ভারতীয় ভূগোল জিকে প্রশ্নোত্তর || Indian Geography gk questions answers book

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Indian Geography gk questions answers book. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় ভূগোল জিকে প্রশ্নোত্তর || Indian Geography gk questions answers book ||. নিচে  Indian Geography gk questions answers book set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভারতীয় ভূগোল জিকে প্রশ্নোত্তর || Indian Geography gk questions answers book || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভারতীয় ভূগোল জিকে প্রশ্নোত্তর || Indian Geography gk questions answers book

  1. সিগারেট কাগজের টিস্যু কোথায় উৎপন্ন হয় ?

উত্তরঃ- ত্রিবেণী

2.‘City of Lakes ‘ নামে পরিচিত ভারতের কোন শহরটি ?

উত্তরঃ- উদয়পুর

3.‘রৌরকেল্লা স্টিল প্লান্টের ’ জন্য প্রয়োজনীয় জল কথা থেকে নেওয়া হয় ?

উত্তরঃ- ব্রাহ্মণী

  1. কোন রাজ্যের পূর্বের নাম কামরূপ ছিল ?

উত্তরঃ- অসম

  1. ভারতের বিভিন্ন জলবায়ু অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায় ?

উত্তরঃ- ৮ টি

  1. কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল ?

উত্তরঃ- ইন্দিরা খাল

  1. কাঁকড়া পাড়া নদী প্রকল্পটি কোন নদীর উপর গঠিত ?

উত্তরঃ- তাপ্তি

  1. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ- মুসি

  1. ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?

উত্তরঃ- মুম্বাই

10.‘জহর সাগর বাঁধ ’ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তরঃ- রাজস্থান

  1. ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি ?

উত্তরঃ- ডিগবয়

12.‘গরমপানি অভয়ারণ্যটি ’ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তরঃ- অসম

  1. ফারাক্কা কি ?

উত্তরঃ- তাপবিদ্যুৎ কেন্দ্র

  1. তৈল শোধনাগার ‘ বরৌণি ’ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তরঃ- বিহার

15.‘কফি ’ চাষের জন্য কোন ধরনের মৃত্তিকা উপযোগী ?

উত্তরঃ- লৌহপ্রাধান মৃত্তিকা

  1. চম্বল ও শোন হল

উত্তরঃ- উত্তরবাহিনী নদী

  1. লখনৌ কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তরঃ- গোমতী

  1. ভারতকে উত্তর থেকে দক্ষিন ভাগে ভাগ করেছে কোন পর্বত ?

উত্তরঃ- বিন্ধা

19.২০১১ সালের সেন্সাস অনুযায়ী ভারতের কম জনবসতিপূর্ন রাজ্য কোনটি ?

উত্তরঃ- সিকিম

20.‘কাদাপাথর ’ রূপান্তরিত হয় কোন শিলায় ?

উত্তরঃ- স্লেটপাথর

  1. লাক্ষাদ্বীপের রাজধানী হল .

উত্তরঃ- কাভারত্তি

  1. পশ্চিমঘাটের দক্ষিণতম শৃঙ্গ কোনটি ?

উত্তরঃ- নীলগিরি

  1. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ?

উত্তরঃ- গারসাপ্পো

  1. হলদি কোন দুটি নদীর মিলনে সৃষ্টি ?

উত্তরঃ- কাঁসাই ও কেলেঘাই

  1. পশ্চিমবঙ্গে কোন তারিখে মৌসুমী বায়ু প্রবেশ করে ?

উত্তরঃ- ১০ জুন

  1. পশ্চিমবঙ্গের সর্বোচ্চশৃঙ্গ কোনটি ?

উত্তরঃ- সান্দাকফু

  1. শুশুনিয়া পাহাড়টি কোন জেলায় অবস্থিত ?

উত্তরঃ- বাঁকুড়া

  1. বরেন্দ্রভূমি কোনটি ?

উত্তরঃ- প্রাচীন মালভূমি

  1. দক্ষিন ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী কোনটি ?

উত্তরঃ- গোদাবরী

30.‘বাগর ’ কি ?

উত্তরঃ- অর্ধ – মরুঅঞ্চল

  1. ভারতের মোট আয়তনের কত শতাংশ বনভূমি ?

উত্তরঃ- ১৯.২৭ শতাংশ

  1. খরিফ ফসল কোনটি ?

উত্তরঃ- ভুট্টা

  1. ভারতের প্রথম পারমানবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ?

উত্তরঃ- তারাপুর

  1. বায়ুমন্ডলের কোন স্তরে ওজন স্তর বর্তমান ?

উত্তরঃ- স্ট্র্যাটোস্ফিয়ার

  1. কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় ?

উত্তরঃ- অয়নবায়ু

  1. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয় ?

উত্তরঃ- কর্ণাটক

  1. বায়ুর কোন স্তরকে ‘ ক্ষুদ্ধ ’ মন্ডলও বলা হয় ?

উত্তরঃ- ট্রপোস্ফিয়ার

  1. চা উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে ?

উত্তরঃ- অসম

  1. ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ?

উত্তরঃ- অরুণাচল প্রদেশ

  1. গম উৎপাদনে কোন রাজ্য প্রথম ?

উত্তরঃ- উত্তরপ্রদেশ

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।