সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত গুরুত্ত্বপূর্ণ প্রশ্নোওর || Important questions about music and dance || pdf

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Important questions about music and dance pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত গুরুত্ত্বপূর্ণ প্রশ্নোওর || Important questions about music and dance Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত গুরুত্ত্বপূর্ণ প্রশ্নোওর || Important questions about music and dance Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

সঙ্গীত ও নৃত্য সম্পর্কিত গুরুত্ত্বপূর্ণ প্রশ্নোওর || Important questions about music and dance pdf

  1. ড: সােনাল মান সিং কোন ক্ষেত্রে বিশ্ব বিখ্যাত ? 

উত্তর :-  ওড়িশি নাচে ।

  1. ‘ ভারতীয় যুব সম্প্রদায়ের মধ্যে ভারতীয় মার্গ সঙ্গীত ও সংস্কৃতি বিকাশ সমিতি’র (SPICMACY) প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :-  ড. কিরণ শেঠ ।

  1. কোন মার্গ সঙ্গীত শিল্পীর প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামের নাম ‘ বৈঠকি রবি ‘ ?

উত্তর :- ওস্তাদ রশিদ খান ।

  1. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ও সুর করা ‘ রবি ঠাকুরের গানে’র নাম বদলে কে প্রথম ‘রবীন্দ্রসঙ্গীত’ (Rabindra Sangeet) শব্দবন্ধ চালু করেন ?

উত্তর :- পঙ্কজকুমার মল্লিক (আকাশবাণী কলকাতায় রবীন্দ্রসঙ্গীত শেখানাের আসরে)। 

  1. উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন প্রচলিত বাদ্যযন্ত্র কী ?

উত্তর :- পাখােয়াজ 

  1. শ্রীলঙ্কার আনন্দ সমরকুনের লেখা ও রবীন্দ্রনাথ ঠাকরের সুরের ‘শ্রীলঙ্কা মাতা’ কবে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হিসাবে অনুমােদিত হয় ?

উত্তর :- ১৯৫৩ সালে ।

  1. কোন দেশের জাতীয় সঙ্গীতের কিছু শব্দ সরকার বদলানােয় লেখক ক্ষোভে ও দুঃখে আত্মহত্যা করেন ?

উত্তর :- শ্রীলঙ্কার (আনন্দ সমরকুন)।

  1. কাজী নজরুল ইসলাম কোন বিখ্যাত উপন্যাসভিত্তিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন ?

 উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘গোরা’।

  1. পরম্পরা গত ‘ ভরতনাট্যম ’ নাচের সপ্তম প্রজন্মের সেরা নৃত্যশিল্পী কে ছিলেন ?

উত্তর :- বালাসরস্বতী ।

  1. ১৯৩১ সালের ১৪ মার্চ মুক্তিপ্রাপ্ত প্রথম সবাক চলচ্চিত্র ‘ আলম আরা’য় কোন কোন সঙ্গীত ও নৃত্য শিল্পী ছিলেন ?

উত্তর :-  জুবেদা , বিথাল , এলিজার , পৃথ্বীরাজ ও কাপুর ৭ জিল্লু ।

  1. কেরলের পরম্পরাগত সর্বাপেক্ষা জনপ্রিয় নৃত্যনাট্যের নাম কী ?

উত্তর :-  কথাকলি ।

  1. কথাকলি নৃত্যনাট্যকে কে প্রথম আধুনিকীকরণ করে প্রাতিষ্ঠানিক রূপ দেন ?

উত্তর :- পাটিকামতােড়ি রাভুন্নি মেনন ।

  1. শাস্ত্রীয় ও লােকসঙ্গীত , নাচ ও অভিনয়কে মিশিয়ে তামিল সাহিত্যে যে নতুন লিখন শৈলী তৈরি হয়েছিল তার নাম কী ?

উত্তর :-  কুরাভঞ্জী ।

  1. সঙ্গীত শিল্পী হরিহরণের মা ও বাবার নাম কী ?

উত্তর :- বিখ্যাত কণাটকী সঙ্গীত শিল্পী এইচ . এ.এস. মানি ( বাবা ) ও আলামেলু মানি ( মা ) ।

  1. বসন্তলক্ষ্মী কোন ক্ষেত্রের নাচে এখন বিখ্যাত ?

