Indian Railways Question Answers in Bengali || ভারতীয় রেল প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Indian Railways Question Answers in Bengali || ভারতীয় রেল প্রশ্নোত্তর. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Indian Railways Question Answers in Bengali || ভারতীয় রেল প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Indian Railways Question Answers in Bengali || ভারতীয় রেল প্রশ্নোত্তর || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Indian Railways Question Answers in Bengali || ভারতীয় রেল প্রশ্নোত্তর

  1. ভারতীয় রেল নীচের কোন রাজ্যে দেশের ‘দীর্ঘতম রেলওয়ে টানেল’ নির্মাণ করছে?

[A] উত্তরপ্রদেশ  

[B] গুজরাট  

[C] জম্মু ও কাশ্মীর  

[D] মনিপুর 

Answer: [D] মনিপুর 

  1. ‘মুঘলসরাই জংশনটি’ সম্প্রতি ‘দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন’ নামকরণ হয়েছে। এটি কোন রাজ্যে অবস্থিত?

[A] মহারাষ্ট্র 

[B] উত্তরপ্রদেশ  

[C] মধ্যপ্রদেশ  

[D] কেরালা 

Answer: [B] উত্তরপ্রদেশ 

  1. নব নির্মিত রেলওয়ে জোন ‘East Coast Railways’ এর সদর দফতর নীচের মধ্যে কোনটি?

[A] ভুবনেশ্বর 

[B] কোলকাতা  

[C] বিশাখাপত্তম  

[D] হায়দরাবাদ

Answer: [A] ভুবনেশ্বর

  1. ভারতের কোন ট্রেনের রুটের দৈর্ঘ্য দীর্ঘতম?

[A] কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস 

[B] কন্যাকুমারী – জম্মু তাবি হিমসাগর এক্সপ্রেস 

[C] গুয়াহাটি-তিরুবন্তপুরম এক্সপ্রেস 

[D] হাওড়া – জম্মু তাভি হিমগিরি এক্সপ্রেস

Answer: [A] কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস

  1. রেলওয়ে স্টাফ কলেজটি কোথায় অবস্থিত?

[A] Vadodara 

[B] Pune 

[C] Delhi 

[D] Allahabad

Answer: [A] Vadodara

  1. নীচের কোনটির উপরে ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রিজ অবস্থিত?

[A] ভেম্বনাদ হ্রদ 

[B] গঙ্গা নদী 

[C] চিল্কা হ্রদ  

[D] ব্রহ্মপুত্র নদ

Answer: [A] ভেম্বনাদ হ্রদ

  1. নিম্নলিখিত কোন শহরটিতে ভারতীয় রেলের 3 টি আঞ্চলিক সদর দফতর অবস্থিত?

[A] গোহাটি  

[B] মুম্বাই  

[C] কানপুর  

[D] কোলকাতা 

Answer: [D] কোলকাতা 

  1. রেল টাইম টেবিলগুলি ডিজাইন করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে পরিচিত?

[A] George Bradshaw 

[B] George Bernard Shaw 

[C] জর্জ ব্র্যাডম্যান 

[D] জর্জ ব্রুমেল

Answer: [A] George Bradshaw

  1. ভারতীয় রেল ব্যবস্থা বিশ্বের মধ্যে_

[A] প্রথম  

[B] দ্বিতীয়  

[C] তৃতীয়  

[D] চতুর্থ 

Answer: [D] চতুর্থ 

  1. ভারতে প্রথম রেল চলে _

[A] 1853 সালের 16 এপ্রিল  

[B] 1854 সালের 18 এপ্রিল  

[C] 1851 সালের 16 এপ্রিল  

[D] 1855 সালের 17 এপ্রিল 

Answer: [A] 1853 সালের 16 এপ্রিল 

  1. রেলওয়ে ভারতে প্রথম চালু হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

[A] লর্ড ডালহৌসি  

[B] লর্ড বেন্টিক  

[C] লর্ড উইলিয়াম  

[D] লর্ড রিপন 

Answer: [A] লর্ড ডালহৌসি 

  1. বাংলায় প্রথম ট্রেন চলাচল করে_

[A] 1854 সালে  

[B] 1864 সালে  

[C] 1860 সালে  

[D] 1856 সালে 

Answer: [A] 1854 সালে 

  1. ভারতে ইলেকট্রিক ট্রেন শুরু হয়_

[A] 1975 সালে  

[B] 1976 সালে  

[C] 1977 সালে  

[D] 1979 সালে 

Answer: [A] 1975 সালে 

  1. ভারতে দীর্ঘতম রেলওয়ে স্টেশন__

[A] Kharagpur railway station 

[B] Gorakhpur railway station 

[C] Kollam Junction 

[D] Kanpur Central

Answer: [B] Gorakhpur railway station

  1. নীচে কোন ব্যক্তির শততম বার্ষিকী উপলক্ষে 1989 সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল?

