Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Indian Geography Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় ভূগোল প্রশ্নোত্তর | Indian Geography Questions Answers in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভারতীয় ভূগোল প্রশ্নোত্তর | Indian Geography Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
ভারতীয় ভূগোল প্রশ্নোত্তর | Indian Geography Questions Answers in Bengali
- ভারতে কী কী পদ্ধতিতে জলসেচ করা হয়?
উত্তরঃ- তিনটি পদ্ধতিতে। যথা কূপ ও নলকূপ, জলাশয় এবং সেচখাল।
- ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা কত ভাগে জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয়?
উত্তরঃ- ১৫ ভাগ।
- ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা কত শতাংশে কূল ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়?
উত্তরঃ- ৩৮ ভাগ।
- ভারতের সেচ-সেবিত কৃষিজমির কত ভাগে সেচখালের মাধ্যমে জলসেচ করা হয়?
উত্তরঃ- ৪০ ভাগ।
- সেচখাল কত ধরণের ও কী কী?
উত্তরঃ- দুই ধরণের। যথা প্লাবন খাল ও নিত্যবহ খাল।
- প্লাবন খাল বলতে কী বোঝ?
উত্তরঃ- যেসব নদী কেবল বর্ষার প্লাবনে জলপূর্ণ হয় এবং বছরের অন্য সময় ক্ষীণকায়া সেসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে প্লাবন খাল।
- নিত্যবহ খাল কাকে বলে?
উত্তরঃ- যেসব নদীতে সাআবছর জল থাকে সেসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে নিত্যবহ খাল।
- দুটি নিত্যবহ খালের উদাহরণ দাও?
উত্তরঃ- উত্তরপ্রদেশের উচ্চগঙ্গা খাল এবং পূর্ব সমুনা খাল।
- ভারতের কোন অঞ্চলে নিত্যবহ খাল দ্বারা জলসেচ বেশি প্রচলিত?
উত্তরঃ- গঙ্গা সমভূমি অঞ্চলে ও পাঞ্জাব ও হরিয়ানায়।
- বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী?
উত্তরঃ- বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ ব্যবস্থার প্রসার, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহন, মাছচাষ, পানীয় জল সরবরাহ।
- একটি বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার নাম লেখ।
উত্তরঃ- দামোদর উপত্যকা পরিকল্পনা।
- দামোদর নদ অন্য কী নামে পরিচিত?
উত্তরঃ- দুঃখের নদ।
- কত সালে দামোদর উপত্যকা পরিকল্পনা গ্রহণ করা হয়?
উত্তরঃ- ১৯৪৮ সালে।
- ভারতে কোন রাজ্যের কৃষিজমিতে জলসেচের সর্বাধিক সুবিধা আছে?
উত্তরঃ- পাঞ্জাব রাজ্যের।
- ভারতের বৃহত্তম নদী-উপত্যকা পরিকল্পনাটির নাম কী?
উত্তরঃ- ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা।
- উত্তর ভারতের একটি জলসেচ প্রকল্পের নাম কর।
উত্তরঃ- ভাকরা-নাঙ্গাল বা কংসাবতী প্রকল্প।
- পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ খালের নাম কর।
উত্তরঃ- মেদিনীপুর খাল।
- ভারতের কোন রাজ্যে সেচ-সেবিত কৃষিজমির পরিমাণ সর্বনিম্ন?
উত্তরঃ- ত্রিপুরা রাজ্যে।
- বিঘাপ্রতি ফলন কোন রাজ্যের সর্বোচ্চ?
উত্তরঃ- তামিলনাড়ুতে।
- ভারতে কটি শস্য-ঋতু দেখা যায় ও কী কী?
উত্তরঃ- দুটি। খারিফ শস্য এবং রবি শস্য।
- দুটি খারিফ শস্যের নাম লেখ।
উত্তরঃ ধান, তুলো।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।