উত্তর : – ভরতনাট্যম ।

  1. গীটার ও সেতারের বৈশিষ্ট্য মিশিয়ে কে ‘ মােহন বীণা ‘ তৈরি করেছেন ?

উত্তর :- ‘ পদ্মশ্রী ’ ও ‘ গ্র্যামি পুরস্কার ‘ পাওয়া পন্ডিত বিশ্বমােহন ভাট ।

  1. ” সঙ্গীত রত্নাকর ” বইটির রচয়িতা কে ?

উত্তর :- শাঙ্গদেব ।

  1. কবি গানের ক’টি পর্যায় ও কী কী ?

উত্তর :- উনবিংশ শতাব্দীতে বাংলার শহরাঞলে কবি গানের ৪ টি পর্যায় ছিল । যেমন — গুরুদেবের গীত , সখীসংবাদ , বিরহ ও খেউড় ।

  1. কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতেরজনক কে ?

উত্তর :-  পুরন্দর দাস ।

20 ‘ সিন্থেসাইজার ’ বাদ্যযন্ত্র কে আবিষ্কার করেন ? 

উত্তর :- রবার্ট মুগ ।

  1. তানসেনের প্রকৃত নাম কী ? 

উত্তর :- রামতনু মিশ্র ।

  1. নােরা জোন্স ২০০২ সালে কোন গানের অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার পান ?

উত্তর :- Come Away With Me .

  1. সন্তুর বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?

উত্তর :- শিবকুমার শর্মা , ( ২ ) ভজন সােপােরি , ( ৩ ) তরুণ ভট্টাচার্য ।

  1. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান তিনটি গীতিনাট্যের নাম কী ?

উত্তর :- বাল্মিকী প্রতিভা ( ১৮৮১ ) , কালমৃগয়া ( ১৮৮২ ) ও মায়ার খেলা ( ১৮৮৯ ) ।

  1. অতুল প্রসাদের প্রিয় রাগ কোনটি ?

উত্তর :- ভৈরবী ।

  1. নবদ্বীপ ব্রজবাসী সঙ্গীতের কোন ক্ষেত্রে বিখ্যাত ?

উত্তর :- কীর্তন গানে ।

  1. কেশবচন্দ্র মিত্র কোন বাদ্যযন্ত্র বাজানােয় বিখ্যাত ?

উত্তর :- পাখােয়াজ ।

  1. কোন নাট্য সাহিত্যিক ইউরােপীয় সঙ্গীতবিদ্যা শিখে ভারতীয় সঙ্গীতে তার সংমিশ্রণ ঘটান ?

উত্তর :- দ্বিজেন্দ্রলাল রায়

  1. কোন বৈশিষ্ট্যের জন্য রবীন্দ্রনাথ ও অতুল প্রসাদের গান ভিন্ন বলে মনে হয় ?

উত্তর :-  ভাব ও সুরের তাভূতপূর্ব সংমিশ্রনের জন্য ।

  1. সারেঙ্গী বাজানােয় বিখ্যাত কে কে ?

উত্তর :-  ( ১ ) সুলতান খান , ( ২ ) সাবরি খান , ( ৩ ) রামনারায়ণ ।

  1. লুডত্বিক ভান বেটোফেনের জীবনীগ্রন্থগুলির মধ্যে শ্রেষ্ঠ কোনটি ?

উত্তর :- রম্যা বলার লেখা ” Beethoven , Les grandes epoques ere’atrices “

  1. টুসু গান কোন অঞ্চলের গান ?

উত্তর :-  রাঢ় অঙুলের লৌকিক শস্যোত্সব (সাধারণত বাংলা – বিহার সীমান্তে এই গান বেশি শােনা যায় । বীরঙ্গ , বাঁকুড়া , পুরুলিয়া , মালভূম , সিংক্স , বর্ধমান ও মেদিনীপুর জেলায় ১ পৌষ নবান্ন উৎসবকেলষ্মকরসূদেবীরপূজা ও টুসুগান হয়ে থাকে) ।

  1. আহির ভৈরোঁ (উষাকালের) রাগের সঙ্গে পাশ্চাত্য সঙ্গীতের কোনটির মিল আছে ?

উত্তর :- অবাদ (Aubade)।

  1. ‘ ক্যারােল ‘ কী ?

উত্তর :- সমবেত খ্রিষ্ট্রিয় ধর্মীয় কণ্ঠসঙ্গীত।

  1. কর্ণাটকী মৃদঙ্গম বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?

