স্নাতক পাশে Indbank -এ বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Indbank Recruitment 2023 আরও পড়ুন

স্নাতক পাশে Indbank -এ বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Indbank Recruitment 2023

আই এন ডি ব্যাংক (Indbank Recruitment 2023) আপনার জন্য নিয়ে এসেছে অ্যাসিটেন্ট জেনারেল, ডিলার সহ একাধিক জন্যে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে আই এন ডি ব্যাংকের নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

নিয়োগকারী সংস্থা:

ইন্ডব্যাঙ্ক মার্চেন্ট ব্যাঙ্কিং সার্ভিসেস লিমিটেড (Indbank Merchant Banking Services Limited) তরফে কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম:- ডিলার

শূন্যপদের সংখ্যা:-

১২ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে

যোগ্যতা:-

এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের অন্তত স্নাতক পাশ করতে হবে।

বয়সসীমা:- এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

প্রার্থীনির্বাচন পদ্ধতি:-

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ

বেতন:- বার্ষিক ৩.৫০ লক্ষ টাকা

আবেদন শুরু:- আবেদন প্রক্রিয়া চলছে

আবেদনের শেষ তারিখ:- ২২ এপ্রিল ২০২৩

আবেদন পদ্ধতি:

Indbank-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে
আবেদনপত্র ডাউনলো়ড করে তা যথাযথ ভাবে পূরণ করে পোস্টের মাধ্যমে নীচের ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:-

Head Administration, 480, 1st Floor, Khivraj Complex 1, Anna Salai, Nandanam, Chennai- 600035.

আরও পড়ুন:- দ্বাদশ শ্রেণি পাসে সাউদার্ন রেলওয়ের অধীনে বিপুল শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি

আরও পড়ুন:- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিপুল শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি