Important Question-Answer for Upcoming Exams like WBSSC/WBCS/RAIL/WBP | আগামী WBSSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | পর্ব – ১৮
হ্যালো বন্ধুরা ,
জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় |
তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ( পর্ব – ১৮ ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :-
নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো –
1. বন্ধ্যাত্ব রোগ দেখা যায় কোন ভিটামিনের অভাবে ?
Ans : ভিটামিন – E
2. কোন মেদ কোশে প্রাণীর দেহে ফ্যাট সঞ্চিত হয় ?
3. প্রাণীজ প্রোটিন কেরাটিন কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ?
নখ, ক্ষুর, শিং প্রভৃতি
4. স্বতঃস্ফূর্তভাবে জীবনের মতবাদ দেন কে ?
5. আলফা কণার বিচ্ছুরণ সংক্রান্ত পরীক্ষাটি করেছিলেন কোন বিজ্ঞানী ?
6. দুধে অবস্থিত একটি ডাইস্যাকারাইড টি হলো ?
7. এলকোহল ও এসিডের লবন কে কি বলা হয় ?
8. লিপিডের মুখ্য উপাদান গুলি কি কি ?
অক্সিজেন ও নাইট্রোজেন
9. অ্যানোড রশ্মি কোন প্রকৃতির কণার স্রোত ?
10. নিউট্রন অনুপস্থিত থাকে যে পরমাণু তে সেটি হল –
Ans : প্রোটিয়াম
11. সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি কে বলা হয় ?
12. শ্বসন এর ফলে কোন গ্যাসটি উৎপন্ন হয় ?
13. অবাত শ্বসনে সক্ষম একটি ছত্রাকের নাম কি ?
14. শ্বসনে গতিশক্তিরূপে মুক্ত শক্তির কত অংশ ATP এর মধ্যে আবদ্ধ থাকে ?
15. কোন ভিটামিন ইনসুলিন উৎপাদন নিয়ন্ত্রণে সক্ষম ?
এস্কর্বিক এসিড
16. শিশুদের খাদ্যে প্রোটিনের অভাবে যে অপুষ্টিজনিত রোগ হয় তাকে কি বলে ?
17. উদ্ভিদের কোশপ্রাচীরের উপাদান টি হলো ?
18. জীবজগতের সবচেয়ে ছোট কোশের নাম কি ?
19. প্রোটিন সংশ্লেষে কোন অঙ্গানু সাহায্য করে ?
20. কোন ধরনের শৈবালে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ ঘটে ?
21. পেশীতন্তুর আবরণ কে কি বলা হয় ?
22. হিমোসায়ানিন থাকে এমন প্রাণীর উদাহরণ হল –
Ans : চিংড়ি ও শামুক
23. ক্রেবস চক্র ঘটে কোশের কোন অঙ্গানু তে ?
24. গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সংঘটিত হয় কোশের কোন অঙ্গানু তে ?
25. ব্যাকটেরিয়ার যে অঙ্গানু তে শ্বসন ঘটে তার নাম হল –
Ans : মেসোজোম
26. আলফা কণা নি:সরণকারী একটি মৌল হল ?
27. সবাত শ্বসনে 1 গ্রাম অনু গ্লুকোজ জারিত হয়ে কত পরিমান তাপশক্তি উৎপন্ন হয় ?
28. লাইম ওয়াটারে যে গ্যাস আছে তা হল –
Ans : ক্যালসিয়াম হাইড্রোক্সাইড
29. তামার উপর খোলা বায়ুতে যে সবুজ বর্ণের আস্তরণ পড়ে তার নাম হল –
Ans : বেসিক কপার কার্বনেট
30. উদ্ভিদে ক্লোরোফিল অনু গঠনে প্রয়োজনীয় ধাতব মৌল টি হল –
Ans : ম্যাগনেসিয়াম
31. চোখের রেটিনার সাথে যুক্ত স্নায়ুটি হল –
Ans : অপটিক নার্ভ
32. ডিটারজেন্টের যে উপাদান টি জলের মধ্যে ময়লার
অণুকে প্রলম্বিত রাখে সেটি হল –
Ans : কার্বক্সি মিথাইল সেলুলোজ
33. ঝালাইয়ের কাজে বহুল ব্যবহৃত গ্যাসটি হল –
Ans : এসিটিলিন
34. কোনো পরমাণুর যোজ্যতা কক্ষে সর্বোচ্চ যত
সংখ্যক ইলেকট্রন থাকতে পারে তা হল –
Ans : 8 টি
35. পরমাণুর প্রোটন ও নিউট্রন কে একত্রে কি বলা
হয় ?
36. থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয়, তার নাম হল –
37. দিনের বেলায় আকাশ নীল দেখায় আলোর যে ধর্মের
জন্য তা হল –
Ans : আলোর বিক্ষেপন
38. লেন্সের ক্ষমতার একক হল –
Ans : ডায়াপ্টর
39. প্রিজমে আপাত কোণ বাড়াতে থাকলে চ্যুতি কোণের
কি পরিবর্তন হয় ?
40. তড়িৎ অবিশ্লেষ্য কিন্তু জলে দ্রাব্য এমন
একটি তরল যৌগের উদাহরণ হল –
Ans : ইথাইল অ্যালকোহল
41. আকবর কত সালে আগ্রা ফোর্ট স্থাপন করেন ?
42. পঞ্চমগুরু অর্জুন দেব কে কোন মুঘল সম্রাট
মৃত্যুদন্ড দেন ?
43. দিল্লিতে জামা মসজিদ কোন মুঘল সম্রাট
নির্মাণ করেন ?
44. মুঘল সম্রাট জাহাঙ্গীর নির্মিত মোতিমহল, বর্তমানে কোথায় অবস্থিত ?
45. দিল্লিতে মোতি মসজিদ কে নির্মাণ করেন ?
46. আকবরের রাজসভার প্রধান কবি কে ছিলেন ?
47. কোন সালে পারস্য সম্রাট নাদির শাহ ভারত
আক্রমন করেন ?
48. কোন মুঘল সম্রাট 1701 সালে পানিপথের তৃতীয়
যুদ্ধে মারাঠাদের পরাজিত করেন ?
49. কোন যুদ্ধের পরে পরেই এলাহাবাদের সন্ধি
স্বাক্ষরিত হয় ?
50. রাজা রামমোহন রায় কে রাজা উপাধি দেন কোন
মুঘল সম্রাট ?
আরো পড়ুন :-
51. কোন মারাঠা সম্রাট ‘গো ব্রাহ্মন প্রতিপালক‘ উপাধি গ্রহণ করেন ?
Ans : শিবাজী
52. পুরন্দরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
53. কত সালে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ শুরু হয় ?
54. 1782 সালের কোন সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ
মারাঠা যুদ্ধ সমাপ্ত হয় ?
55. সুরাটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
56. শিবাজীর রাজ্যভিষেক কোন সালে হয়েছিল ?
57. দিল্লী কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি
পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?
58. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারত আক্রমন করেন ?
59. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন সালে মসুলিপত্তনম এ কারখানা স্থাপন করেছিল ?
60. কোন সালে প্রথম জেমস জাহাঙ্গীরের দরবারে নিজের দূত থমাস রো কে পাঠিয়েছিলেন
?
61. মাদ্রাজের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় ?
62. কোন শিখ গুরু অমৃতসর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন ?
63. ইংরেজরা কোন সালে রেল, পোস্ট ও টেলিগ্রাফের সূচনা করেন ?
64. বারদৌলি আন্দোলন কোন রাজ্যে সংঘটিত হয় ?
65. কোন সালের আগস্ট মাসে নেহেরু কমিটি রিপোর্ট পেশ হয় ?
66. কোন সালের 31 শে ডিসেম্বর মধ্যরাত্রে রাভী নদীর তীরে ইনকিলাব জিন্দাবাদ
স্লোগানের মাধ্যমে ত্রিবর্ন রঞ্জিত পতাকা উত্তোলন করা হয় ?
