Indian geography important MCQ in Bengali || ভারতীয় ভূগোল MCQ প্রশ্নোত্তর

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Indian geography important MCQ in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Indian geography important MCQ in Bengali || ভারতীয় ভূগোল MCQ প্রশ্নোত্তর ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Indian geography important MCQ in Bengali || ভারতীয় ভূগোল MCQ প্রশ্নোত্তর টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Indian geography important MCQ in Bengali || ভারতীয় ভূগোল MCQ প্রশ্নোত্তর

  1. পৃথিবীর কেন্দ্রমন্ডলের তাপমাত্রা প্রায় – 

(A) 500 ° C 

(B) 1000 ° C 

(C) 1500 ° C

(D) 4000 ° C 

উত্তর: (D) 4000 ° C 

  1. “ ম্যাগমা ” কাকে বলে ? 

(A) সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি 

(B) চুনাপাথর 

(C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ 

(D) ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খনিজ 

উত্তর: (C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ 

  1. নীচের শিলাগুলির মধ্যে কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যেতে পারে ?

(A) গ্রানাইট 

(B) বেলেপাথর 

(C) ব্যাসল্ট 

(D) মার্বেল পাথর 

উত্তর: (B) বেলেপাথর 

  1. বিজ্ঞানীদের মতে পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত কি উপাদানে গঠিত ? 

(A) লােহা ও নিকেল 

(B) অ্যালুমিনিয়াম ও সিলিকন 

(C) সালফার ও কার্বন 

(D) অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম 

উত্তর: (A) লােহা ও নিকেল 

  1. নীচের কোনটি পাললিক শিলা নয় ? 

(A) ডলোরাইট

(B) ডলােমাইট 

(C) কয়লা 

(D) কংগ্লোমারেট

উত্তর: (A) ডলোরাইট

  1. ভারতের দক্ষিণাঞ্চলে ‘ ডেকানট্রাপ ’ কোন শিলায় গঠিত ? 

(A) গ্রানাইট 

(B) ব্যাসল্ট 

(C) স্লেট 

(D) ডলােমাইট 

উত্তর: (B) ব্যাসল্ট 

  1. পৃথিবীর কোন দেশকে ‘ পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ ’ (epitome of the world) আখ্যা দেওয়া হয় ? 

(A) সুইজারল্যাণ্ড 

(B) ভারত 

(C) জাপান 

(D) শ্রীলঙ্কা 

উত্তর: (D) শ্রীলঙ্কা

৪. রিকটার স্কেলে  কি পরিমাপ করা হয় ? 

(A) সমুদ্র ঢেউ – এর উচ্চতা 

(B) বৃষ্টিপাতের পরিমাণ 

(C) বায়ুর গতির তীব্রতা 

(D) ভূমিকম্পের তীব্রতা 

উত্তর: (D) ভূমিকম্পের তীব্রতা 

  1. কোন সমুদ্রের মধ্যাংশে নানারকম জলজ উদ্ভিদ ও শৈবাল জন্মায় ? 

(A) ক্যাস্পিয়ান সমুদ্র 

(B) সারগােসা সমুদ্র 

(C) কৃষ্ণ সাগর 

(D) ক্যারিবিয়ান সাগর 

উত্তর: (B) সারগােসা সমুদ্র 

  1. ‘ P ‘ তরঙ্গ বা Primary wave নিচের কোনটির সাথে জড়িত ? 

(A) শীতল সমুদ্রস্রোত 

(B) উষ্ণ সমুদ্রস্রোত 

(C) ভূমিকম্প 

(D) নদীর নিম্নগতি 

উত্তর: (C) ভূমিকম্প

  1. গ্রানাইট পাথর রূপান্তরিত শিলায় পরিবর্তিত হলে কোন পাথরে পরিণত হয় ? 

(A) নিস (Gneiss) 

(B) কোয়ার্টজাইট 

(C) স্লেট 

(D) শ্বেতপাথর (Marble)

উত্তর:- (A) নিস (Gneiss)

  1. চীনে ঘূর্ণবাত কি নামে পরিচিত ? 

