Indian Oil Corporation Limited Recruitment 2023
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে সিকিউরিটি চিফ সহ একাধিক শূন্যপদে পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন। (Iocl Recruitment 2023)
■ নিয়োগকারী সংস্থা:- ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড
■ পদের নাম:- সিকিউরিটি চিফ পদ
■ আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।
■ আবেদন শেষের তারিখ:- ২০ ফেব্রুয়ারি, ২০২৩
■ অফিসিয়াল ওয়েবসাইট:- https://iocl.com/
■ আরো চাকরির খবর:-
মাধ্যমিক পাশেই ওয়েস্টার্ন কোলফিল্ডসে বিপুলসংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
পশ্চিমবঙ্গ সরকারের, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের বিপুলসংখ্যক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
■ যোগ্যতা:-
ভাল সার্ভিস রেকর্ড এবং উচ্চ ফিটনেস থাকা বাধ্যতামূলক। অপরাধ নিয়ন্ত্রণ/পেট্রোলিয়াম সেক্টর/পাইপলাইন শিল্পে কাজ করার ভালো অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।
■ মাসিক বেতন:- ৬০ হাজার টাকা
■ প্রার্থীরা আবেদনের বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে deepty@indianoil.in বা rajeevkumar@indianoil.in – এ মেল করতে পারেন।
■ প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-
আবেদনপত্র যাচাইয়ের পরে, সমস্ত যোগ্য প্রার্থীকে নিম্নলিখিত ধাপগুলির মাধ্যমে নির্বাচন করা হবে-
◾ Written Exam.
◾ Short-listing.
◾ Document Verification (DV).
◾ Interview
■ আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-
আবেদনপত্র যথাযথ ভাবে পূরণ করে সিনিয়র হিউম্যান রিসোর্স ম্যানেজার, নর্দার্ন রিজিয়ন পাইপলাইন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, গ্রাম বাহোলি, পি.ও. পানিপথ শোধনাগার, পানিপম (হরিয়ানা)-এ পাঠাতে হবে।
■ আবেদন পদ্ধতি:-
আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট https://iocl.com/ এর মাধ্যমে আবেদন করতে পারেন।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি
■ অনলাইনের আবেদন করার পদ্ধতি:-
● প্রথমে নিয়োগের অফিসিয়াল অনলাইন আবেদনের লিংকে ক্লিক করতে হবে।
● অনলাইনে রেজিস্ট্রেশন তথা লগইন এর ডাইরেক্ট লিংকে ক্লিক করতে হবে।
● Registration এর সময় নিজের যাবতীয় বিভিন্ন তথ্য সঙ্গে রাখবেন।
● এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম তথা বাবা এবং মায়ের নাম, জন্ম তারিখ, জেন্ডার সঙ্গে নিজের একটি বৈধ এবং মোবাইল নম্বর এবং ইমেল আইডি সমস্ত কিছু নির্ভুলভাবে দিতে হবে।
● রেজিস্ট্রেশন শেষে একটি এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড পাবেন যেগুলি অবশ্যই নোট করে রাখবেন। যেটি পুনরায় লগইন করার জন্য লাগবে।
● সব শেষে যাদের আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করুন।