উত্তর :- ( ১ ) ভেলােরজি রামভদ্ৰল , ( ২ ) আয়ালপুরম কে শিবরমণ ।

  1. সানাই বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?

উত্তর :- ( ১ ) ওস্তাদ বিসমিল্লা খান , ( ২ ) বাগেশ্বরী গামার।

  1. কায়েদ – এ – আজম মহম্মদ আলি জিন্নাহ’র প্রিয় ছিল পল রােবসনের কোন গান ?

উত্তর :- The End .

  1. ভারতে কে প্রথম ‘জাজ মিউজিক’ আনেন ?

উত্তর :- কেন ম্যাক (১৯২০ সালে)

  1. ভারতীয় সঙ্গীত শিল্পী মিকি কোরিয়া কোন বাদ্যযন্ত্রে বিখ্যাত ছিলেন ? 

উত্তর :- স্যাক্সোফোন।

  1. গােয়া রাজ্যে কী কী লােকনৃত্য আছে ? 

উত্তর :- ঢালাে, ফুগড়ি, মান্ডাে ও কোরিডিনহাে ।

  1. জন লেনন সঙ্গীতের কোন ক্ষেত্রে বিখ্যাত ?

উত্তর :- বটল গায়ক ।

  1. সঙ্গীতে পুলিৎজার পুরস্কার কবে শুরু হয় ?

উত্তর :- ১৯৪৩ সালে ।

  1. বালমুরলি কৃয়ণ কোন ক্ষেত্রে বিখ্যাত ?

উত্তর :- কর্ণাটকি ঘরাণার কণ্ঠসঙ্গীত শিল্পী ।

  1. ‘সরস্বতী কল্যাণ’ রাগকার সৃষ্ট ?

উত্তর :- আমজাদআলি খান ।

  1. পদ্মা তলােয়ারকর কোন ঘরানার কণ্ঠসঙ্গীত শিল্পী ?

উত্তর :- জয়পুর ঘরানার ।

  1. গুজরাটে নবরাত্রি উৎসবে কোন নাচ হয় ?

উত্তর :- গর্বা ।

  1. ‘ফাগ নাচ’ কোন রাজ্যের লােকনৃত্য ?

উত্তর :- হরিয়ানা ।

  1. ‘গম্ভীরা’ গান গাওয়া হয় কোন দেবতার নামে ?

উত্তর :-  শিব ।

  1. ‘ ঝুমুর ‘ গান মূলত পশ্চিমবঙ্গের কোন জেলায় গাওয়া হয় ?

উত্তর : – পুরুলিয়া জেলায় ।

  1. ‘রণসিংহ’ , ‘কানা’ , তুর’ও ‘কিল্ডারি’ বাদ্য যন্ত্র কোন রাজ্যের লােকনৃত্যের সঙ্গে ব্যবহৃত হয় ?

উত্তর :- হিমাচল প্রদেশ ।

  1. ‘বায়ালাটা’ কোন রাজ্যের লােকনাট্য ?

উত্তর :- কর্ণাটক ।

  1. ‘বাঁশের নৃত্য’ আদিকাল থেকে আছে কোন রাজ্যে ?

উত্তর :- মিজোরাম ।

  1. ‘ভাঙরা’ ছাড়া পাঞ্জাবের আর কী কী লােকনৃত্য আছে ?

উত্তর :- গিদ্দা, ঝুমার, লুদ্দি, জুলি, ডাকারা, ধামাল, সাম্মি, জাগাে ও কিকলি।

  1. কোন রাজ্যের গুম্ফাতে লামাদের মুখােশ নৃত্য আজো বিখ্যাত ?

উত্তর :- সিকিম।

  1. কোন রাজ্যের মন্দিরে ভরতনাট্টম নাচের উদ্ভব ?

উত্তর :- তামিলনাড়ু ।

  1. ‘বিজু’ নাচ কোন সম্প্রদায়ের লােকনৃত্য ?

উত্তর :- ত্রিপুরার চাকমা সম্প্রদায়ের ।

  1. ‘ঘােরিয়া’ নাচ কোন সম্প্রদায়ের লােকনৃত্য ?

উত্তর :- দাদরা ও নগর হাভেলির ‘ডুবল’ উপজাতিদের ।

  1. ওয়াঞো উপজাতিদের ওয়াঞো ওরিয়া নৃত্যোৎসব হয় কোন রাজ্যে ?

