250+ ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Indian Constitution Questions Answers PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Indian Constitution Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Indian Constitution Questions Answers PDF

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

ভারতীয় সংবিধান গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF | Indian Constitution Questions Answers PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

1. স্বাধীন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল?

উত্তর:- ড: বি আর আম্বেদকর। 

  1. ভারতীয় সংবিধানে সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার?
     
    উত্তর:- আইনগত অধিকার, 300A ধারা।
  2. ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকাররের কথা বলা হয়েছে? 

উত্তর:- 6 টি।

  1. গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল কত সালে? 

উত্তর:- ১৯৪৬ সালের ৯ ই ডিসেম্বর। 

  1. গন পরিষদের প্রথম অধিবেশন কোন স্থানে বসেছিল? 

উত্তর:- দিল্লির কনস্টিটিউশন হলে।

6. গন পরিষদের শেষ অধিবেশন কত সালে হয়েছিল? 

উত্তর:- ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারিতে। 

  1. ভারতের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়েছিল?
     
    উত্তর:- ১৯৪৭ সালের ২২ শে জুলাই। 
  2. ভারতে জাতীয় সঙ্গীত কবে নির্ধারণ করা হয়েছিল? 

উত্তর:- ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি। 

  1. ভারতের প্রথম রাষ্ট্রপতি কত সালে কবে নির্বাচিত হয়েছিল?
     
    উত্তর:- ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি। 

10. ভারতীয় গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? 

উত্তর:- ড: সচিবানন্দ সিনহা। 

  1. ভারতীয় গনপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
     
    উত্তর:- ড: রাজেন্দ্র প্রসাদ (১১ ডিসেম্বর ১৯৪৬) 
  2. ভারতের প্রথম লিখিত সংবিধান কোন দেশের ছিল? 

উত্তর:- USA (ইংল্যান্ড)

13. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? 

উত্তর:- USA (ভারতীয় সংবিধানের অংশ – ।।।, ধারা ১২ – ধারা ৩৫)। 

  1. ভারতে প্রথম কত সালে কবে স্বাধীনতা দিবস পালন করা হয়? 

উত্তর:- ১৯৩০ সালের ২৬ শে জানুয়ারি। 

  1. ভারতের সংবিধান রচনা করার জন্য মোট কত দিন সময় লেগেছিল? 

উত্তর:- ২ বছর ১১ মাস ১৮ দিন। 

  1. সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? 

উত্তর:- ১৯২৮ সালে। 

  1. সাইমন কমিশনের বিষয়ে ভারতীয়রা কী বলে প্রতিবাদ জানিয়ে ছিল?

উত্তর:- “Go back Simon” বলে প্রতিবাদ জানিয়ে ছিল। কারণ এই কমিশনে কোন ভারতীয়  সদস্য ছিল না। 

  1. সাইমন কমিশনের ভারতে আসার উদ্দেশ্য কি ছিল? 

উত্তর:- ১৯১৯ সালের আইন তদন্ত। 

19. ভারতীয় সংবিধানে নিদের্শমূলক ণীতির বিষয়টি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? 

উত্তর:- আয়ারল্যান্ড (অংশ – IV, ধারা ৩৬ – ধারা ৫১)। 

20. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য গুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছে? 

উত্তর:- USA ও রাশিয়া (অংশ lV-A, অনুচ্ছেদ 51-A)। 

  1. স্বাধীন ভারতের মন্ত্রীসভায় প্রথম আইন মন্ত্রী কে ছিলেন? 

উত্তর:- ডঃ বি আর আম্বেদকর।

  1. “জন-গন-মন” এই গানটি প্রথমবার কত সালে কবে গাওয়া হয়েছিল? 

উত্তর:- 1911 সালের 27 শে ডিসেম্বর।

  1. ভারতের জাতীয় সংগীত গাওয়ার জন্য কত সেকেন্ড সময় নেওয়া হয়?

উত্তর:- 52 সেকেন্ড।

  1. ভারতের জাতীয় সংগীত সংক্ষিপ্তভাবে কত সময়ে গাওয়া হয়? 

উত্তর:- 20 সেকেন্ড।

25. ডঃ বি আর আম্বেদকর ভারতের সংবিধানের কোন ধারা কে সংবিধানের আত্মা নামে আখ্যায়িত করেছিলেন? 

উত্তর:- ধারা 32 -শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার)।

  1. ভারতের কোন সংবিধান সংশোধনী কে মিনি সংবিধান বলা হয়ে থাকে? 

উত্তর:- 42 তম সংবিধান সংশোধনী, 1976 (ইন্দ্রা গান্ধীর আমলে)।

  1. ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ এর গঠন করেছিল কোন কমিটি? 

উত্তর:- বলবন্ত রায় মেহেতা কমিটি।

  1. গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিম্নতম বয়স কত হতে হয়? 

উত্তর:- 21 বৎসর।

  1. মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে কবে গৃহীত হয়েছিল? 

উত্তর:- জুন ৩, ১৯৪৭.

  1. রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স কত হতে হয়?  

উত্তর:- 35 বছর।

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  Indian Constitution Questions Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।