[A] স্বামী বিবেকানন্দ 

[B] মহাত্মা গান্ধী 

[C] জওহরলাল নেহেরু 

[D] রবীন্দ্রনাথ ঠাকুর

Answer: [C] জওহরলাল নেহেরু

  1. নিচের মধ্যে কে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন?

[A] John Mathai 

[B] Lal Bahadur Shastri 

[C] Jawaharlal Nehru 

[D] Shanmugham Shetty

Answer: John Mathai

  1. মৈত্রী এক্সপ্রেস নিম্নলিখিত দেশগুলির সাথে ভারতকে সংযুক্ত করে?

[A] নেপাল  

[B] বাংলাদেশ  

[C] পাকিস্তান 

[D] মায়ানমার 

Answer: [B] বাংলাদেশ 

  1. নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে টানেল?

[A] Seikan Tunnel 

[B] Gotthard Base Tunnel 

[C] Channel Tunnel 

[D] Yulhyeon Tunnel

Answer: [B] Gotthard Base Tunnel

  1. ভারতের, ভারতীয় রেলের প্রথম মহিলা লোকোপাইলট (ট্রেন চালক) নিম্নলিখিতগুলির মধ্যে কে?

[A] Surekha Shankar Yadav

 [B] Rajashree Sachdev 

[C] Ritu Chauhan 

[D] Rajashree Sachdev

Answer: [A] Surekha Shankar Yadav

  1. নিচের কোন রেল স্টেশনে ভারত তথা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে?

[A] Gorakhpur Railway Station 

[B] Kollam Junction 

[C] Bilaspur Railway Station 

[D] Kharagpur Railway Station

Answer: [A] Gorakhpur Railway Station

🔶 কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তরঃ-

১. নিম্নলিখিত কোন উপাদান টি কৃত্রিম মেঘ (cloud seeding) সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয় 

ক) সিলভার  আয়োডাইড 

খ) বালি 

গ) কালো কার্বন 

ঘ) কপার সালফেট 

উত্তর –  ক 

২. আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, যখন 

ক) তাপমাত্রা হ্রাস পায় 

খ) তাপমাত্রা বৃদ্ধি পায়

গ) বায়ুর গতিবেগ হ্রাস পায় 

ঘ) কোনটিই নয় 

উত্তর –  খ 

৩. ট্রপোপজ ও নিম্ন থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী বায়ুমণ্ডলীয় স্তর কে বলে 

ক) মধ্য আবহমন্ডল 

খ) নিম্ন আবহমণ্ডল

গ) ঊর্ধ্ব আবহমণ্ডল 

ঘ) সর্বোচ্চ আবহমণ্ডল 

উত্তর – ক 

৪.  শুন্য ডিগ্রি সেলসিয়াসের  (0ºC) কম উষ্ণতায়  যখন ঘনীভবন, তখন তাকে বলে 

ক) অতিশীতল বিন্দু উষ্ণতা 

খ) তুষারবিন্দু উষ্ণতা 

গ) বরফ শীতল তাপমাত্রা  

ঘ) শীতল উষ্ণতা 

উত্তর – ক 

৫.  তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন কোন মাধ্যম ছাড়াই শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রেরন করে, তখন তাকে বলা হয় 

