■ চাকরি প্রার্থীদের জন্য সুখবর। Indian Army Recruitment 2023 আপনার জন্য নিয়ে এসেছে লেফটেন্ট্যান্ট, ক্যাডেট, অফিসার সহ একাধিক পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে Indian Army Recruitment 2023 তে নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ যোগ্যতা:- দ্বাদশ শ্রেণিতে টেকনিক্যাল এন্ট্রি স্কিমের মাধ্যমে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। পুরুষ প্রার্থী যাঁরা উচ্চমাধ্যমিকে পদার্থবিদ্যা, রসায়ন এবং অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন এবং জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষায় বসেছেন, তাঁরাই আবেদন করতে পারবেন।
■ শিক্ষাগত যোগ্যতা:- আবেনদকারীপ্রার্থীকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে পদার্থবিদ্যা, রসায়ন এবং অঙ্ক-সহ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
■ বয়সসীমা:- আবেদনকারীর বয়সসীমা হতে হবে সাড়ে ষোলো বছরের নিচে হবে না আবার সাড়ে উনিশ বছরের ওপরেও হবে না। অর্থাৎ জন্ম তারিখ ২০০৪ সালের ২ জানুয়ারির আগে হবে না আবার ২০০৭ সালের ১ জানুয়ারির পরেও হবে না। মাধ্যমিক কিংবা সম পর্যায়ের পরীক্ষায় যে বয়স উল্লেখ থাকবে, তাই ধরেই আবেদন করতে পারবেন।
■ শূন্যপদ:- প্রাথমিকভাবে শূন্যপদের সংখ্যা ৯০। তবে ট্রেনি অ্যাকাডেমির ট্রেনিং ক্যাপাসিটির ওপরে তা বদল হতেও পারে। অর্থাৎ শূন্যপদের সংখ্যা কমতে পারে আবার বাড়তেও পারে। ৪ বছরের কোর্স সম্পূর্ণ করতে পারলে, তবেই ক্যাডেটদের সেনাবাহিনীতে স্থায়ী চাকরি হবে। সেই চাকরি হবে লেফটেন্ট্যান্ট হিসেবে। তবে সব মিলিয়ে ট্রেনিং -এর সময়কাল প্রায় ৫ বছরের। প্রথম বছরে গয়ার অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে ট্রেনি। এরপরের চার বছর দু-দফায় সেকেন্দ্রাবাদে ট্রেনিং দেওয়া হবে।
■ বেতন:- তিন বছরের ট্রেনিং সম্পূর্ণ হওয়ার পরে ক্যাডেটদের বছরে ৫৬১০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। চারবছর সম্পূর্ণ হওয়ার পরে লেফটেন্ট্যান্ট হিসেবে বেতন দেওয়া হবে।
এই পদের জন্য আবেদন করার আগে আবেদনকারীকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।
https://www.joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/NOTIFICATION_FOR_TES_-49_COURSE.pdf
আবেদন করতে ক্লিক করতে পারেন https://www.joinindianarmy.nic.in/default.aspx
🎯🎯 আরও চাকরির খবর:-
রাজ্যের বিভিন্ন ব্লকে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি দপ্তরে স্থায়ী শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
ভারতীয় পোস্ট অফিসে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ
■ আবেদন পদ্ধতি-
আবেদন করতে অনলাইনে।
নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি