাপমাত্রা হল বস্তুর তাপীয় অবস্থা। এই অবস্থাই স্থির করে দেয় যে, একটি বস্তুকে অন্য কোনো বস্তুর সংস্পর্শে রাখলে, প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুকে তাপ দেবে কিংবা দ্বিতীয় বস্তু থেকে তাপ গ্রহণ করবে।
■ তাপ পরিমাপের একক (Units of measurement of heat) :
❏ ক্যালোরি (Calorie) : 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্মতা 1°C বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। C.G.S. পদ্ধতিতে তাপের একক হল ক্যালোরি।
❏ জুল (joule) : SI পদ্ধতিতে তাপের একক শক্তির এককে প্রকাশ করা হয়। SI পদ্ধতিতে তাপের পরিমাপের একক হল জুল। 1 ক্যালোরি = 4.1825 জুল = 4.2 জুল (প্রায়)।
■ তাপের পরিমাণ নির্ণায়ক বিষয়সমূহ (Factors determining the quan tities of heat) : কোনো বস্তুর তাপের পরিমাণ বস্তুর ভর, উষ্মতা এবং প্রকৃতির ওপর নির্ভর করে।
● ভরের ওপর নির্ভরশীলতা : একই পরিমাণ উষ্মতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একই পদার্থের বিভিন্ন ভরের বস্তু বিভিন্ন পরিমাণ তাপ গ্রহণ কিংবা বর্জন করে। এই গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের সমানুপাতিক।
● ঊর্ধ্বতার ওপর নির্ভরশীলতা : নির্দিষ্ট ভরের কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বৰ্জিত তাপ উষ্মতা বৃদ্ধি বা হ্রাসের সমানুপাতিক।
● বস্তুর প্রকৃতির ওপর নির্ভরশীলতা : কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বস্তুর শুধু ভর বা উষ্মতার পার্থক্য ছাড়াও আর একটি বিশেষ ধর্ম অর্থাৎ, বস্তুটি যে পদার্থের তৈরি তার প্রকৃতির ওপরেও নির্ভর করে। পদার্থের এই বিশেষ ধর্মকে তার আপেক্ষিক তাপ বলে। যেমন — একই ভরের জল ও দুধের একই রকম দুটি পাত্রে নিয়ে একই উনুনের ওপর বসিয়ে উত্তপ্ত করলে (অর্থাৎ, একই হারে তাপ প্রদান করলে) জলের চেয়ে দুধের উষ্মতা বৃদ্ধি বেশি হয়।
■ আপেক্ষিক তাপ (Specific heat) :
❏ সংজ্ঞা : কোনো পদার্থের একক ভরের উষ্মতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।
● C.G.S. পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা : এক গ্রাম ভরের কোনো পদার্থের উষ্ণতা 1°C বাড়াতে যত ক্যালোরি তাপের প্রয়োজন হয় , তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হল ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস (cal / gm /°C)। ‘তামার আপেক্ষিক তাপ 0-09 ক্যালোরি / গ্রাম / ডিগ্রি সেলসিয়াস’ — বলতে এই বোঝায় যে , এক গ্রাম তামার উষ্মতা 1°C বৃদ্ধি করতে 0.09 ক্যালোরি তাপের প্রয়োজন হয়।
● SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা : এক কিলোগ্রাম ভরের কোনো পদার্থের উষ্মতা এক কেলভিন বা 1°C বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। এর একক হল – জুল / কেজি কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস (J / kg K বা, J / kg°C)।
■ লোহার আপেক্ষিক তাপ 462 J / kgK’ বলতে এই বোঝায় যে 1 কেজি লোহার উষ্মতা 1K বৃদ্ধি করতে 462 জুল তাপ শক্তির প্রয়োজন। জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। C.G.S. পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ = 1cal / gm / ºC এবং SI পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ = 4200 J / kgK ।
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।