বিভিন্ন পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers in various exams) Pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Important questions and answers in various exams pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। এবার WBCS প্রিলিমিনারি পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্ন ও উওর আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers in various exams) Pdf. নিচে  Important questions and answers in various exams টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই বিভিন্ন পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers in various exams) Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

বিভিন্ন পরীক্ষায় আগত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (Important questions and answers in various exams) pdf

কিছু নমুনাঃ-

  1. সন্ত কবির-এর গুরু কে ছিলেন?

উওরঃ- রামানন্দ

  1. কার শাসনকালে সাঁচী স্তূপ নির্মিত হয়েছিলো?

উওরঃ- অশোক

  1. কে বল্লবভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন?

উওরঃ- মহাত্মা গাঁন্ধি

  1. ওয়েলফেয়ার স্টেট সম্বন্ধে বলা আছে সংবিধানের কোথায়?

উওরঃ- নির্দেশমূলক নীতিসমূহে

  1. পারসেক’ এককটি দিয়ে কী মাপা হয়?

উওরঃ- মহাকাশীয় দূরত্ব

  1. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়?

উওরঃ- আইরিস

  1. স্থির অবস্থায় একটি বস্তুর কী থাকে?

উওরঃ- স্থিতি শক্তি

  1. একটি নির্দষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নীচে ফেলা হল। যাত্রার অর্ধপথে বস্তুটির কী থাকবে?

উওরঃ- গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ই

  1. নীচের কোনটি উৎসেচক?

উওরঃ- ট্রিপসিন

  1. কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়?

উওরঃ- ভিটামিন সি

  1. বীরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত?

উওরঃ- রাঁচি

  1. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে?

উওরঃ- ট্রিগভি লি

  1. কোন স্থান্যপায়ী প্রানী ডিম পাড়ে?

উওরঃ- ডাকবিল-প্লাটিপাস

  1. PAN-এর সম্পূর্ন রূপ হলো?

উওরঃ- পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার

  1. কোন কমিটি মন্ডল পঞ্চায়েত গঠনের সুপারিশ দেন?

উওরঃ- অশোক মেহতা কমিটি

  1. কোন্ রাজ্যে পঞ্চ পরমেশ্বর প্রকল্প চালু করা হয়?

উওরঃ- মধ্যপ্রদেশ

  1. মেডুলা অবলঙ্গাটা মানবদেহের কোন অঙ্গের অংশ?

উওরঃ- মস্তিষ্ক

  1. ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ?

উওরঃ- অন্ত্র

  1. প্রথম কোন ভারতীয় স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্নপদক পেয়েছিলেন?

উওরঃ- অভিনব বিন্দ্রা

  1. ‘অ্যাসেজ’ শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত?

উওরঃ- ক্রিকেট

  1. কোন শহরে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়?

উওরঃ- নিউ দিল্লি

  1. রাষ্ট্রসংঘের সাধারন সভার প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?

উওরঃ- শ্রীমতি বিজয়লক্ষ্মী পন্ডিত

  1. আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা?

উওরঃ- লালা লাজপত রায়।

  1. ভূপাল গ্যাস দূর্ঘটনা কত সালে হয়েছিল?

উওরঃ- ১৯৮৪ সাল।

  1. কিসের মিশ্রনে অম্লরাজ তৈরি করা হয়?

উওরঃ- ৩ ভাগ হাইড্রোক্লরিক অ্যাসিড ও ১ ভাগ নাইট্রিক অ্যাসিড।

  1. ওস্তাদ আমজাদ আলি খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

উওরঃ- সারোদ।

  1. মন্ত্রীসভা কার কাছে যৌথ ভাবে দায় বদ্ধ থাকে?

উওরঃ- লোকসভা।

  1. ইন্দিরা ঠাকরুন কোন উপন্যাসের চরিত্র?

উওরঃ- পথের পাঁচালী।

  1. হিন্দুপদ পাদশাহী নীতি কে প্রচার করেন?

উওরঃ- প্রথম বাজিরাও।

  1. লুজুং কোন রাজ্যের উৎসব?

উওরঃ- অরুণাচল প্রদেশ।

  1. জিপসামের রাসায়নিক নাম কি?

উওরঃ- ক্যালসিয়াম সালফেট।

  1. ভিটামিন বি ১২ এ কোন ধাতু থাকে?

উওরঃ- কোবাল্ট।

  1. রাইনোপ্লাস্টি বলতে মানব শরীরের কোন অঙ্গের সার্জারিকে বোঝায়?

উওরঃ- নাক।

  1. “পঞ্চশীল” কথাটি কোন ধর্মের সাথে যুক্ত?

উওরঃ- বৌদ্ধ ধর্ম।

  1. শচীন তেন্ডুলকর কত সালে ভারতরত্ন পুরষ্কার পান?

উওরঃ- ২০১৩ সাল।

  1. ডিপ্লোমেটিক এনকাউন্টার বইটির লেখক কে?

উওরঃ- অরূন্ধতী রায়।

  1. ভিনেশ ফোগাট কোন খেলার সাথে যুক্ত?

উওরঃ- কুস্তি।

  1. চৌধুরী চরন সিং এয়ারপোর্ট কোন শহরে অবস্থিত?

উওরঃ- লখনৌ।

  1. লেদার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উওরঃ- চেন্নাই।

  1. জেনারেল ডায়ের কে হত্যা করেছিলেন কে?

উওরঃ- উধম সিং।

  1. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি?

উওরঃ- যোগ জলপ্রপাত।

  1. “ভূমধ্যসাগরের চাবি” কাকে বলে?

উওরঃ- জিব্রাল্টার প্রনালী।

  1. পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে?

উওরঃ- ফার্মি।

  1. এফ্রিডিন কোন রোগের ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়?

উওরঃ- হাঁপানি।

  1. সাইমন কমিশনে কত জন ভারতীয় সদস্য ছিল?

উওরঃ- একজন ও না।

  1. কার আমলে ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করা হয়?

উওরঃ- লর্ড কর্নওয়ালিস।

  1. জাঠ বিদ্রোহ এর নেতা কে ছিলেন?

উওরঃ- রাজারাম।

  1. রক্ত বিহীন কোমল ভারবাহী কলা কোনটি?

উওরঃ- তরুনাস্তি।

  1. উকাই জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

উওরঃ- গুজরাট।

  1. কবিকূল তিলকস্য কার ছদ্মনাম?

উওরঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর।

  1. নীল জল নীতি চালু করেন কে?

উওরঃ- আলবুকার্ক।

52 বিশ্ব বানিজ্য সংস্থার পুরানো নাম কি?

উওরঃ- গ্যাট।

Important questions and answers in various exams Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Important questions and answers in various exams pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here