Indian Postal Department Recrument: ভারতীয় ডাক বিভাগে প্রায় ৩৯ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো

Indian Postal Department Recrument: ভারতীয় ডাক বিভাগে প্রায় ৩৯ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো। ২ মে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যপ্রার্থীদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। এখানে সংক্ষেপে দেওয়া হল। তবে এব্যাপারে অফিসিয়াস ওয়েবসাইটেই এব্যাপারে বিস্তারিত জানা যাবে।

শূন্য পদের সংখ্যা:-

ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে ৩৮৯২৬ জন গ্রামীন ডাক সেবক নেওয়া হবে। এর মধ্যে রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো https://indiapostgdsonline.gov.in/




শিক্ষাগত যোগ্যতা:-

ভারত সরকার, রাজ্য সরকার কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিরর স্বীকৃত বোর্ড থেকে গণিত এবং ইংরেজি-সহ ১০ ম শ্রেণি পাশ করা বাধ্যতামূলক। দেখাতে হবে মাধ্যমিক পাশের শংসাপত্র। প্রার্থীকে স্থানীয় ভাষা নিয়ে ১০ ম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে হবে।

বয়সসীমা:-

৫ জুন, ২০২২ অনুযায়ী সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর।

বেতন:-

গ্রামীণ ডাক সেবকদের টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স আকারে বেতন দেওয়া হয়। তবে প্রতিটি বিভাগেই ন্যূনতম টাকা টিআরসিএ হিসেবে দেওয়া হয়।
শাখা পোস্ট মাস্টার কিংবা বিপিএমদের ১২ হাজার টাকা, সহকারী শাখা পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাক সেবকদের দেওয়া হয় ১০ হাজার কাতা করে।

আবেদন পদ্ধতি ও আবেদন ফি:-

প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারীদের মেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে অন্য সব সরকারি চাকরির আবেদনের মতোই। আবেদনকারীকে অনলাইনে ১০০ টাকা পরীক্ষার ফি হিসেবে জমা দিতে হবে। তবে এসসি-এসটি এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই ফি লাগবে না।