(A) সাইক্লোন 

(B) রিকেন 

(C) টর্নেডাে 

(D) টাইফুন

উত্তর: (D) টাইফুন

  1. ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টি হয় ? 

(A) পশ্চিমবঙ্গ 

(B) মহারাষ্ট্র 

(C) তামিলনাড়ু 

(D) অসম 

উত্তর: (C) তামিলনাড়ু 

  1. গ্রীষ্ণের শেষে বর্ষার শুরুতে মৌসুমীবায়ু কোন‌দিক থেকে ভারতে প্রবেশ করে ? 

(A) উত্তর – পূর্ব 

(B) দক্ষিণ – পশ্চিম 

(C) উত্তর 

(D) দক্ষিণ 

উত্তর: (B) দক্ষিণ – পশ্চিম 

  1. পশ্চিমবঙ্গে অক্টোবর মাসে যে ঝড় হয় তাকে বলা হয় ?

(A) আঁঁধি 

(B) লু 

(C) আশ্বিনের ঝড় 

(D) কালবৈশাখী 

উত্তর: (C) আশ্বিনের ঝড়

  1. সিরােজেম কি ? 

(A) কৃষ্ণমৃত্তিকা 

(B) পলিমাটি 

(C) পড়ল  

(D) মরু অঞ্চলের মাটি 

উত্তর: (D) মরু অঞ্চলের মাটি

  1. জোরাফাইটিক প্লান্টস কোন অঞ্চলে বেশী দেখা যায় ? 

(A) মরু অঞ্চল 

(B) সুন্দরবন  

(C) কচ্ছের রণ  

(D) হিমালয়ের পাদদেশ 

উত্তর: (A) মরু অঞ্চল 

  1. নীচের বৃক্ষগুলির মধ্যে কোনটি পর্ণমােচি বৃক্ষ ? 

(A) শিশু 

(B) শাল 

(C) গর্জন

(D) রবার 

উত্তর: (B) শাল

  1. এশিয়ার আর্দ্র অঞ্চলের উপকূলীয় অরণ্যের অপর নাম ?

(A) সরলবর্গীয় অরণ্য 

(B) চিরহরিৎ বনভূমি 

(C) ম্যানগ্রোভ 

(D) পর্ণমােচীয় বৃক্ষের অরণ্য 

উত্তর: (C) ম্যানগ্রোভ 

20 . ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় ? 

(A) ফণিমনসা 

(B) পাইন 

(C) গর্জন 

(D) সুন্দরী 

উত্তর: (D) সুন্দরী 

  1. অক্ষাংশের সর্বোচ্চ মান কত ? 

(A) 180 ° 

(B) 360 °

(C) 90 °

(D) 120 ° 

উত্তর: (C) 90 °

  1. প্রতি 1 ডিগ্রী  দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয় ? 

(A) 1 মিনিট 

(B) 1 সেকেন্ড 

(C) 4 মিনিট 

(D) 4 সেকেণ্ড 

উত্তর: (4) মিনিট 

  1. নিরক্ষরেখার ওপর 1 ডিগ্রী  অন্তর দুটি দ্রাঘিমারেখার মধ্যে রৈখিক ব্যবধান কত ? 

(A) 100 কিমি

(B) 111.1  কিমি 

(C) 1200 কিমি 

(D) শূন্য

উত্তর: (A) 100 কিমি

  1. পৃথিবীর একটি স্থান ও তার প্রতিপাদস্থানের মধ্যে সময়ের ব্যবধান কত ? 

(A) 4 মিনিট 

(B) 24 ঘণ্টা 

(C) 12 ঘণ্টা 

(D) কোনও ব্যবধান নেই 

উত্তর:  (C) 12 ঘণ্টা 

  1. ভারতের প্রমাণ সময় (IST) নির্ণয়ের জন্য কোন দ্রাঘিমা নির্ধারিত হয়েছে ? 

(A) 88 ° 30′ পূঃ

(B) 80 ° 15 ‘ পূঃ

(C) 88 ° 30′ পশ্চিম  

(D) 82 ° 30 ° পূঃ 

উত্তর: (D) 82 ° 30 ° পূঃ 

  1. ক্রনােমিটার সাধারণত নিম্নলিখিত কোনটির সময় অনুসারে চলে ?

