Important questions and answers of the Indian national movement || ভারতের জাতীয় আন্দলনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Indian national movement. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Important questions and answers of the Indian national movement. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Important questions and answers of the Indian national movement সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Important questions and answers of the Indian national movement || ভারতের জাতীয় আন্দলনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ||

  1. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- হিন্দু কলেজ ১৮১৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

  1. কলকাতা মাদ্রাসা কে, কবে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিংস ১৭৮১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন।

  1. কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- উইলিয়াম জোন্স ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।

  1. কবে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় ?

উত্তরঃ- ১৮৩৫ খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সরকারি সিদ্ধান্ত নেওয়া হয়।

  1. লর্ড মেকলে কে ছিলেন ?

উত্তরঃ- লর্ড মেকলে ছিলেন লর্ড বেন্টিঙ্কের আইনসচিব।

  1. লর্ড হার্ডিঞ্জ সরকারি চাকরির ক্ষেত্রে কী নীতি নিয়েছিলেন ?

উত্তরঃ- লর্ড হার্ডিঞ্জ সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজির জ্ঞান আবশ্যিক বলে ঘোষণা করেন ।

  1. কবে উডের নির্দেশনামা পেশ হয়েছিল ?

উত্তরঃ- ১৮৫৪ খ্রিস্টাব্দে উডের নির্দেশনামা পেশ হয়েছিল।

  1. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ব্রাহ্বসমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়।

  1. ভারতীয় ব্রাক্মসমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ভারতীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন।

  1. কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- কলিকাতা বিশ্ববিদ্যালয় ১৮৫৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

  1. ভারতীয় শিক্ষা সার্ভিস কবে গঠন করা হয় ?

উত্তরঃ- ভারতীয় শিক্ষা সার্ভিস ১৮৯৬ খ্রিস্টাব্দে গঠন করা হয়।

  1. র‍্যালে কমিশন কবে গঠন করা হয়েছিল ?

উত্তরঃ- র‍্যালে কমিশন ১৯০২ খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল।

  1. কবে হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল ?

উত্তরঃ- ১৮৮২ খ্রিস্টাব্দে হান্টার কমিশন নিযুক্ত হয়েছিল।

  1. ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ- ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন লর্ড কার্জন।

  1. ন্যাশনাল লাইব্রেরির পূর্ব নাম কী ছিল ?

উত্তরঃ- ন্যাশনাল লাইব্রেরির পূর্ব নাম ছিল ইম্পিরিয়াল লাইব্রেরি।

  1. ইম্পিরিয়াল লাইব্রেরি কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উত্তরঃ- ইম্পিরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন লর্ড কার্জন।

  1. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়৷?

উত্তরঃ- শ্রীরামপুর ত্রয়ী বলা হয় উইলিয়াম কেরি, মার্শম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে।

  1. ‘ভারতপথিক’ বলে কে, কাকে সম্বোধিত করেছিলেন ?

উত্তরঃ- ‘ভারতপথিক’ বলে রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়কে সম্বোধিত করেছিলেন।

  1. সতীদাহ প্রথা কবে রদ হয় ?

উত্তরঃ- সতীদাহ প্রথা ১৮২৯ খ্রিস্টাব্দে রদ হয়।

  1. সতীদাহ প্রথা কে রদ করেন ?

উত্তরঃ- সতীদাহ প্রথা রাজা রামমোহনের চেষ্টায় উইলিয়াম বেন্টিঙ্ক রদ করেন।

  1. ডিরোজিও কে ছিলেন ?

উত্তরঃ- ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক ও ইয়ংবেঙ্গল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা।

  1. ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় ?

উত্তরঃ- ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে।

  1. ‘ব্রহ্মানন্দ’ কার উপাধি ছিল ?

উত্তরঃ- ‘ব্রহ্মানন্দ’ ছিল কেশবচন্দ্র সেনের উপাধি।

  1. বিধবাবিবাহ আইন কবে পাশ হয় ?

উত্তরঃ- বিধবাবিবাহ আইন ১৮৫৬ খ্রিস্টাব্দে পাশ হয়।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।