Indian Post Group C Recruitment 2023
ভারতীয় ডাক বিভাগ (Indian Post Group C Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে গ্রুপ সি লেভেলের পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে ভারতীয় ডাক বিভাগের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ নিয়োগকারী সংস্থা:- ভারতীয় ডাক বিভাগের তরফে কর্মী নিয়োগ করা হবে।
■ পদের নাম:- গ্রুপ সি লেভেলের পদের জন্য নিয়োগ করা হবে।
■ আবেদনের মাধ্যম:- Ofline -এ আবেদন করতে হবে।
■ আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।
■ আবেদন শেষের তারিখ:- ৩১ মার্চ ২০২৩
■ অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.indiapost.gov.in/
■ আরো চাকরির খবর:-
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে অসম রাইফেলসে কয়েকশো শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে বিপুলসংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ বিজ্ঞপ্তি পড়ার লিংক:-
https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_28022023_MMS_TN_Eng.pdf
■ শিক্ষাগত যোগ্যতা:-
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
■ বয়সসীমা:- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়সসীমা ১৮- ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
■ মাসিক বেতন:- সর্বনিম্ন 19,900/- টাকা
■ আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
The Senior Manager (JAG), Mail Motor Service, No. 37, Greams Road, Chennai – 600006
■ প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾ Written Exam.
◾ Short-listing.
◾ Document Verification (DV).
◾ Interview
■ আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://www.indiapost.gov.in/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি
■ অনলাইনের আবেদন করার পদ্ধতি:-
● প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে।
● অনলাইনে রেজিস্ট্রেশন তথা লগইন এর ডাইরেক্ট লিংকে ক্লিক করতে হবে।
● Registration এর সময় নিজের যাবতীয় বিভিন্ন তথ্য সঙ্গে রাখবেন।
● এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম তথা বাবা এবং মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার সঙ্গে নিজের একটি বৈধ এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি সমস্ত কিছু নির্ভুলভাবে দিতে হবে।
● রেজিস্ট্রেশন শেষে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাবেন যেগুলি অবশ্যই নোট করে রাখবেন। যেটি পুনরায় লগইন করার জন্য লাগবে।
● সব শেষে যাদের আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।