Industrial resources Questions Answers || শিল্প সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Industrial resources Questions Answers || শিল্প সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Industrial resources Questions Answers || শিল্প সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Industrial resources Questions Answers || শিল্প সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Industrial resources Questions Answers || শিল্প সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

  1. কাগজ শিল্পের প্রধান দুটি বনজ কাঁচামালের নাম লেখো।

উত্তরঃ- কাগজ শিল্পের প্রধান দুটি বনজ কাঁচামাল হল সরলবর্গীয় বনভূমির নরম কাঠ এবং বাঁশ।

  1. কাগজ শিল্পের প্রধান দুটি রাসায়নিক কাঁচামালের নাম লেখো।

উত্তরঃ- কাগজ শিল্পের প্রধান দুটি রাসায়নিক কাঁচামাল হল কস্টিক-সোডা ও সালফিউরিক অ্যাসিড।

  1. ভারতে প্রথম কাগজ কল কবে এবং কোথায় স্থাপিত হয় ?

উত্তরঃ- ভারতে প্রথম কাগজ কল স্থাপিত হয় ১৮৪০ সালে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে।

  1. পশ্চিমবঙ্গের দুটি কাগজ কলের নাম লেখো।

উত্তরঃ- পশ্চিমবঙ্গের দুটি কাগজ কল হল– চাকদহের সুপ্রিম পেপার মিলস্ লিমিটেড এবং দক্ষিণেশ্বরের ইমামি পেপার মিলস্ লিমিটেড।

  1. নিউজপ্রিন্ট উৎপাদনে কোন্ দেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করে ?

উত্তরঃ- নিউজপ্রিন্ট উৎপাদনে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে।

  1. বিশ্বের বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানাটি কোথায় অবস্থিত ?

উত্তরঃ- কানাডার নিউ ফাউন্ডল্যান্ডের কর্নার ব্রুক -এ বিশ্বের বৃহত্তম নিউজপ্রিন্ট কারখানাটি অবস্থিত।

  1. ভারতে কাগজ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে ?

উত্তরঃ- মহারাষ্ট্র কাগজ উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে।

  1. পৃথিবীতে কোথায় প্রথম চা চাষ হয় ?

উত্তরঃ- ষষ্ঠ শতকে চিনের ইয়াং সিকিয়াং নদী অববাহিকায় পৃথিবীতে প্রথম চা চাষ করা হয়।

  1. উৎপাদনে কোন্ দেশ বিশ্বে প্রথম স্থানের অধিকারী ?

উত্তরঃ- চা উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থানের অধিকারী।

  1. চিনে কোন ধরনের চা বেশি উৎপন্ন হয় ?

উত্তরঃ- চিনে প্রধানত সবুজ চা বেশি উৎপন্ন হয়।

  1. ভারতে সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণির চা কোথায় উৎপন্ন হয় ?

উত্তরঃ- পশ্চিমবঙ্গের দার্জিলিং -এ সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণির চা উৎপন্ন হয়।

  1. ভারতের চা শিল্পের একটি গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করো।

উত্তরঃ- ভারতের চা শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হল চা ঋতুভিত্তিক উৎপাদিত হয় বলে সারাবছর কাঁচামালের জোগান থাকে না।

  1. বিশ্বের ‘কাগজের রাজধানী’ কাকে বলে ?

উত্তরঃ- কানাডার কুইবেক প্রদেশের থ্রি রিভার্স শহরকে বিশ্বের ‘কাগজের রাজধানী’ বলে।

  1. চা শিল্পকে ‘শ্রমভিত্তিক শিল্প’ বলে কেন ?

উত্তরঃ- চা শিল্পের সূচনা অর্থাৎ চা পাতা সংগ্রহ থেকে প্যাকিং করা পর্যন্ত প্রচুর শ্রমিকের প্রয়োজন হয় বলে, এই শিল্পকে ‘শ্রমভিত্তিক শিল্প’ বলে।

  1. ভারতীয় চায়ের দুটি প্রধান ক্রেতা দেশের নাম করো।

উত্তরঃ- ভারতীয় চায়ের দুটি প্রধান ক্রেতা দেশ হল রাশিয়া ও ব্রিটিশ যুক্তরাজ্য।

  1. হেক্টর প্রতি চা উৎপাদনে বিশ্বে কোন্ দেশ শ্রেষ্ঠ স্থান অধিকার করে ?

উত্তরঃ- হেক্টর প্রতি চা উৎপাদনে শ্রীলঙ্কা বিশ্বে শ্রেষ্ঠ স্থান অধিকার করে।

  1. ভারতে প্রথম কাপড়ের কল কবে এবং কোথায় স্থাপিত হয় ?

উত্তরঃ- ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় ১৮১৮ সালে হাওড়ার ঘুসুড়িতে।

  1. দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র কোন্‌টি ?

উত্তরঃ- উত্তর দক্ষিণ ভারতের কোয়েম্বাটুর বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র। (একে দক্ষিণ ভারতের ম্যাস্টোর বলে)

  1. ‘চিনের ম্যাঞ্চেস্টার’ কাকে বলে ?

উত্তরঃ- সাংহাইকে ‘চিনের ম্যাঞ্চেস্টার’ বলে।

  1. কার্পার্স বস্ত্র রপ্তানিতে বিশ্বে কোন্ দেশ প্রথম স্থান অধিকার করে ?

উত্তরঃ- কার্পাস বস্ত্র রপ্তানিতে বিশ্বে জাপান প্রথম স্থান অধিকার করে।

  1. ‘রাশিয়ার ম্যাঞ্চেস্টার’ কাকে বলে ?

উত্তরঃ- আইভোনোভাকে ‘রাশিয়ার ম্যাস্টোর’ বলে।

  1. লৌহসংকর ধাতু ও ইস্পাতপিণ্ড উৎপাদনে কোন দেশ বিশ্বে প্রথম স্থানের অধিকারী ?

উত্তরঃ- লৌহসংকর ধাতু ও ইস্পাতপিন্ড উৎপাদনে চিন বিশ্বে প্রথম স্থানের অধিকারী।

  1. লোহা ও ইস্পাত শিল্পের প্রধান দুটি কাঁচামাল কী কী ?

উত্তরঃ- লোহা ও ইস্পাত শিল্পের প্রধান দুটি কাঁচামাল হল আকরিক লোহা ও কয়লা।

  1. জাপানের দুটি গুরুত্বপূর্ণ লোহা ও ইস্পাত কেন্দ্রের নাম লেখো।

উত্তরঃ- জাপানের দুটি গুরুত্বপূর্ণ লোহা ও ইস্পাত কেন্দ্রের নাম হল ইয়োকোহামা ও ইয়াওয়াটা। (দেশের বৃহত্তম)

  1. বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ ইস্পাত আমদানিকারক দেশের নাম লেখো।

উত্তরঃ- বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ ইস্পাত আমদানিকারক দেশ হল ইটালি ও ফ্রান্স।

  1. পেট্রো-রাসায়নিক শিল্প কাকে বলে ?

উত্তরঃ- যে শিল্পে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে রাসায়নিক সংশ্লেষের মাধ্যমে বিভিন্ন অনুসারী শিল্পের কাঁচামাল এবং বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য উৎপাদিত হয়, সেই শিল্পকে পেট্রো-রাসায়নিক শিল্প বলে।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।