Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি Indian Coast Guard Exam Questions Answers in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে Indian Coast Guard Exam Questions Answers ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Indian Coast Guard Exam Questions Answers in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
Indian Coast Guard Exam Questions Answers in Bengali
- কোন যুগে মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল?
ক) নব্য প্রস্তর যুগে
খ) প্রস্তর যুগে
গ) প্রাচীন প্রস্তর যুগে
ঘ) তাম্র প্রস্তর যুগে
উওরঃ- (ক) নব্য প্রস্তর যুগে
2. মানব সভ্যতার ইতিহাসকে ভাগ কয় ভাগে ভা করা হয়? –
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) ছয় ভাগে
উওরঃ- তিন ভাগে
- যেই যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায়না সেই যুগকে বলা হয় –
ক) প্রাগৈতিহাসিক যুগ
খ) প্রায় ঐতিহাসিক যুগ
গ) ঐতিহাসিক যুগ
ঘ) কোনোটিই নয়
উওরঃ- প্রাগৈতিহাসিক যুগ
- যে যুগের লিপির পাঠোদ্ধার আজও সম্ভব হয়নি, সেই যুগকে কী বলা হয়?
ক) প্রাগৈতিহাসিক যুগ
খ) প্রায় ঐতিহাসিক যুগ
গ) ঐতিহাসিক যুগ
ঘ) কোনোটিই নয়
উওরঃ- প্রায় ঐতিহাসিক যুগ
- যে যুগের কোনো লিপির পাঠোদ্ধার সম্ভব হয়েছে, তাকে কোন যুগ বলা হয়?
ক) প্রাগৈতিহাসিক যুগ
খ) প্রায় ঐতিহাসিক যুগ
গ) ঐতিহাসিক যুগ
ঘ) কোনোটিই নয়
উওরঃ- ঐতিহাসিক যুগ
- প্রাক্-ইতিহাস কথাটির প্রথম ব্যবহার করেছিলেন কে??
ক) পল তুর্নাল
খ) ড্যানিয়েল উইলসন
গ) রিচার্ড মিডো
ঘ) জা ফ্রাঁসোয়া জারিজ
উওরঃ- পল তুর্নাল।
- প্রাক্-ইতিহাস কথাটি প্রথম ইংরেজি ভাষায় ব্যবহার করেছিলেন কে??
ক) পল তুর্নাল
খ) ড্যানিয়েল উইলসন
গ) রিচার্ড মিডো
ঘ) জা ফ্রাঁসোয়া জারিজ
উওরঃ- ড্যানিয়েল উইলসন।
- আদিম মানুষ হাত কুঠার ব্যবহার করত –
ক) প্রাচীন প্রস্তর যুগে
খ) মধ্য প্রস্তর যুগে
গ) নব্য প্রস্তর যুগে
ঘ) তাম্র প্রস্তর যুগে
উওরঃ- প্রাচীন প্রস্তর যুগে
- কোন যুগকে ক্ষুদ্র প্রস্তর যুগ বলা হয়??
ক) তাম্র প্রস্তর যুগকে
খ) নব্য প্রস্তর যুগকে
গ) মধ্য প্রস্তর যুগকে
ঘ) প্রাচীন প্রস্তর যুগকে
উওরঃ- মধ্য প্রস্তর যুগকে।
- মধ্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হল –
ক) ক্ষুদ্রাকৃতি
খ) ভঙ্গুরতা
গ) বিশালাকার
ঘ) দীর্ঘাকৃতি
উওরঃ- ক -ক্ষুদ্রাকৃতি
- কোন যুগে কুমোরের চাকা আবিষ্কার হয়?
ক) নব্য প্রস্তর যুগে
খ) প্রস্তর যুগে
গ) প্রাচীন প্রস্তর যুগে
ঘ) তাম্র প্রস্তর যুগে
উওরঃ- নব্যপ্রস্তর যুগে।
- প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা ছিল
ক) পশু শিকার করা
খ) মাছ ধরা
গ) খাদ্য সংগ্রহ
ঘ) চাষবাস
উওরঃ- ক ও খ সঠিক। গ এবং ঘ ভুল
- নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল?
ক) স্থায়ী বসতি নির্মাণ করা
খ) খাদ্য উৎপাদন করা
গ) ধাতুর হাতিয়ার তৈরি করা
ঘ) বাণিজ্যের প্রসার করা
উওরঃ- খাদ্য উৎপাদন করা
- নিচের কোন যুগটি নব্য প্রস্তর যুগের পরে এসেছিল?
ক) তাম্র-প্রস্তর যুগ
খ) তুষার যুগ
গ) লৌহ যুগ
ঘ) মধ্য প্রস্তর যুগ
উওরঃ- তাম্র-প্রস্তর যুগ
- কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি?
ক) সুমেরের
খ) ভারতের
গ) ব্যাবিলনের
ঘ) মিশরের
উওরঃ- সুমেরের
- হায়ারোগ্লিফিক প্রাচীন কোন দেশের লিপি?