(A) গ্রীনিচের সময়

(B) স্থানীয় সময় 

(C) প্রমাণ সময় 

(D) আন্তর্জাতিক তারিখ রেখার সময় 

উত্তর: (A) গ্রীনিচের সময়

  1. কোথায় সারাবছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান ? 

(A) কুমেরু 

(B) সুমেরু

(C) মূল মধ্যরেখা 

(D) বিষুবরেখা

উত্তর: (D) বিষুবরেখা

  1. কলকাতার স্থানীয় সময় ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত ? 

(A) 24মিনিট 

(B) 42 মিনিট 

(C) 12 মিনিট 

(D) 30 মিনিট 

উত্তর: (A) 24মিনিট 

29 . ঠেসমূল এবং শ্বাসমূল কোন গাছে দেখতে পাওয়া যায় ? 

(A) ফণিমনসা 

(B) পাইন 

(C) গর্জন 

(D) সুন্দরী 

উত্তর: (D) সুন্দরী 

  1. কোন প্রণালীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তারিখরেখা কল্পনা করা হয়েছে ? 

(A) জিব্রাল্টার প্রণালী 

(B) হাড়সন প্রণালী 

(C) কুক প্রণালী 

(D) বেরিং প্রণালী 

উত্তর: (D) বেরিং প্রণালী 

  1. “ ম্যাগমা ” কাকে বলে ? 

(A) সমুদ্রের তলদেশে সঞ্চিত পলি 

(B) চুনাপাথর 

(C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ 

(D) ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খনিজ 

উত্তর: (C) ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ 

  1. পাট চাষের জন্য প্রয়ােজন 

(A) উষ্ণ এবং আর্দ্র জলবায়ু 

(B) উষ্ণ এবং শুষ্ক জলবায়ু 

(C) ভূমধ্যসাগরীয় জলবায়ু  

(D) কোনোটি নয় 

উত্তর: (A) উষ্ণ এবং আর্দ্র জলবায়ু

  1. এক্সফোলিয়েশন বা গােলাকৃতি আবহবিকার নীচের কোন শিলায় বেশী হয় ? 

(A) ব্যাসল্ট 

(B) গ্রানাইট 

(C) চুনাপাথর 

(D) সাগুস্টোন 

উত্তর: (B) গ্রানাইট 

  1. কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রভাব সাধারণত বেশী ? 

(A) উষ্ণ মরু অঞ্চল 

(B) শীতল শুষ্ক অঞ্চল 

(C) উষ্ণ আর্দ্র অঞ্চল 

(D) শীতল আর্দ্র অঞ্চল 

উত্তর: (C) উষ্ণ আর্দ্র অঞ্চল 

  1. ঝুলন্ত উপত্যকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যেতে পারে ? 

(A) নদীর পার্বত্য প্রবাহে 

(B) হিমবাহ অঞ্চলে 

(C) মরূদ্যানে 

(D) মালভূমি অঞ্চলে 

উত্তর: (B) হিমবাহ অঞ্চলে 

  1. পর্বতের গায়ে যে সীমারেখার ওপরে সারাবছর তুষার বা বরফ জমে থাকে , তাকে কি বলে ? 

(A) হিমরেখা

(B) গ্রাবরেখা 

(C) হিমশৈল 

(D) এরিটি  

উত্তর: (A) হিমরেখা 

  1. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ? 

(A) নন্দাদেবী 

(B) গডউইন অস্টিন 

(C) এভারেস্ট 

(D) কাঞ্চনজঙ্ঘা

উত্তর: (B) গডউইন অস্টিন

  1. নিচের কোনটির বায়ুর গতি ও শক্তি সর্বাধিক ?

(A) টাইফুন 

(B) হ্যারিকেন 

(C) সাইলেন 

(D) টর্নেডাে

উত্তর: (D) টর্নেডাে

  1. ভারতে লুনী নদীর গতিপথ কোথায় এসে শেষ হয়েছে ? 

