ভারতের প্রথম ব্যক্তিত্ব || India first personality

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি India first personality. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের প্রথম ব্যক্তিত্ব || India first personality ||. নিচে set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভারতের প্রথম ব্যক্তিত্ব || India first personality || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভারতের প্রথম ব্যক্তিত্ব || India first personality

❏ ভারতের প্রথম প্রধানমন্ত্রী-

উত্তর: জওহরলাল নেহেরু (১৯৪৭-১৯৬৪)

❏ ভারতের প্রথম রাষ্ট্রপতি-

উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ (২৬.১.১৯৪৭-১৩.৫.১৯৬২)

❏ ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী-

উত্তর: সর্দার বল্লভভাই প্যাটেল (১৫.৮.১৯৪৭-১৫.১০.১৯৫০)

❏ ভারতের প্রথম উপরাষ্ট্রপতি –

উত্তর: ডঃ সর্বপল্লী রাধাকৃয়ন

❏ ভারতের প্রথম মহাকাশচারী –

উত্তর: রাকেশ শর্মা (১৯৮৪)

❏ ভারতের প্রথম ভারতরত্ন প্রাপক-

উত্তর: চক্রবর্তী রাজা গোপালাচারী

❏ ভারতের প্রথম টেস্ট ক্রিকেটের ক্যাপটেন –

উত্তর: সি.কে.নাইডু (১৯৩২)

❏ ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরী করেন-

উত্তর: লালা অমরনাথ (১৯৩৩-১৯৩৪)

❏ ভারতের প্রথম রাজ্যসভার চেয়ারম্যান-

উত্তর: ডঃ সর্বপল্লী রাধাকৃয়ন (১৯৫২-১৯৬২)

❏ ভারতের প্রথম মুখ্য নির্বাচন আধিকারিক-

উত্তর: সুকুমার সেন (১৯৫০-১৯৫৮)

❏ ভারতের প্রথম চীফ জাস্টিস-

উত্তর: হিরালাল জে . কানিয়া (১৯৫০-১৯৫১)

❏ ভারতের প্রথম বিমানবাহিনীর প্রধান-

উত্তর: স্যার থমাস আলমহারেস্ট (১৯৪৭-৫১৯০)

❏ ভারতের প্রথম নৌ সেনা প্রধান-

উত্তর: আর. ডি. কাটারী (১৯৫৮-১৯৬২)

❏ ভারতের প্রথম কমান্ডার ইন চীফ-

উত্তর: কে . এম . কারিয়াপ্পা (১৯৪৯-১৯৫৩)

❏ ভারতের প্রথম ক্রিকেটার যিনি 1 থেকে ১০ সব পজিশনে ব্যাট করেছেন –

উত্তর: ভিনু মানকড়

❏ ভারতের প্রথম যিনি বিদেশে নৃত্য প্রদর্শন করেন-

উত্তর: উদয় শংকর

❏ ভারতের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি-

উত্তর: রাজেন্দ্র প্রসাদ

❏ ভারতের প্রথম চিত্রাভিনেতা মুখ্যমন্ত্রী –

উত্তর: এম.জি. রামচন্দ্রন (তামিলনাড়ু ১৯৭৭)

❏ স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী –

উত্তর: আর কে, সম্মাগম চেট্টি (১৯৪৭)

❏ ভারতের প্রথম আই সি এস অফিসার –

উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুর

❏ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি-

উত্তর: সরোজিনী নাইডু (১৯২৫)

❏ ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী-

উত্তর: জি, শংকর কুরুপ (১৯৬৫)

❏ ভারতের প্রথম পর্বতারোহী যিনি অক্সিজেন ছাড়াই এভারেস্ট জয় করেন –

উত্তর: ফু দোরজী (১৯৮৪)

❏ ভারতের প্রথম যিনি দক্ষিণ মেরু পৌঁছান –

উত্তর: জে কে বাজাজ

❏ প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমকারী

উত্তর: মিহির সেন (১৯৬৬)

❏ প্রথম ব্যক্তিগত অলিম্পিক মেডেল জয়ী ভারতীয়-

উত্তর: কে.ডি.যাদব (কুস্তীতে, হেলসিঙ্কিতে, (১৯৫২)

❏ প্রথম ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর, বিশ্বব্যাঙ্কের-

উত্তর: গৌতম কাজী (১৯৯৫)

❏ ভারতের প্রথম টেস্টে হ্যাট্রিককারী ক্রিকেটার –

উত্তর: চেতন শর্মা (১৯৮৭)

❏ প্রথম ভারতীয় যিনি ইউ.এন – এ হিন্দিতে ভাষন দেন-

উত্তর: অটলবিহারী বাজপেয়ী (১৯৭৭)

❏ প্রথম ভারতীয় নৌ – চালক (Naval Pilot)-

উত্তর: ওয়াই নে সি (১৯৪১)

❏ প্রথম বৈমানিক –

উত্তর: জে.আর.ডি.টাটা (টাটা এয়ারলাইন্স

❏ প্রথম নোবেলজয়ী ভারতীয় –

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩)

❏ প্রথম ভারতীয় অস্কার জয়ী-

উত্তর: ভানু আথাইয়া (১৯৮২)

❏ প্রথম ভারতীয় যিনি নিশান – ই পাকিস্তান পান-

উত্তর: মোরারজী দেশাই

❏ ব্রিটিস পার্লামেন্টে প্রথম ভারতীয় সদস্য-

উত্তর: দাদাভাই নৌরজী (১৮৬২)

❏ প্রথম বিলাত যাত্রী-

উত্তর: রাজা রামমোহন রায় ।

❏ প্রথম ম্যাগসাইসাই পুরস্কার জয়ী-

উত্তর: আচার্য বিনোবা ভাবে

❏ ভারতের প্রথম শিশু চলচ্চিত্র শিল্পী-

উত্তর: দাদা সাহেব ফালকের পুত্র ভালচন্দ্রা

❏ ভারতের প্রথম মহিলা শিশু চলচ্চিত্র শিল্পী-

উত্তর: দাদা সাহেব ফালকের কন্যা মন্দাকিনী

❏ ভারতের ডাকটিকিটে যাতে প্রথম কোন জাতীয় নেতার ছবি ছিল-

উত্তর: মহাত্মা গান্ধী

❏ ভারতের প্রথম নির্বাচিত উপরাষ্ট্রপতি-

উত্তর: ডঃ সর্বপল্লী রাধাকৃষণ

❏ ভারতের প্রথম জাতীয় কংগ্রেস সভাপতি-

উত্তর: উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

❏ প্রথম ভারতীয় চলচ্চিত্র পরিচালক- 

উত্তর: দাদাসাহেব ফালকে

❏ প্রথম ভারতীয় হাইকোর্টের বিচারপতি- 

উত্তর: রমাপ্রসাদ রায় প্রথম

❏ ভারতীয় হিসেবে বিদেশে অভিনয়ে খ্যাতিলাভ-

উত্তর: শিশির ভাদুড়ী

❏ প্রথম ভারতীয় টেস্ট ক্রিকেট খেলোয়াড়- 

উত্তর: রণজিৎ সিংজী ।

❏ প্রথম ভারতীয় গভর্নর- 

উত্তর: লর্ড সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ

❏ প্রথম ভারতীয় বিমানবাহিনীর প্রধান-

উত্তর: এয়ারমার্শাল সুব্রত মুখার্জী

❏ প্রথম ভারতীয় ব্যারিস্টার-

উত্তর: জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।