Indian Postal Department Recruitment 2023
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় ডাক বিভাগ (Indian Postal Department Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে গ্রামীন ডাক সেবক পদ সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে ভারতীয় ডাক বিভাগের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ:- ১৬ ফেব্রুয়ারি।
ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই আবেদন করতে হবে।
■ শূন্যপদের সংখ্যা:- ৪০,৮৮৯ টি
■ শিক্ষাগত যোগ্যতা:- মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
■ বয়সসীমা:- আবেদনকারীর বয়সসীমা হতে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তবে নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
■ আরো চাকরির খবর:-
কলকাতা বন্দরে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
প্রতিরক্ষামন্ত্রকে ৫০০০-এর বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ বেতন:-
ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে বেতন দেওয়া হবে ১২০০০ থেকে ২৯,৩৮০ টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে বেতন হবে ১০ হাজার থেকে ২৪৪৭০ টাকা।
■ আবেদনের ফি:-
পরীক্ষার জন্য আবেদনকারীকে ১০০ টাকা করে ফি জমা দিতে হবে। তবে মহিলা ও তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য কোনও ফি জমা দিতে হবে না।
■ প্রার্থী নির্বাচন পদ্ধতি:- আবেদনের পরে একটি সিস্টেম জেনারেটেড মেধাতালিকা তৈরি করা হবে। এরপর সেই তালিকা ডাক বিভাগের ওয়েবসাইট এবং গ্রামীন ডাক সেবকের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
■ আবেদন পদ্ধতি:-
প্রথমে ভারতীয় ডাক বিভাগের ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/ -এ যেতে হবে। এরপর রেজিস্ট্রেশন করতে হবে। ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করে অনলাইনে ফি জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পরে ভবিষ্যতের সুবিধার জন্য একটি প্রিন্টআউট রাখতে হবে। আবেদনকারীদের অবশ্যই আবেদন করার আগে নিয়োগে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। https://indiapostgdsonline.cept.gov.in/Notifications
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি