India Post Recruitment 2022 : ভারতীয় ডাকবিভাগে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

AJJKAL.COM:

India Post Recruitment 2022: ভারতীয় ডাকবিভাগে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় ডাকবিভাগ। গ্রামীণ ডাক সেবক পদের জন্যে এই নিয়োগ করা হবে। বিশেষ করে যারা মাধ্যমিক পাশ করেছেন তাঁদের জন্যে এই চাকরি’র সুযোগ পোস্ট অফিসের (India Post GDS Recruitment 2022) তরফে করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের ইতিমধ্যে এই পদের জন্যে আবেদন করতে বলা হয়েছে। একাধিক রাজ্যের জন্যে হবে এই নিয়োগ।

অফিসিয়াল ওয়েবসাইটটি হল: https://indiapostgdsonline.gov.in/




প্রতিদিনের স্টাডি মেটেরিয়াল ও চাকরির খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

বিভিন্ন রাজ্যে কত নিয়োগ:-

দেশের (India Post GDS Recruitment 2022) একাধিক রাজ্যের জন্যে এই নিয়োগ করা হবে। যার মধ্যে উত্তর প্রদেশের জন্যে শূন্যপদ 2519 টি। উত্তরাখন্ড- 353, বিহার- 990, ছাত্তিসগড়- 1253। দিল্লিতে শূন্যপদের সংখ্যা 60টি। রাজস্থানের জন্যে 2390, হরিয়ানা- 921, হিমাচল প্রদেশ- 1007, জম্মু-কাশ্মীরের জন্যে ২৬৫টি। ঝাড়খন্ডের জন্যে শূন্যপদের সংখ্যা ৬১০, মধ্যপ্রদেশের জন্যে নিয়োগ করা হবে 4074 জন। এবং কলকাতার জন্যে প্রায় দুই হাজার জনকে নিয়োগ করা হবে। এছাড়াও দেশের একাধিক রাজ্যের জন্যে এই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি:-

এই শূন্যপদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে করতে হবে। আর তা করতে হলে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে।

Ajjkal




আবেদনের শেষ তারিখ:- 5 – 6- 2022 -এর মধ্যে আবেদন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারী নুন্যতম ক্লাস ১০ পাশ করলেই এই পদের জন্যে আবেদন কর‍তে পারবেন। তবে ইংরেজি এবং অঙ্কে দক্ষতা থাকতে হবে। এছাড়াও লোকাল ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে বলেও জানানো হয়েছে।

বয়সসীমা:-

ভারতীয় পোস্ট অফিসের তরফে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই পদের জন্যে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের আগে অবশ্যই ভালো করে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।