Indian Army Recruitment 2022 : JAG 30th Course April 2023

AJJKAL.COM:

আপনি কী আপনার পছন্দ মতো ভালো চাকরির খোঁজ করছেন তাহলে আপনার জন্য খুশির খবর। Indian Army আপনার জন্য নিয়ে এসেছে JAG 30th Course April 2023 পদ এর চাকরির এক সুবর্ণ সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে Indian Army তে নিয়োগ সংক্রান্ত নিচে দেওয়া বিস্তারিত তথ্যটি যত্ন সহকারে পড়ুন।

বিজ্ঞপ্তি নম্বর:- 10601/11/0013/2223




প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

আবেদন শুরুর তারিখ:- 24 August 2022

আবেদন শেষের তারিখ:- 22 September 2022

চাকরির বিবরণ:-

আবেদনের পদ্ধতি:- Online

নিয়োগকারী সংস্থা:-
Indian Army

পদের নাম:- JAG 30th Course April 2023

কর্মস্থল:- সারা ভারতীয় জুড়ে

মোট শূন্যপদ:- 9 টি; পুরুষ – ৬, মহিলা – ৩

Ajjkal




শিক্ষাগত যোগ্যতা:-

LLB ডিগ্রিতে ন্যূনতম 55% মোট নম্বর (স্নাতকের পরে তিন বছর পেশাদার বা 10+2 পরীক্ষার পরে পাঁচ বছর)। – LLB পাশ যোগ্যতা

বয়সসীমা:- প্রার্থীর নিম্নোক্ত বয়সসীমা হতে হবে- ২১ থেকে ২৭ বছরের মধ্যে

আবেদন মূল্য:- কোনো আবেদনমূল্য লাগবে না

প্রার্থী নির্বাচনের পদ্ধতি:-

শর্টলিস্টিং।
এসএসবি ইন্টারভিউ।
ডাক্তারি পরীক্ষা।

আবেদন পদ্ধতি:-

আগ্রহী, উপযুক্ত ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in এর মাধ্যমে আবেদন করতে পারেন।