(A) কচ্ছের রণ 

(B) গঙ্গার বদ্বীপ 

(C) কেরলের উপকূল 

(D) গােদাবরীর বদ্বীপ 

উত্তর: (A) কচ্ছের রণ 

  1. নীচের কোন পর্বতশ্রেণী ভারতের কেবলমাত্র একটি রাজ্যেই মধ্যে সীমাবদ্ধ ? 

(A) আরাবল্লী 

(B) সাতপুর 

(C) পূর্বঘাট 

(D) অজন্তা 

উত্তর: (D) অজন্তা 

  1. “ উইলি উইলি ” (Willy -Willy) কাকে বলে ? 

(A) উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 

(B) সুনামির অন্য নাম 

(C) চিরহরিৎ বৃক্ষ 

(D) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন 

উত্তর: (D) অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন 

  1. সমুদ্রের জল সর্বাধিক লবণাক্ত কোথায় ? 

(A) বঙ্গোপসাগর 

(B) রেড সী 

(C) বাল্টিক সাগর 

(D) প্রশান্ত মহাসাগর 

উত্তর: (B) রেড সী 

  1. আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? 

(A) ডােড়াবেট্টা 

(B) পাঁচমারি 

(C) গুরুশিখর 

(D) ধূপগড় 

উত্তর: (C) গুরুশিখর 

  1. সৌরজগতের বৃহত্তম গ্রহের কি নাম ? 

(A) নেপচুন 

(B) পৃথিবী 

(C) শনি

(D) বৃহস্পতি 

উত্তর: (D) বৃহস্পতি  

  1. পাট চাষের জন্য প্রয়ােজন 

(A) উষ্ণ এবং আর্দ্র জলবায়ু 

(B) উষ্ণ এবং শুষ্ক জলবায়ু 

(C) ভূমধ্যসাগরীয় জলবায়ু  

(D) কোনোটি নয় 

উত্তর: (A) উষ্ণ এবং আর্দ্র জলবায়ু

  1. পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম  ?

(A) মাদাগাস্কার  

(B) গ্রেট ব্রিটেন 

(C) গ্রীনল্যাণ্ড 

(D) সুমাত্রা 

উত্তর: (C) গ্রীনল্যাণ্ড 

  1. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ? 

(A) যােগ 

(B) হুডু 

(C) বেদাঘাট 

(D) বিশপ 

উত্তর: (A) যােগ 

  1. ভারতের কোথায় টোড়া উপজাতির দেখা পাওয়া যেতে পারে ? 

(A) সিকিম 

(B) আন্দামান 

(C) নীলগিরি 

(D) গারাে 

উত্তর: (C) নীলগিরি

  1. ‘ পৃথিবীর ছাদ ’ কাকে বলা হয় ? 

(A) সুইজারল্যাণ্ড 

(B) পামীর মালভূমি 

(C) উত্তর মেরু 

(D) এভারেস্ট 

উত্তর: (B) পামীর মালভূমি 

  1. হিমালয় পর্বতশ্রেণীর , নিচের পর্বতশৃঙ্গের মধ্যে কোটি সবচেয়ে উঁচু ? 

(A) নাঙ্গা পর্বত 

(B) অন্নপূর্ণা 

(C) নন্দাদেবী 

(D) K 2 

উত্তর: (D) K 2

  1. কোন নদী ‘ দক্ষিণের গঙ্গা ’ নামে পরিচিত ? 

(A) কাবেরী 

(B) মহানদী 

(C) নর্মদা 

(D) কৃষ্ণ 

উত্তর:(A) কাবেরী 

  1. নিচের চারটি নদীর মধ্যে কোনটি সিন্ধুনদের উপনদী নয় ? 

(A) ইরাবতী 

(B) চন্দ্রভাগা 

(C) বিতস্তা 

(D) বিপাশা 

উত্তর: (A) ইরাবতী 

  1. ধুঁয়াধর জলপ্রপাত কোন নদীর গতিপথে দেখা যায় ? 

(A) ব্রহ্মপুত্র 

(B) মন্দাকিনী 

(C) নর্মদা 

(D) সরাবতী 

উত্তর: (C) নর্মদা  

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।