ক) সুমেরের
খ) ভারতের
গ) ব্যাবিলনের
ঘ) মিশরের
উওরঃ- মিশরের
17. সোহগোর তাম্রলিপি আবিস্কার হয়েছে –
ক) চিনে
খ) ভারতে
গ) মেসোপটেমিয়ায়
ঘ) মিশরে
উওরঃ- ভারতে
- ভারতে পুরাণের সংখ্যা হল-
ক) 15 টি
খ) 25 টি
গ) 35 টি
ঘ) 18 টি
উওরঃ- 18 টি
- “রাজতরঙ্গীণী” থেকে কোন স্থানেত ইতিহাস জানা যায়?
ক) গুজরাট
খ) কাশ্মীর
গ) চিনের
ঘ) সুমেরের
উওরঃ- কাশ্মীর
- নিচের কোন গ্রন্থটি থেকে গুজরাটের ইতিহাস জানা যায়?
ক) রাসমালা
খ) গিলগামেশ
গ) ইন্ডিকা
ঘ) ফো- কুয়ো – কি
উওরঃ- রাসমালা
- “ইন্ডিকা” – গ্রন্থের রচয়িতা হলেন –
ক) মেগাস্থিনিস
খ) হেরোডোটাস
গ) ফা- হিয়েন
ঘ) হোমার
উওরঃ- মেগাস্থিনিস
22. ভারতের আঞ্চলিক ইতিহাস – বিষয়ক দুটি গ্রন্থ হল –
ক) রাসমালা
খ) রাজতরঙ্গীণী
গ) রামচরিতমানস
ঘ) হর্ষচরিত
উওরঃ- রাসমালা ও রাজতরঙ্গীণী।
- নিম্নবর্গের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন –
ক) রমেশচন্দ্র মজুমদার
খ) গৌতম ভদ্র
গ) রনজিৎ গুহ
ঘ) পার্থ চট্টোপাধ্যায়
উওরঃ- ক) রমেশচন্দ্র মজুমদার, খ) গৌতম ভদ্র ও গ) রনজিৎ গুহ সঠিক, এবং ঘ ভুল
- ভারতে ইন্দো- পারসিক ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত ঐতিহাসিক হলেন —
ক) মহীবুল হাসান
খ) আমির খসরু
গ) জিয়াউদ্দিন বরনি
ঘ) ইসামি
উওরঃ- খ) আমির খসরু, গ) জিয়াউদ্দিন বরনি ও ঘ) ইসামি সঠিক, এবং ক-মহীবুল হাসান ভুল।
- সিন্ধু সভ্যতার যুগে এখানকার মানুষ —
ক) গুহায় বসবাস করত
খ) চাষাবাস করত
গ) লোহার ব্যবহার জানত
ঘ) মুদ্রার প্রচলন ছিল
উওরঃ- চাষাবাস করত
- সুলতানি যুগের ঐতিহাসিক হলেন –
ক) সন্ধাকর নন্দী
খ) জিয়াউদ্দিন বরনি
গ) আমির খসরু
ঘ) আফিফ
উওরঃ- খ) জিয়াউদ্দিন বরনি, গ) আমির খসরু
ও ঘ) আফিফ সঠিক এবং ক) সন্ধাকর নন্দী ভুল।
- প্রাগৈতিহাসিক যুগ মানুষ —
ক) লিপির ব্যবহার জানত না
খ) চাষাবাদ জানত না
গ) লোহার ব্যবহার জানত না
ঘ) দুরদেশে বাণিজ্যে যেত
উওরঃ- ক) লিপির ব্যবহার জানত না।
- সৃষ্টির আদিমলগ্নে মানুষ –
ক) লোহার হাতিয়ার ব্যবহার করত
খ) তামার হাতিয়ার ব্যবহার করত
গ) ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত
ঘ পাথরের হাতিয়ার ব্যবহার করত
উওরঃ- ক) লোহার হাতিয়ার ব্যবহার করত
- প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান হল –
ক) নীলনদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ
খ) পিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী
গ) কিউনিফর্মদের লিপি
ঘ) হাত- কুঠার
উওরঃ- পিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী।
- প্রাচীন মিশরীয়রা –
ক) প্যাপিরাস লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল
খ) কিউনিফর্ম লিপি আবিস্কার করেছিল
গ) কাগজ আবিষ্কার করেছিল
ঘ) আধুনিক লিপি আবিষ্কার করেছিল
উওরঃ- ক) প্যাপিরাস লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল
- প্রাচীন কিউনিফর্ম লিপি ব্যবহার করত –
ক) সুমেরীয়রা
খ) মিশরীয়রা
গ) ভারতীয়রা
ঘ) ব্যাবিলনীয়রা
উওরঃ- ক) সুমেরীয়রা।
Also Read:- Daily Current Affairs in Bengali
Also Read:- Daily Current Affairs in English
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।