Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর ভারতীয় গল্প- “অলৌকিক” | Indian story Alaukik Questions Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর ভারতীয় গল্প- “অলৌকিক” | Indian story Alaukik Questions Answers।
উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর ভারতীয় গল্প- “অলৌকিক” | Indian story Alaukik Questions Answers
■ বিকল্পধর্মী প্রশ্নোত্তর:: [ মান- ১ ]
- “গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল।” উদ্ধৃত পঙক্তিটির মাধ্যমে কোন গল্পের কথা বলা হয়েছে?
(ক) বলী কান্ধারীর গল্পের কথা বলা হয়েছে (খ) শিষ্য মর্দানার জলপানের গল্পের কথা বলা হয়েছে (গ) শিষ্য মর্দানার পাথর ভাঙার গল্পের কথা বলা হয়েছে (ঘ) গুরু নানকের ধ্যানের গল্পের কথা বলা হয়েছে।
উত্তর:- (ঘ) গুরু নানকের ধ্যানের গল্পের কথা বলা হয়েছে।
- “সেখানে ঘনঘন সাকা হল”- উদ্ধৃত পঙক্তিতে “সাকা’ শব্দের অর্থ লেখো?
(ক) সাদা কালোয় মিশ্রিত করা (খ) মহৎ কাজে প্রাণ উৎসর্গ করা (গ) অরন্ধন করা (ঘ) উৎসব অনুষ্ঠান করা।
উত্তর:- (খ) মহৎ কাজে প্রাণ উৎসর্গ করা
- “মার সঙ্গে তর্ক শুরু করি।” মায়ের সঙ্গে তর্ক শুরু করার কারণ কী?
(ক) পাথর গুঁড়িয়ে দেওয়া সম্ভব হবে না (খ) পাথর ছুড়ে মারা সম্ভব হবে না (গ) পাথর অদৃশ্য করা সম্ভব হবে না (ঘ) পাথরের চাঙর থামিয়ে দেওয়া সম্ভব হবে না
উত্তর:- (ঘ) পাথরের চাঙর থামিয়ে দেওয়া সম্ভব হবে না।
- ‘গুরু নানকের পায়ের কাছে প্রায় মুছিত হয়ে পড়ল’— উদ্ধৃত পঙক্তিতে কার কথা বলা হয়েছে?
(ক) লেখকের কথা বলা হয়েছে (খ) বলী কান্ধারীর কথা বলা হয়েছে (গ) ভাই মর্দানার কথা বলা হয়েছে (ঘ) লেখকের মায়ের কথা বলা হয়েছে
উত্তর:- (গ) ভাই মর্দানার কথা বলা হয়েছে
- ‘অলৌকিক’ গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে, সেটি কার ধ্বনি?
(ক) জয় মহাদেবের ধ্বনি (খ) জয় জগন্মাতার ধ্বনি (গ) জয় নিরঙ্কর ধ্বনি (ঘ) জয় মহাদিদেবের ধ্বনি
উত্তর:- (গ) জয় নিরঙ্কর ধ্বনি
- হাসান আব্দালের বর্তমান নাম কী উল্লেখ করা হয়েছে গল্পে?
(ক) বলী কান্ধারী সেন (খ) পাঞ্জাসাহেব (গ) আব্দাল হোসেন (ঘ) হাসান সাহেব
উত্তর:- (খ) পাঞ্জাসাহেব
- বলী কান্ধারী মর্দানাকে কয়টিবার ফিরিয়ে দেওয়ার কথা গল্পে বলা হয়েছে?
(ক) চার বার ফিরিয়ে দেওয়ার কথা (খ) এক বার ফিরিয়ে দেওয়ার কথা (গ) দু’বার ফিরিয়ে দেওয়ার কথা (ঘ) তিন বার ফিরিয়ে দেওয়ার কথা
উত্তর:- (ঘ) তিন বার ফিরিয়ে দেওয়ার কথা
- “মাস্টারমশাইয়ের সঙ্গেও তর্ক করলাম।” কী বিষযয়ে তর্ক হয়েছিল?
(ক) পাথর গুঁড়িয়ে দেওয়ার (খ) হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেওয়ার তর্ক হয়েছিল (গ) পাথর অদৃশ্য করার তর্ক হয়েছিল (ঘ) পাথর ছুড়ে মারার তর্ক হয়েছিল।
উত্তর:- (খ) হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেওয়ার তর্ক হয়েছিল
■ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [ মান- ১ ]
- “চোখের জলটা তাদের জন্য” উদ্ধৃত পঙক্তিতে কাদের কথা বলা হয়েছে?
উত্তর:- উদ্ধৃত পঙক্তিতে যারা জীবনকে তুচ্ছ করে ট্রেন থামিয়েছিল তাদের কথাই এখানে বলা হয়েছে।
- “তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন…” গল্পে উদ্ধৃত উক্তিটি কার ছিল?
উত্তর:- গল্পে উদ্ধৃত উক্তিটি ছিল গল্পকারের মায়ের।
- “তাকে সামনের পাথরটা তুলতে বলেন।” সামনের পাথরটা তোলার পর কী দেখতে পাওয়া গিয়েছিল?
উত্তর:- গুরু নানক শিষ্য মর্দানাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথর তোলার পরেই দেখা গেল জলের ঝরনা বেরিয়ে আসছে।
- “ওঁর কাছে জল পেতে পার।” কার কাছে জল পাওয়ার কথা গল্পে বলা হয়েছে? জলের প্রয়োজন হওয়ার কারণ কী?
উত্তর:- জনৈক দরবেশ বলী কান্ধারীর কাছে জল পাওয়ার কথা গল্পে বলা হয়েছে। গুরু নানকের শিষ্য মর্দানার তৃষ্ণা পেয়েছিল, তাই তার জন্য জলের প্রয়োজন হয়েছিল।
- “গল্পটা আমাদের স্কুলে শোনানো হল।” কোন গল্প স্কুলে শোনানো হয়েছিল?
উত্তর:- গুরু নানক হাত দেওয়া মাত্রই পাথরের চাঙর থেমে গিয়েছিল, এই গল্পটিই লেখক স্কুলে শুনেছিলেন।
- গল্পে উল্লিখিত মর্দানা কে ছিলেন?
উত্তর:- গল্পে উল্লিখিত মর্দানা ছিলেন গুরু নানকের একজন অত্যন্ত প্রিয়, ও বিশ্বস্ত শিষ্য।
- “আমি কাফেরের শিষ্যকে এক গণ্ডষ জল দেব না।” গল্পে কে, কাকে কাফের বলে উল্লেখ করেছেন?
উত্তর:- উদ্ধৃত পঙক্তিতে বলী কান্ডারী গুরু নানককে কাফের বলে উল্লেখ করেছেন।
- “গল্পটা মনে পড়লেই হাসি পেত।” এখানে কোন গল্পের কথা উল্লেখ করা হয়েছে?
উত্তর:- গুরু নানক হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দিয়েছিলেন। এই গল্পটি মনে পড়লে লেখকের খুবই হাসি পেত। এই গল্পের কথা উল্লেখ করা হয়েছে।
- “গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি।” কোন গল্পের কথা উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে?
উত্তর:- গুরু নানকের হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেওয়ার কথাই উদ্ধৃতাংশটিতে বলা হয়েছে।
Pradip
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।