ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রশ্নোত্তর | Indian Constitution Questions and Answers
1. স্বাধীন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল?
উত্তর:- ড: বি আর আম্বেদকর।
- গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল কত সালে?
উত্তর:- ১৯৪৬ সালের ৯ ই ডিসেম্বর।
- গন পরিষদের প্রথম অধিবেশন কোন স্থানে বসেছিল?
উত্তর:- দিল্লির কনস্টিটিউশন হলে।
4. গন পরিষদের শেষ অধিবেশন কত সালে হয়েছিল?
উত্তর:- ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারিতে।
5. ভারতের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়েছিল?
উত্তর:- ১৯৪৭ সালের ২২ শে জুলাই।
6. ভারতে জাতীয় সঙ্গীত কবে নির্ধারণ করা হয়েছিল?
উত্তর:- ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি।
- ভারতের প্রথম রাষ্ট্রপতি কত সালে কবে নির্বাচিত হয়েছিল?
উত্তর:- ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি। - ভারতে প্রথম কত সালে কবে স্বাধীনতা দিবস পালন করা হয়?
উত্তর:- ১৯৩০ সালের ২৬ শে জানুয়ারি।
- মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে কবে গৃহীত হয়েছিল?
উত্তর:- জুন ৩, ১৯৪৭.
- ভারতের সংবিধান রচনা করার জন্য মোট কত দিন সময় লেগেছিল?
উত্তর:- ২ বছর ১১ মাস ১৮ দিন।
- সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল?
উত্তর:- ১৯২৮ সালে।
- সাইমন কমিশনের বিষয়ে ভারতীয়রা কী বলে প্রতিবাদ জানিয়ে ছিল?
উত্তর:- “Go back Simon” বলে প্রতিবাদ জানিয়ে ছিল। কারণ এই কমিশনে কোন ভারতীয় সদস্য ছিল না।
13. সাইমন কমিশনের ভারতে আসার উদ্দেশ্য কি ছিল?
উত্তর:- ১৯১৯ সালের আইন তদন্ত।
14. ভারতীয় গনপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন?
উত্তর:- ড: সচিবানন্দ সিনহা।
- ভারতীয় গনপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন?
উত্তর:- ড: রাজেন্দ্র প্রসাদ (১১ ডিসেম্বর ১৯৪৬) - ভারতের প্রথম লিখিত সংবিধান কোন দেশের ছিল?
উত্তর:- USA (ইংল্যান্ড)
17. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তর:- USA (ভারতীয় সংবিধানের অংশ – ।।।, ধারা ১২ – ধারা ৩৫)।
18. ভারতীয় সংবিধানে নিদের্শমূলক ণীতির বিষয়টি কোন দেশ থেকে গৃহীত হয়েছে?
উত্তর:- আয়ারল্যান্ড (অংশ – IV, ধারা ৩৬ – ধারা ৫১)।
19. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য গুলি কোন দেশ থেকে গৃহীত হয়েছে?
উত্তর:- USA ও রাশিয়া (অংশ lV-A, অনুচ্ছেদ 51-A)।
- স্বাধীন ভারতের মন্ত্রীসভায় প্রথম আইন মন্ত্রী কে ছিলেন?
উত্তর:- ডঃ বি আর আম্বেদকর।
- “জন-গন-মন” এই গানটি প্রথমবার কত সালে কবে গাওয়া হয়েছিল?
উত্তর:- 1911 সালের 27 শে ডিসেম্বর।
- ভারতের জাতীয় সংগীত গাওয়ার জন্য কত সেকেন্ড সময় নেওয়া হয়?
উত্তর:- 52 সেকেন্ড।
- ভারতের জাতীয় সংগীত সংক্ষিপ্তভাবে কত সময়ে গাওয়া হয়?
উত্তর:- 20 সেকেন্ড।
24. ডঃ বি আর আম্বেদকর ভারতের সংবিধানের কোন ধারা কে সংবিধানের আত্মা নামে আখ্যায়িত করেছিলেন?
উত্তর:- ধারা 32 -শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার)।
- ভারতের কোন সংবিধান সংশোধনী কে মিনি সংবিধান বলা হয়ে থাকে?
উত্তর:- 42 তম সংবিধান সংশোধনী, 1976 (ইন্দ্রা গান্ধীর আমলে)।
- ভারতীয় সংবিধানে সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার?
উত্তর:- আইনগত অধিকার , 300A ধারা । - ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকাররের কথা বলা হয়েছে?
উত্তর:- 6 টি।
- ভারতে ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ এর গঠন করেছিল কোন কমিটি?
উত্তর:- বলবন্ত রায় মেহেতা কমিটি।
- গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিম্নতম বয়স কত হতে হয়?
উত্তর:- 21 বৎসর।
- রাষ্ট্রপতি পদের জন্য নিম্নতম বয়স কত হতে হয়?
উত্তর:- 35 বছর।
- রাজ্যসভার সদস্যদের নিম্নতম বয়স কত হতে হয়?
উত্তর:- 30 বৎসর।
- ভারতের কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাষ্ট্রপতি হয়েছিলেন?
উত্তর:- ডক্টর নিলম সঞ্জীব রেড্ডি। - ভারতে কয় প্রকারের জরুরি শাসন ব্যবস্থা প্রয়োগ করা যায়?
উত্তর:- তিন প্রকার।
- সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যগুলিতে জরুরি শাসনব্যবস্থা ঘোষণা করা হয়?
উত্তর:- অনুচ্ছেদ 356
- রাষ্ট্রপতি শাসন চলাকালীন রাজ্য কার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে?
উত্তর:- রাজ্যপাল।
- যুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ, সশস্ত্র বিদ্রোহের সময়ে সংবিধানের কোন অনুচ্ছেদের প্রয়োগ করে দেশের রাষ্ট্রপতি তার শাসন জারি করে থাকেন?
উত্তর:- অনুচ্ছেদ 352
- আর্থিক কারণে জরুরি অবস্থা জারি করা সংবিধানের কোন ধারায় ঘোষিত হয়?
উত্তর:- 360 ধারায়।
- এখন পর্যন্ত ভারতে মোট কয় বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে?
উত্তর:- তিনবার।
- রাষ্ট্রপতি শাসনব্যবস্থা চলাকালীন সংবিধানে কোন মৌলিক অধিকারটি খর্ব করা যায় না?
উত্তর:- জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার (অনুচ্ছেদ 21)।
- কোন বিল অর্থবিল কিনা কে ঘোষণা করেন?
উত্তর:- লোকসভার অধ্যক্ষ।
- ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ কে হয়েছিলেন?
উত্তর:- গণেশ বাসুদেব মাভলঙ্কর।
- ভাষার ভিত্তিতে কত সালে রাজ্য গুলির পুনর্গঠিন করা হয়?
উত্তর:- 1956 সালে।
- ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যটির নাম লেখো।
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।
- ভারতের সংবিধানে কয়টি তপশীল উল্লেখ করা আছে?
উত্তর:- বারোটি।
- নাগরিকদের ভোট দেওয়ার অধিকার, একটি কি ধরনের অধিকার?
উত্তর:- সাংবিধানিক অধিকার।
- ভারতীয় সংবিধানের কততম তপশীলে ভারতের বিভিন্ন ভাষা গুলিকে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তর:- অষ্টম তপশীলে।
- সংবিধানের অষ্টম তপশিলে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে?
উত্তর:- 22 টি।
- ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে, কে নিয়োগ করেন?
উত্তর:- রাষ্ট্রপতি।
- সারা বিশ্বের সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধানটি কোন দেশের?
উত্তর:- ভারতের।
- ভারতের সংবিধানের অভিভাবক কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- সুপ্রিম কোর্ট।
- প্রথমে ভারতের সংবিধানে কয়টি অনুচ্ছেদ গৃহীত হয়েছিল?
উত্তর:- 395 টি।
- জেলা আদালত গুলির বিচারপতিকে, কে নিয়োগ করে থাকেন?
উত্তর:- রাজ্যপাল।
- স্বাধীন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
উত্তর:- সুকুমার সেন।
- সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?
উত্তর:- মীরা সাহেব ফতিমা বিবি।
- বর্তমানে ভারতে মোট কয়টি হাইকোর্ট স্থাপন করা হয়েছে?
উত্তর:- 24 টি। - আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ-র বিচারব্যবস্থা কোন হাইকোর্টের অধীনে আছে?
উত্তর:- কলকাতা হাইকোর্ট।
- সুপ্রিম কোর্টের মূল বিচারপতি হওয়ার জন্য হাইকোর্টে প্রায় কত বছর ওকালতি করার অভিজ্ঞতা দরকার?
উত্তর:- 10 বছর।
- ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দিল্লিকে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে?
উত্তর:- 69 তম সংশোধনী, 1991
- নির্বাচন কমিশনার এর মেয়াদ প্রায় কত বছর?
উত্তর:- 6 বছর।
- কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতের সংবিধানের অংশ- IV-A অর্থাৎ মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে?
উত্তর:- সরণ সিং কমিটি।
- ভারতীয় পার্লামেন্ট কি কি নিয়ে গঠন করা হয়েছে?
উত্তর:- লোকসভা, রাজ্যসভা এবং ভারতের রাষ্ট্রপতি।
- রাজ্যসভায় কোন ধরনের বিল উত্থাপন করা হয় যায় না?
উত্তর:- অর্থবিল।
- ভারতীয় পার্লামেন্ট কয়টি কক্ষ বিশিষ্ট?
উত্তর:- দুটি কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা।
- বিধানসভার সদস্য না হয়েও একজন ব্যক্তি কত সময়ের জন্য রাজ্য সরকারের মন্ত্রি হিসাবে নিযুক্ত হতে পারেন?
উত্তর:- 6 মাস।
- ভারতীয় সংবিধানে উল্লিখিত কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংসদ নাগরিকত্ব অধিকার নিয়ন্ত্রণ করে থাকে?
