ইন্ডিয়ান অয়েলে ১৯৬৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ (Indian Oil recruits 1968 apprentices)

ইন্ডিয়ান অয়েলে ১৯৬৮ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ (Indian Oil recruits 1968 apprentices)

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে ১৯৬৮ জন ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

মোট শূন্যপদঃ- ১৯৬৮টি

বয়সসীমাঃ- ৩১ অক্টোবর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাবেন ।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

যোগ্যতাঃ- ট্রেড অ্যাপ্রেন্টিস (ডেটা এন্ট্রি অপারেটর) পদে দ্বাদশ শ্রেণী পাশ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) ট্রেড এর ক্ষেত্রে ম্যাট্রিকুলেশন পাশ সঙ্গে ফিটার ট্রেডে আইটিআই। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ- লেখা পরীক্ষা , নথি পত্র যাচাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে, লেখা পরীক্ষা হবে ২১ নভেম্বর ২০২১ তারিখ, পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুনঃ-

📝 ন্যাশনাল ফার্টিলাইজার্সে ১৮৩ নন এগজিকিউটিভ পদে নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ- http://www.iocl.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ নভেম্বর ২০২১ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীদের এখনই আবেদন করতে পারেন।