ক) বিকিরন 

খ) পরিচলন 

গ) স্রোত 

ঘ) পরিবহন 

উত্তর – ক 

৬.  বর্জ্রবিদ্যুৎসহ ঝড় নর’ওয়েস্টার দেখা যায় 

ক) পাঞ্জাবে 

খ) পশ্চিমবঙ্গ 

গ) তামিলনাড়ু

ঘ) অন্ধ্রপ্রদেশ 

উত্তর – খ

৭. সারা পৃথিবীব্যাপী গড় বৃষ্টিপাতের পরিমান 

ক) ৫০ সেমি 

খ) ৭৫ সেমি 

গ) ১০০ সেমি 

ঘ) ১২৫ সেমি 

উত্তর –  খ

৮. কোপেনের জলবায়ুর শ্রেণীবিভাগ অনুসারে “BWh” দ্বারা বোঝানো হয় 

ক) মধ্য অক্ষাংশীয়  শীতল মরুভূমি 

খ) নিম্ন অক্ষাংশীয় উষ্ণ মরুভূমি 

গ) মৌসুমি জলবায়ু 

ঘ) সাভানা জলবায়ু 

উত্তর – খ

৯. তাপীয় বায়ু নামে পরিচিত 

ক) ঊর্ধ্বগামী বায়ু 

খ) জেট স্ট্রিম 

গ) বানিজ্য বায়ু 

ঘ) পশ্চিমা বায়ু 

উত্তর – খ 

১০. সবচেয়ে বেশি টর্নেডো দেখা যায় 

ক) আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট প্লেন অঞ্চলে 

খ) উত্তর -পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রে

গ) উত্তর – পশ্চিম আমেরিকা যুক্তরাষ্ট্রে

ঘ) দক্ষিণ – পূর্ব আমেরিকা যুক্তরাষ্ট্রে

উত্তর – ক 

১১. আমেরিকা যুক্তরাষ্ট্র ব্যবহার CFCs বন্ধ করে 

ক) ১৯১৭ সালে 

খ) ১৯৪৭ সালে 

গ) ১৯৮৩ সালে 

ঘ) ১৯৭৮ সালে 

উত্তর – ঘ 

১২. অক্লুশন বলতে বোঝায় 

ক) ক্রান্তীয় ঘূর্নবাতের উৎপত্তি 

খ) মধ্য অক্ষাংশীয় ঘূর্নবাতের উৎপত্তি 

গ) ক্রান্তীয় ঘূর্নবাতের বিলোপ 

ঘ) মধ্য অক্ষাংশীয় ঘূর্নবাতের বিলোপ 

উত্তর – ঘ 

১৩.  উপক্রান্তিয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুকে বলে 

ক) সাময়িক বায়ু 

খ) পশ্চিমা বায়ু 

গ) বানিজ্য বায়ু 

ঘ) মৌসুমি  বায়ু 

উত্তর – গ 

১৪. ক্রান্তীয় অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমান 

ক) ৪ %

খ) ৯ % 

গ) ২০ %

ঘ) ৩০ % 

উত্তর – ক

১৫. বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের পরিমআন 

ক) ০.২৮ %

খ) ০.৯৩ %

গ) ০.৭৮ %

ঘ) ২১.০০ % 

উত্তর – খ 

১৬. বায়ুমণ্ডলের যে স্তর কে  সমতাপমাত্রা যুক্ত অঞ্চল বলা হয় 

ক) আয়নোস্ফিয়ার 

খ) ট্রপোস্ফিয়ার 

গ) স্ট্র্যাটোস্ফিয়ার 

ঘ) মেসোস্ফিয়ার 

উত্তর – গ 

১৭.  বায়ুমণ্ডলের কন উপাদান দ্বারা সবচেয়ে বেশি পরিমানে সৌর বিকিরন প্রতিফলিত হয়

ক) অক্সিজেন অনু 

খ) জলীয় বাষ্প 

গ) ধূলিকনা 

ঘ) ওজোন 

উত্তর – গ 

১৮. প্রতিফলন জনিত কারণে যে পরিমান সৌর বিকিরন নষ্ট হয় 

ক) ১৪ % 

খ) ১৬ %

গ) ৬ %

ঘ) ২৭ % 

উত্তর – গ 

১৯. বৈপরীত্য উষ্ণতা বলতে বোঝায় 

ক) বায়ুর অবনমন জনিত কারণে উষ্ণতার বৃদ্ধি 

খ) উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি 

গ) উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার হ্রাস 

ঘ) বায়ুর প্রসারন জনিত কারণে উষ্ণতার হ্রাস 

উত্তর – খ

২০. অপসূর অপেক্ষা অনুসূরে কত শতাংশ বেশি সৌর বিকিরন গৃহীত হয় 

ক) ৭ %

খ) ৪ %

গ) ৬ %

ঘ) ৫ %

উত্তর – ক  