67. ডান্ডি মার্চ শুরু হয় কোন সালে ?
68. কোন সালে সিঙ্গাপুর থেকে সুভাষচন্দ্র বসু ‘দিল্লী চলো‘ যুদ্ধ ধ্বনি দেন ?
69. 1920 সালে আহমেদাবাদ টেক্সটাইল লেবার এসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন ?
70. ‘বন্দেমাতরম‘ এবং ‘দি পাঞ্জাব এন্ড দ্য পিউপিল‘ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
71. মকরক্রান্তি রেখার অক্ষাংশ হল –
Ans : 23.5°S
73. ব্যাসল্ট কোন প্রকৃতির শিলার উদাহরণ ?
74. আল্পস, আন্দিজ, হিমালয় – কোন ধরনের পর্বত ?
75. কিয়োটো সম্মেলন প্রথম গৃহীত হয়েছিল কোন সালে ?
76. সূর্য রশ্মির তাপীয় ফল কোন যন্ত্রের সাহায্যে মাপা যায় ?
77. সামুন নামক উষ্ণ প্রকৃতির বায়ু কোন দেশে বাহিত হয় ?
78. মধ্যগঙ্গা সমভূমিএ দক্ষিণাংশে কোন প্রকৃতির মৃত্তিকা দেখা যায় ?
79. মৌসুমী বায়ুর আগমনের সঙ্গে সম্পর্ক রেখে ভারতে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে
তাকে কি বলে ?
80. তুলা, রেশম এগুলো কোন
প্রকৃতির ফসল ?
81. আঙ্গুর চাষের সাথে সম্পর্কিত কৃষি কে কি বলা হয় ?
Ans : ভিটিকালচার
82. সেন্ট্রাল সিল্ক টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
83. ত্রিবেণী ক্যানাল কোন নদীর উপর অবস্থিত ?
84. হলুদ বিপ্লব কোন উৎপাদনের সাথে সম্পর্কিত ?
85. বৃহত্তম বনভূমি সমৃদ্ধ রাজ্য টি হলো –
Ans : মধ্যপ্রদেশ
86. রোজউড, মেহগিনি – কোন
বনভূমির উদাহরণ ?
87. ট্রপিক্যাল ফরেস্ট্রি রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
88. আন্নামালাই জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
89. ডিহাঙ দিবাঙ বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
90. নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
91. ভারতীয় সংবিধানের স্বতন্ত্র ও নিরপেক্ষ আদালতের ধারণা নেওয়া হয়েছে কোন দেশ
থেকে ?
92. পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে ?
93. ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি তফসিল রয়েছে ?
Ans : 12
টি
টি
94. সংবিধানের কোন অধ্যায়ে তফসিলি ও উপজাতি তালিকার উল্লেখ রয়েছে ?
Ans : পার্ট – X
95. সংবিধানের কোন ধারায় 6 টি অধিকারের সংরক্ষণের কথা বলা হয়েছে ?
Ans : 19 নং ধারা
96. বি পি মন্ডলের নেতৃত্বে কত সালে মন্ডল কমিশন গঠিত হয় ?
Ans : 1979 সালে
97. বীমা সংস্থাগুলি নিয়ন্ত্রণ করে কোন সংস্থা ?
Ans : IRDA
98. প্রথম নরসিংহম কমিটি কোন সালে গঠিত হয় ?
Ans : 1991 সালে
99. EXIM ব্যাংক অর্থাৎ এক্সপোর্ট
ইমপোর্ট ব্যাংক কত সালে স্থাপিত হয় ?
Ans : 1982 সালে
100. ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI)
প্রতীক কি ?
Ans : বাঘ ও তাল গাছ
নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও –
File Details :
File Type : PDF
File Location : Google Drive
No. of pages : 05
File Size : 477 kb
Download :: Click Here To Download
Also Download ::