উত্তর:- অনুচ্ছেদ 11
- ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই উক্তিটি সংবিধানের কোন অংশে আমরা পাই?
উত্তর:- সংবিধানের প্রস্তাবনা।
- আমাদের দেশে সংসদীয় সরকারের ধারণার বিষয়টি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
উত্তর:- ব্রিটিশ সংবিধান।
- ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লিখিত হয়েছে যে রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতি গুলি কোনো কোর্টের মাধ্যমে বলবৎ করা যাবে না?
উত্তর:- অনুচ্ছেদ 37.
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সামাজিক এই শব্দগুলি কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে?
উত্তর:- 42 তম সংবিধান সংশোধনী।
- ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ কত বছর স্থির করা হয়েছে?
উত্তর:- পাঁচ বছর অথবা 65 বছর বয়স হওয়া অবধি।
- কোন অধিকারের দ্বারা উপরাষ্ট্রপতি রাজ্য সভায় সভাপতিত্ব করে থাকেন?
উত্তর:- সাংবিধানিক অধিকারের দ্বারা।
- ত্রিস্তরীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছে ?
উত্তর:- 73 তম সংবিধান সংশোধনী, 1993.
- রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হয়?
উত্তর:- 250.
- জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতিকে, কে নিয়োগ করে থাকেন?
উত্তর:- ভারতের রাষ্ট্রপতি।
- জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতির যোগ্যতা কি হওয়া বাঞ্ছনীয়?
উত্তর:- সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি হতে হবে।
- হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?
উত্তর:- লীলা সেঠ।
- রাজ্যসভার কতজন সদস্যকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন?
উত্তর:- 12 জন।
- কোন পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠিত হয়েছিল?
উত্তর:- ক্যাবিনেট মিশন পরিকল্পনা।
- লোকসভার সেক্রেটারি জেনারেলকে কে নিযুক্ত করে থাকেন?
উত্তর:- লোকসভার অধ্যক্ষ।
- সম্পত্তির অধিকার একটি কি ধরনের অধিকার?
উত্তর:- আইনি অধিকার। - তথ্য জানার অধিকার আইন কত সালে কার্যকর করা হয়?
উত্তর:- 2005 সালে।
- ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?
উত্তর:- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ। - ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ হিসেবে নিযুক্ত কে হয়েছিলেন?
উত্তর:- গণেশ বাসুদেব মাভলঙ্কর।
- ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার লংঘনের ক্ষেত্রে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন করা যায়?
উত্তর:- অনুচ্ছেদ 32
- ভারতের সুপ্রিম কোর্ট কয় ধরনের লেখ জারি করে?
উত্তর:- 5 ধরনের।
- যখন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি উভয়েরই পদ খালি থাকে তখন সেই পদের দায়িত্ব কে পালন করেন?
উত্তর:- লোকসভার অধ্যক্ষ। - ভারতীয় সংবিধানে মোট কয়টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে?
উত্তর:- 11 টি।
- ভারতীয় সংবিধান অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত দিনের বিরতি থাকতে হবে?
উত্তর:- 6 মাস।
- ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সাম্যের অধিকার বিষয়টি উল্লিখিত আছে।
উত্তর:- অনুচ্ছেদ 14 - সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী 14 বছর থেকে কম বয়সের শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদান এর কথা উল্লিখিত হয়েছে?
উত্তর:- অনুচ্ছেদ 21 (A).
- সংবিধানের কোন তপশিল অনুযায়ী রাজ্যসভার সদস্যদের আসন বন্টন করা হয়েছে?
উত্তর:- চতুর্থ তপশিল - কোনো হাইকোর্টের বিচারপতি কত বছর বয়স পর্যন্ত নিযুক্ত থাকতে পারেন?
উত্তর:- 62 বছর বয়স পর্যন্ত।
94. ভারতীয় সংসদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি উল্লেখ করো।
উত্তর:- ভারতীয় সংসদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো- সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা কখনো ভাঙ্গা হয় না।
- পঞ্চায়েতিরাজ ব্যবস্থার তিনটি স্তর কি কি ?
উত্তর:- গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলাপরিষদ।
- মহালানবিশ মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পেশ করা হয়?
উত্তর:- দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা।
- লোকসভায় পাশ হওয়া কোনো অর্থবিল রাজ্যসভা ফেরত পাঠাতে কতদিন সময় নিতে পারে?
উত্তর:- 14 দিন।
- পার্লামেন্টের কোনো সদস্য কতদিন যাবৎ অনুমতি ছাড়া সংসদের অধিবেশনে অনুপস্থিতর কারণে তার সদস্য পদ হারাতে পারেন?
উত্তর:- 60 দিন।
- বাক্ স্বাধীনতা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে গৃহীত হয়েছে?
উত্তর:- অনুচ্ছেদ 19.
- ভারতীয় সংবিধান সংশোধনের অধিকারী কে?
উত্তর:- ভারতীয় পার্লামেন্টের।