২১. নিম্নলিখিত কোন বায়ুটি চাপবলয় কে অনুসরন করে প্রবাহিত হয় 

ক) মৌসুমি বায়ু 

খ) নিয়ত বায়ু 

গ) সমুদ্র ও স্থল বায়ু 

ঘ) চিনুক বায়ু 

উত্তর – খ 

২২. উত্তর গোলার্ধে বানিজ্য বায়ু প্রবাহিত হয় 

ক) পশ্চিম থেকে পূর্বে 

খ) দক্ষিণ – পূর্ব থেকে উত্তর – পূর্বে 

গ) উত্তর – পূর্ব থেকে দক্ষিণ – পশ্চিমে 

ঘ) পূর্ব থেকে পশ্চিমে 

উত্তর – গ 

২৩.  বানিজ্য বায়ু 

ক) আর্দ্র 

খ) উষ্ণ ও আর্দ্র 

গ) ঠাণ্ডা ও শুষ্ক 

ঘ) শুষ্ক 

উত্তর – খ 

২৪. স্থল ও জলভাগের মধ্যে ঋতু ভিত্তিক চাপের পার্থক্যের ফলে সৃষ্ট হয় 

ক) পশ্চিমা বায়ু 

খ) সমুদ্র ও স্থল বায়ু 

গ) মৌসুমী বায়ু

ঘ) আয়ন বায়ু 

উত্তর – গ 

২৫.  আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে বেশি হয়, যে জলবায়ু অঞ্চলে 

ক) নিরক্ষীয় জলবায়ু 

খ) মেরু জলবায়ু 

গ) মরু জলবায়ু 

ঘ) কোনটিই নয় 

উত্তর – ক 

২৬.  বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমান কে বলা হয় 

ক) চরম আর্দ্রতা 

খ) কুয়াশা 

গ) আপেক্ষিক আর্দ্রতা 

ঘ) ঘনীভবন 

উত্তর – ক 

২৭. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হয় 

ক) ৮০ % 

খ) ৫০ % 

গ) ৬০ % 

ঘ) ১০০ % 

উত্তর – ঘ

২৮. নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্নবাত সৃষ্টি হয় না কারণ 

ক) দূর্বল কোরিওলিস বল 

খ) অতিরিক্ত উষ্ণতা 

গ) শান্ত বায়ু 

ঘ) আর্দ্র ও ভারী বায়ু 

উত্তর – ক 

২৯. ধোয়াশায় যে বিষাক্ত উপাদানটি থাকে না 

ক) নাইট্রোজেন অক্সাইড 

খ) হাইড্রোকার্বন 

গ) পলিকার্বন 

ঘ) ওজোন 

উত্তর – গ 

৩০. যে অক্ষাংশীয় অঞ্চলে  টাইফুন ও হ্যারিকেন সৃষ্টি হতে দেখা যায় 

ক) উভয় গোলার্ধে  ১৫ থেকে ৩০ ডিগ্রি 

খ) উভয় গোলার্ধে ১০ থেকে ২০ ডিগ্রি 

গ) উভয় গোলার্ধে ৮ থেকে ১৫ ডিগ্রি 

ঘ) উভয় গোলার্ধে ৩০ থেকে ৪৫ ডিগ্রি 

উত্তর – গ 

৩১. কোন মহাদেশে হ্যারিকেন বা টাইফুনের ফলে কোন ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই 

ক) উত্তর আমেরিকা 

খ) আফ্রিকা 

গ) দক্ষিণ আমেরিকা 

ঘ) এশিয়া 

উত্তর – গ 

৩২. আগত সৌর বিকিরন দ্বারা গৃহীত তাপ এবং পার্থিব বিকিরন দ্বারা বর্জিত তাপ যে অক্ষরেখা বরাবর প্রায় সমান হয় 

ক) ২২ ডিগ্রি উত্তর ও দক্ষিণ 

খ) ৪০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ 

গ) ৯০ ডিগ্রি উত্তর ও দক্ষিণ 

ঘ) ৬৬ ডিগ্রি উত্তর ও দক্ষিণ 

উত্তর – খ 

৩৩. বায়ুর দ্রুত ঊর্ধ্ব গমনের ফলে সৃষ্ট হয় 

ক) কুয়াশা 

খ) ফ্রস্ট 

গ) শিলাবৃষ্টি 

ঘ)  তুষার 

উত্তর – গ 

৩৪. পৃথিবী সৃষ্টির প্রথম দিকে বায়ুমণ্ডলে ছিল না 

ক) অক্সিজেন 

খ) কার্বন ডাই অক্সাইড 

গ) নাইট্রোজেন 

ঘ) অ্যামোনিয়া 

উত্তর – ক 

৩৫. জানুয়ারি মাসের যে সমোষ্ণরেখা ভারতবর্ষকে ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে ভাগ করতে  ব্যবহৃত হয় 