উত্তর :- অরুণাচল প্রদেশে ।

  1. ‘কীর্তন’ কোন রাজ্যের নিজস্ব সম্পদ ?

উত্তর :- পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের |

  1. অতুলপ্রসাদ সেন কোন ক্ষেত্রে বিখ্যাত ?

উত্তর :- সঙ্গীত ও কবিতা।

  1. উস্তাদ রশিদ খান কোন ঘরানার মার্গ সঙ্গীত গায়ক ?

উত্তর :- রামপুর ঘরানা।

  1. ভক্তিগীতির গীতিকার ও সুরকার দিলীপ কুমার রায় কী নামে সেকালে পরিচিত ছিলেন ?

উত্তর :- দাদাজি ।

  1. সারা ভারতের জনপ্রিয় ব্যান্ড গায়ক – গায়িকাদের নিয়ে ভারতের কোথায় সুবিখ্যাত ‘রক উৎসব’ হয় ?

উত্তর :- ব্যাঙ্গালােরে |

  1. প্রথম অস্কার পুরস্কার পান কোন চলচ্চিত্রভিনেতা ?

উত্তর :- এপ্রিল জ্যানিংস (১৯২৮ সালে) ।

  1. ‘ঢপ’ কোন শ্রেণির সঙ্গীত ?

উত্তর :- কবিগান 

  1. ‘শিবাঞ্জলী’ রাগটি কার সৃষ্টি ?

উত্তর — সরােদ শিল্পী আমজাদ আলি খান ।

  1. ‘হরি দিন তাে গেল সন্ধ্যা হল’ গানটি কার নামে প্রচলিত ?

উত্তর :- কাঙাল ফকিরচাঁদ ।

  1. ‘পাঁচালী’ গানের সূচনা পশ্চিমবঙ্গে কবে হয় ?

উত্তর :- পঞ্চদশ শতাব্দীতে ।

  1. বাংলায় শেষ শক্তিশালী ‘পাঁচালী’ কবিগান রচয়িতা কে ছিলেন ?

উত্তর :- দাশরথি রায় ।

  1. ব্রজেন্দ্রকুমার দে কোন ক্ষেত্রে বিখ্যাত ছিলেন ?

উত্তর :- যাত্রার পালাকার ।

  1. কোন সুরকার যাত্রায় প্রথম চরিত্রের মুখে গান প্রয়ােগ করেন ?

উত্তর :- ভূতনাথ দাস ।

  1. কেলিকাতার বিখ্যাত যাত্রাদল নট্ট কোম্পানির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর :- বৈকুণ্ঠনাথ নট্ট (১৯১৪ সালে) ।

  1. ‘হুলাবিলা’ গানের অ্যালবামটি কোন বাংলা ব্যান্ডের ?

উত্তর – চন্দ্রবিন্দু ।

  1. পরীক্ষিবালা ও সনজিৎ মন্ডল কোন ধরনের গানে জনপ্রিয় ?

উত্তর :- লােকগীতি ।

  1. মলয়ালামভাষী কোন দুই সঙ্গীতশিল্পী রবীন্দ্রসঙ্গীতে বিখ্যাত ?

উত্তর :- মনােজ মুরলী নায়ার ও মণীষা মুরলী নায়ার ।

  1. কবিয়াল গানে জনপ্রিয় কারা ছিলেন ?

উত্তর :-  ভোলা, ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গী , ভবানী বেনে, রাসু , নিতাই বৈরাগী, রাম বসু, হরণ ঠাকুর, নৃসিংহ ।

  1. পটের গায়করা হিন্দু দেব – দেবীদের নিয়ে গান গাইলেও কোন ধর্মীয় সম্প্রদায়ের ?

উত্তর :- মুসলিম ।

  1. টুসু গান পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় শােনা যায় ?

উত্তর :- পুরুলিয়া , বাঁকুড়া , মেদিনীপুর , হুগলি , বর্ধমান ও বীরভূমে ।

  1. অরুণাচল প্রদেশের আদিবাসীদের কী কী লােকনৃত্য আছে ?

উত্তর :- রােঞ্জি , আজি লামু , হীরী খানী , চালো , সিংহ ও ময়ূর নাচ , পােনাঙ্গ , পােপির , পাসি কোঙ্কি ও রেখম পড়া ।

  1. বিহু ছাড়া অসমের আর কী কী লােকনৃত্য আছে ?

