ভারতীয় রেল জিকে প্রশ্নোত্তর PDF | Indian Railways Question and Answer
- কোন রাজ্যে ভারতের ‘দীর্ঘতম রেলওয়ে টানেল’ নির্মাণ করছে?
[A] উত্তরপ্রদেশ
[B] গুজরাট
[C] জম্মু ও কাশ্মীর
[D] মনিপুর
Answer: [D] মনিপুর
- ‘মুঘলসরাই রেলওয়ে জংশন’ বা ‘দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন’ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
[A] মহারাষ্ট্র
[B] উত্তরপ্রদেশ
[C] মধ্যপ্রদেশ
[D] কেরালা
Answer: [B] উত্তরপ্রদেশ
- নব নির্মিত রেলওয়ে জোন ‘East Coast Railways’ এর সদর দফতর কোথায় স্থাপন করা হয়েছে?
[A] ভুবনেশ্বর
[B] কোলকাতা
[C] বিশাখাপত্তম
[D] হায়দরাবাদ
Answer: [A] ভুবনেশ্বর
- ভারতের মধ্যে কোন এক্সপ্রেস ট্রেন রুটের দৈর্ঘ্য দেশের সবচেয়ে দীর্ঘতম?
[A] কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস
[B] কন্যাকুমারী – জম্মু তাবি হিমসাগর এক্সপ্রেস
[C] গুয়াহাটি-তিরুবন্তপুরম এক্সপ্রেস
[D] হাওড়া – জম্মু তাভি হিমগিরি এক্সপ্রেস
Answer: [A] কন্যাকুমারী – ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস
- রেলওয়ে স্টাফ কলেজটি কোন শহরে অবস্থিত?
[A] ভাদোদরা
[B] পুনে
[C] দিল্লী
[D] এলাহাবাদ
Answer: [A] ভাদোদরা
- ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রিজ কোথায় অবস্থান করছে?
[A] ভেম্বনাদ হ্রদ
[B] গঙ্গা নদী
[C] চিল্কা হ্রদ
[D] ব্রহ্মপুত্র নদ
Answer: [A] ভেম্বনাদ হ্রদের ওপর
- কোন শহরে ভারতীয় রেলওয়ের 3টি আঞ্চলিক সদর দফতর অবস্থিত?
[A] গোহাটি
[B] মুম্বাই
[C] কানপুর
[D] কোলকাতা
Answer: [D] কোলকাতা
- প্রথম রেলের টাইম টেবিল ডিজাইন কে করেছিলেন?
[A] জর্জ ব্র্যাডশ
[B] জর্জ বার্নার্ড শ
[C] জর্জ ব্র্যাডম্যান
[D] জর্জ ব্রুমেল
Answer: [A] জর্জ ব্র্যাডশ
- ভারতীয় রেল ব্যবস্থা বিশ্বের মধ্যে কততম?
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ
Answer: [D] চতুর্থ
- ভারতে প্রথম রেল চলে কত সালে?
[A] 1853 সালের 16 এপ্রিল
[B] 1854 সালের 18 এপ্রিল
[C] 1851 সালের 16 এপ্রিল
[D] 1855 সালের 17 এপ্রিল
Answer: [A] 1853 সালের 16 এপ্রিল
- ভারতে প্রথম ট্রেন চালু হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
[A] লর্ড ডালহৌসি
[B] লর্ড বেন্টিক
[C] লর্ড উইলিয়াম
[D] লর্ড রিপন
Answer: [A] লর্ড ডালহৌসি
- বাংলায় প্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে?
[A] 1854 সালে
[B] 1864 সালে
[C] 1860 সালে
[D] 1856 সালে
Answer: [A] 1854 সালে
- ভারতে ইলেকট্রিক ট্রেন চালু হয় কত সালে?
[A] 1975 সালে
[B] 1976 সালে
[C] 1977 সালে
[D] 1979 সালে
Answer: [A] 1975 সালে
- ভারতে দীর্ঘতম রেলওয়ে স্টেশনটির নাম উল্লেখ করো।
[A] খড়গপুর রেলওয়ে স্টেশন
[B] গোরখপুর রেলওয়ে স্টেশন
[C] কোল্লাম জংশন
[D] কানপুর সেন্ট্রাল
Answer: [B] গোরখপুর রেলওয়ে স্টেশন
- কার শততম জন্মবার্ষিকী উপলক্ষে 1989 সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু করা হয়?
[A] স্বামী বিবেকানন্দ
[B] মহাত্মা গান্ধী
[C] জওহরলাল নেহেরু
[D] রবীন্দ্রনাথ ঠাকুর
Answer: [C] জওহরলাল নেহেরু
- স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন?
[A] জন মাথাই
[B] লাল বাহাদুর শাস্ত্রী
[C] জওহরলাল নেহেরু
[D] শানমুঘাম শেঠি
Answer: [A] জন মাথাই
- মৈত্রী এক্সপ্রেস কোন দেশের সাথে ভারতকে সংযুক্ত করেছে?
[A] নেপাল
[B] বাংলাদেশ
[C] পাকিস্তান
[D] মায়ানমার
Answer: [B] বাংলাদেশ
- কোনটি পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে টানেল?
[A] সেকান টানেল
[B] গোথার্ড বেস টানেল
[C] চ্যানেল টানেল
[D] ইউলহিয়েওন টানেল
Answer: [B] গোথার্ড বেস টানেল
- ভারতীয় রেলের প্রথম মহিলা লোকোপাইলট (ট্রেন চালক) হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?
[A] সুরেখা শঙ্কর যাদব
[B] রাজশ্রী সচদেব
[C] রিতু চৌহান
[D] রাজশ্রী সচদেব
Answer: [A] সুরেখা শঙ্কর যাদব
- ভারতে অবস্থিত কোন রেল স্টেশনে ভারত তথা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম স্থাপিত হয়েছে?
[A] গোরখপুর রেলওয়ে স্টেশন
[B] কোল্লাম জংশন
[C] বিলাসপুর রেলওয়ে স্টেশন
[D] খড়গপুর রেলওয়ে স্টেশন
Answer: [A] গোরখপুর রেলওয়ে স্টেশন।
Click Here To Download PDF