পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প সংক্রান্ত প্রশ্নোত্তর | Industries of West Bengal Questions Answers

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Industries of West Bengal Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প সংক্রান্ত প্রশ্নোত্তর | Industries of West Bengal Questions Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প সংক্রান্ত প্রশ্নোত্তর | Industries of West Bengal Questions Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প সংক্রান্ত প্রশ্নোত্তর | Industries of West Bengal Questions Answers

১. পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি ?

উঃ মাছরাঙ্গা।

২. পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি ?

উঃ ভুটান।

৩. পশ্চিমবঙ্গের মোট কতগুলি জেলা রয়েছে ?

উঃ ২৩ টি।

৪. দামোদর নদকে আগে কি বলা হত ?

উঃ বাংলার দুঃখ।

৫. পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৃহত্তম বিভাগ কোনটি ?

উঃ গঙ্গা বদ্বীপ সমভূমি।

৬. দিয়ারা সমভূমি কোন জেলায় অবস্থিত ?

উঃ মালদা জেলায়।

৭. পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প কোনটি ?

উঃ তাঁত শিল্প।

৮. কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয় ?

উঃ আমেদাবাদ।

৯. ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় ?

উঃ পশ্চিমবঙ্গের বিষড়ায়।

১০. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় ?

উঃ রানীগঞ্জে।

১১. পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় ?

উঃ জলপাইগুড়ি।

১২. ভারতের প্রথম কোন বাঙালি নোবেল পুরস্কার পান ?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১৩. বসুন্ধরা দিবস কবে পালিত হয় ?

উঃ ২২শে এপ্রিল.

১৪. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ?

উঃ ৫ জুন।

১৫. বর্তমানে ভারতের মোট অভয়ারণ্য সংখ্যা কয়টি ?

উঃ ৫৩৭ টি।

১৬. বর্তমানে ভারতে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?

উঃ ৯৭ টি।

১৭. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত ?

উঃ অসমে।

১৮. ‘Indian Tiger project’— কবে চালু হয় ?

উঃ ১৯৭৩ সালে।

১৯. বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় ?

উঃ ২১ শে মার্চ।

২০. পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান রয়েছে ?

উঃ ৬ টি।

২১. সিঙ্গালিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উঃ পশ্চিমবঙ্গে।

২২. গোরুমারা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উঃ পশ্চিমবঙ্গে।

২৩. পশ্চিমবঙ্গে কতগুলি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে ?

উঃ ১৫ টি।

২৪. সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উঃ পশ্চিমবঙ্গে।

২৫. বারবার অরণ্য সংরক্ষণ আইন কত সালে পাশ হয় ?

উঃ ১৯৮০ সালে।

২৬. কত সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় ?

উঃ ১৮৭৫ সালে।

২৭. কত সালে সুন্দরবনের জন্য প্রথম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণীত হয় ?

উঃ ১৮৯২ সালে।

২৮. পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি ?

উঃ পশ্চিমবঙ্গের মালভূমি।

২৯. কত সালে বাংলাদেশের জাতীয় বননীতি প্রণীত হয় ?

উঃ ১৯৭৯ সালে।

৩০. বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উঃ পশ্চিমবঙ্গে।

৩১. দ্বারকেশ্বর নদীর উপনদী কোনটি ?

উঃ গন্ধেশ্বরী নদী।

৩২. পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি ?

উঃ বাংলা।

৩৩. পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি ?
,
উঃ ছাতিম।

৩৪. পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি ?

উঃ মেছো বিড়াল।

৩৫. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?

উঃ কলকাতা।

৩৬. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত ?

উঃ বঙ্গোপসাগর।

৩৭. সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের খেতাব পায় ?

উঃ ১৯৮৭ সালে।

৩৮. আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় ?

উঃ ১৫ মে।

৩৯. ভারতের জীব বৈচিত্র আইন প্রণীত হয় কত সালে ?

উঃ ২০০২ সালে।

৪০. বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

উঃ পশ্চিমবঙ্গ।

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।