ক) ২১ ডিগ্রি সেলসিয়াস 

খ) ১৮ ডিগ্রি সেলসিয়াস 

গ) ১২ ডিগ্রি সেলসিয়াস 

ঘ) ১৫ ডিগ্রি সেলসিয়াস 

উত্তর – খ

৩৬. উষ্ণতার বৈপরীত্য সৃষ্টির অনুকূল অবস্থা হল 

ক) সন্ধ্যে বেলা পর্বতের উপরিভাগে 

খ) বায়ুপ্রবাহ যুক্ত মেঘাচ্ছন্ন আকাশ

গ) শান্ত, মেঘাচ্ছন্ন ও আর্দ্র রাত্রি 

ঘ) শান্ত, পরিষ্কার ও শীতকালীন শীতল রাত্রি 

উত্তর – ঘ

৩৭. কুয়াশা সৃষ্টির জন্য প্রয়োজন হয় না 

ক) উচ্চ আপেক্ষিক আর্দ্রতা 

খ) শীতকাল 

গ) দ্রুত বিকিরন 

ঘ) স্বল্প দৈনিক উষ্ণতার প্রসর 

উত্তর – ঘ 

৩৮. নিম্ন বায়ুমন্ডলীয় কালো মেঘ, যা থেকে প্রচুর বৃষ্টি হয় 

ক) অল্টোস্ট্র্যাটাস 

ক) সিরাস 

গ) সিরোস্ট্র্যাটাস 

ঘ) নিম্বোস্ট্রাটাস 

উত্তর – ঘ 

৩৯. আমেরিকা যুক্তরাষ্ট্রের যে অংশে পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছর ধরে বৃষ্টিপাত হয় 

ক) উত্তর – পশ্চিমাংশে 

খ) উত্তর – পূর্বাংশে 

গ) দক্ষিণ – পশ্চিমাংশে 

ঘ) দক্ষিণ – পূর্বাংশে 

উত্তর – ক 

৪০. কখন বায়ুর উষ্ণতা সবচেয়ে কম হয় 

ক) সূর্যোদয়ের কিছু আগে

খ) মধ্য রাতে 

গ) ভোর ৩ টাই 

ঘ) কন নির্দিষ্ট সময় নেই 

উত্তর – ক 

৪১. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমান 

ক) উষ্ণতার ওপর নির্ভর করে না 

খ) উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় 

গ) উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় 

ঘ) উষ্ণতা বৃদ্ধির ফলে  বৃদ্ধি বা হ্রাস কিছুই হয় না 

উত্তর –  খ 

৪২. নিম্নলিখিত উপাদান টি জলবায়ুর ও আবহাওয়ার পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকা পালন করে 

ক) নাইট্রোজেন 

খ) অক্সিজেন 

গ) ওজোন 

ঘ) জলীয় বাষ্প 

উত্তর – ঘ 

৪৩. নিম্নলিখিত কোন উপাদান থেকে অ্যালবেডোর পরিমান সবচেয়ে বেশি 

ক) সিরাস মেঘ 

খ) কিউমুলোনিম্বাস মেঘ

গ) গলনশীল বরফ 

ঘ) বালি 

উত্তর – খ 

৪৪.জীবমন্ডলে যে সৌর বিকিরন এসে পৌঁছায় তার কত শতাংশ উদ্ভিদ দ্বারা সালোকসংশ্লেষে ব্যবহৃত হয় 

ক) ১ % এর কম 

খ) ১ থেকে ১৫ % মতো 

গ) ১৫ থেকে ২০ % মতো 

ঘ) ২ % এর বেশি 

উত্তর – ঘ

৪৫.   অস্ট্রেলিয়ার উত্তরাংশে দেখা যায় 

ক) নিরক্ষীয় জলবায়ু 

খ) নাতিশীতোষ্ণ জলবায়ু

গ) মরু জলবায়ু 

ঘ) মৌসুমি জলবায়ু

উত্তর – ঘ 

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।