উত্তর :- সাত্রিয়া , ওজাপালি , ঘােষা , ধেমালি ও বাগারূম্বা ।

  1. রাজেন্দ্র গঙ্গানি ও ফতে সিং গঙ্গানি সঙ্গীতের কোন ক্ষেত্রে বিখ্যাত ?

উত্তর :- পাখােয়াজ বাজানােয় ।

  1. কিষাণ মহারাজ কোন ঘরাণার তবলা বাদক ছিলেন ?

উত্তর :- তিহাই ঘরাণ ।

  1. মার্গ সঙ্গীতে বেনারস ঘরাণার প্রতিষ্ঠাতা ছিলেন ?

উত্তর :- পন্ডিত রাম শাহী ।

  1. ঊষা গাঙ্গুলী কোন ক্ষেত্রে বিখ্যাত ?

উত্তর :- হিন্দি নাটক , অভিনয় ও নির্দেশনায় ।

  1. রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীলঙ্কার কোন নৃত্যের কোরিওগ্রাফি তার লেখা নৃত্যনাটয়ে আনেন ?

উত্তর :- কান্ড্যন নৃত্য ও মুখােশ নৃত্য ।

  1. ‘ নাগাস্বরম ’ কী ?

উত্তর :- দক্ষিণ ভারতের যন্ত্র সঙ্গীত ।

  1. সারেঙ্গীতে কটি পিতলের তার থাকে ?

উত্তর :- ১১ টি ।

  1. তানপুরাতে কতগুলি তার থাকে ?

উত্তর :- ৪ টি ।

  1. হার্মোনিয়ামে গান গাওয়ার আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতির বই বাংলায় কে প্রথম লেখেন ?

উত্তর : — জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ।

  1. হিন্দি টপ্পা গানের মূল তাল ও ভাব অক্ষুগ্ন রেখে কে প্রথম বাংলা টপ্পা গান লেখেন ?

উত্তর :- রবীন্দ্রনাথ ঠাকুর ।

  1. আব্বাসউদ্দীন আহমেদ কোন ক্ষেত্রে বিখ্যাত ?

উত্তর :- বাংলার পল্লী সঞ্জীতে ।

  1. ঝুমুর মূলত কোন অঞ্চলের গান ?

উত্তর :- বীরভূম , বাঁকুড়া , মেদিনীপুর , মানভূম , সিংভূম ।

  1. ভাটিয়ালী গান কবে কোথায় প্রথম প্রচলিত হয় ?

উত্তর :- পঞ্চদশ শতাব্দীতে বাংলা , মিথিলা ও আসামে ।

  1. ‘ সরােদ ‘ বাদ্যযন্ত্রে ক’টি তার থাকে ?

 উত্তর :- প্রধান তার ৮ টি , ২ টি চিকারি ও তরবের ৯-১৫টি ।

  1. গীটার বাজানাের বিখ্যাত শিল্পী কে কে ?

উত্তর :- বরুণ পাল , সুনীল গাঙ্গুলী ও বিশ্বমােহন ভাট ।

  1. সন্তুর বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?

উত্তর :- শিবকুমার শর্মা , ভজন সােপােরি ও তরুণ ভট্টাচার্য ।

  1. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩৪ সালে কলম্বাে ও জাফনার কোন নৃত্যনাট্যে অভিনয় করেন ?

উত্তর :- শাপমােচন ।

  1. সুরাবাহার বাদ্যযন্ত্র বাজানােয়বিখ্যাত শিল্পী কে ?

উত্তর :- অন্নপূর্ণা দেবী ( আলাদ্দীন খানের মেয়ে ও রবিশঙ্করের প্রথম স্ত্রী ) ।

  1. সারেঙ্গী বাজানােয় বিখ্যাত কে কে ?

উত্তর :- সুলতান খান , সাবরি খান ও রামনারায়ণ ।

  1. চন্দ্রসারঙ্গ বাদ্যযন্ত্রটি কে আবিষ্কার করেন ?

উত্তর :- উত্তাদ আলাউদ্দীন খাঁ ।

  1. কর্ণাটকী মৃদঙ্গম বাজানােয় বিখ্যাত শিল্পী কে কে ?

উত্তর :- ভেল্লোর জি . রামভদ্রন ও উমায়ালপুরম কে , শিবরমণ ।

Important questions about music and dance Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Important questions about music and dance pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here