100+ ভারতের সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ || Important MCQ about constitution of India || pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Important MCQ about constitution of India pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ || Important MCQ about constitution of India || Pdf. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভারতের সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ || Important MCQ about constitution of India || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভারতের সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ || Important MCQ about constitution of India || pdf

1। ভারতীয় সংবিধানের সংশােধনীর ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে ?

(ক) দক্ষিণ আফ্রিকা 

(খ) আমেরিকা 

(গ) কানাডা 

(ঘ) আয়ারল্যান্ড 

উত্তর – (ক) দক্ষিণ আফ্রিকা 

2। ভারতের জাতীয় পতাকা কবে ভারতীয় জনগণকে উৎসর্গ করা হয় ? 

(ক) ৯ ডিসেম্বর ১৯৪৫ 

(খ) ১৪ আগস্ট ১৯৪৭ 

(গ) ২৬ জানুয়ারি ১৯৪৭ 

(ঘ) ১৫ ই আগস্ট ১৯৪৭ 

উত্তর – (খ) ১৪ আগস্ট ১৯৪৭ 

3। ভারতের সংবিধানে কল্যাণকামী রাষ্ট্রের ধারণাটি পাওয়া যায় –

(ক) নির্দেশাত্মক নীতিসমূহে 

(খ) মৌলিক অধিকারের প্রস্তাবনায় 

(গ) মৌলিক কর্তব্যে 

(ঘ) বাক স্বাধীনতার পরিচ্ছেদে 

উত্তর – (ক) নির্দেশাত্মক নীতিসমূহে 

4। ভারতের রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র জমা দেবেন- 

(ক) সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতিকে 

(খ) উপরাষ্ট্রপতিকে 

(গ) বিধানসভার অধ্যক্ষকে 

(ঘ) প্রধানমন্ত্রীকে 

উত্তর – (খ) উপরাষ্ট্রপতিকে 

5। ভারতীয় সংবিধানের কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না ? 

(ক) বন্যপ্রাণীর সংরক্ষণ 

(খ) বিজ্ঞানমনস্কতা 

(গ) সকল ধর্মের প্রতি সহমত পােষণ 

(ঘ) সহমর্মিতাবােধ

উত্তর – (গ) সকল ধর্মের প্রতি সহমত পােষণ 

6। ভারতীয় সংবিধানের রাজ্যসভার মেয়াদ কত বছর ? 

(ক) ৬ বছর 

(খ) ৫ বছর 

(গ) ৪ বছর

(ঘ) ১০ বছর

উত্তর – (ক) ৬ বছর 

7। ভারতের নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ? 

(ক) বারােটি 

(খ) পাঁচটি

(গ) দশটি 

(ঘ) ছয়টি

উত্তর – (ঘ) ছয়টি

8। সংবিধানের প্রস্তাবনায় ৪২ তম সংশােধনে নিম্নলিখিত কোন শব্দগুলি যুক্ত হয়েছে ?

(ক) সার্বভৌম সমাজবাদী 

(খ) সার্বভৌম গণতন্ত্র 

(গ) ধর্মনিরপেক্ষ গণতন্ত্র 

(ঘ) ধর্মনিরপেক্ষ সার্বভৌম 

উত্তর – (ক) সার্বভৌম সমাজবাদী 

9। ভারতের সংবিধান অনুযায়ী কোনাে রাজ্যপালকে –

(ক) রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন 

(খ) ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা 

(গ) রাজ্যমন্ত্রীমণ্ডলীর বিবেচনার দ্বারা 

(ঘ) কোনটাই নয় 

উত্তর – (ক) রাষ্ট্রপতি বরখাস্ত করতে পারেন 

10। ভারতীয় সংবিধানে নিচেরগুলির মধ্যে কোনটির সর্বাধিক প্রভাব দেখা যায় ? 

(ক) ব্রিটেনের সংবিধান 

(খ) কানাডার সংবিধান 

(গ) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান 

(ঘ) আয়ারল্যান্ডের সংবিধান 

উত্তর – (ক) ব্রিটেনের সংবিধান 

11। রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে ? 

(ক) 15

(খ) 25

(গ) 35

(ঘ) 30

উত্তর – (ঘ) 30

12। হাইকোর্টের লেখজারির ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় আছে ? 

(ক) 326 

(খ) 226

(গ) 224

(ঘ) 252

উত্তর – (খ) 226

13। সংবিধানে প্রদত্ত স্বাধীনতার অধিকার কত ধারায় গৃহীত হয় ?

(ক) 25-28

(খ) 25-27

(গ) 24-29 

(ঘ) 27-32 

উত্তর – (ক) 25-28

14। সম্পত্তির অধিকার কততম সংবিধান সংশােধনের মাধ্যমে প্রত্যাহৃত হয়েছে ? 

( ক ) 42

( খ ) 41

( গ ) 44

( ঘ ) 51

উত্তর – ( গ ) 44

15। ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে ? 

( ক ) রাষ্ট্রপতি 

( খ ) উপরাষ্ট্রপতি 

( গ ) লােকসভার স্পিকার 

( ঘ ) প্রধানমন্ত্রী 

উত্তর – ( গ ) লােকসভার স্পিকার 

16| ভারতের বর্তমান সংবিধানে সম্পত্তির অধিকার একটি –

( ক ) বিধিবদ্ধ অধিকার 

( খ ) মৌলিক অধিকার 

( গ ) উত্তরাধিকার 

( ঘ ) কোনােটিই নয় 

উত্তর – ( ক ) বিধিবদ্ধ অধিকার 

17। ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয় ? 

( ক ) 352 

( খ ) 365

( গ ) 356

( ঘ ) 271

উত্তর – ( খ ) 365

18। ভারতের সংবিধানের কোন ধারা লঙ্ঘিত হলে ব্যক্তিকে সরাসরি সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে হয় ?

( ক ) 32 ধারা 

( খ ) 21 ধারা 

( গ ) 28 ধারা 

( ঘ ) 132 ( 1 ) 

উত্তর – ( ক ) 32 ধারা 

19। হাইকোর্টের বিচারপতিদের কে নিয়ােগ করেন ? 

( ক ) রাষ্ট্রপতি 

( খ ) প্রধানমন্ত্রী 

( গ ) লােকসভার অধ্যক্ষ 

( ঘ ) মুখ্যমন্ত্রী 

উত্তর – ( ক ) রাষ্ট্রপতি 

20। ভারতের রাষ্ট্রপতির মেয়াদ কত বছর ?

( ক ) ৮ বছর 

( খ ) ৬ বছর 

( গ ) ৫ বছর

( ঘ ) ১২ বছর 

উত্তর – ( গ ) ৫ বছর

21। ভারতীয় সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিয়ােগ হন ? 

( ক ) রাষ্ট্রপতি

( খ ) প্রধানমন্ত্রী 

( গ ) মুখ্যমন্ত্রী 

( ঘ ) কোনােটাই নয় 

উত্তর – ( ক ) রাষ্ট্রপতি

22। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সংবিধানের কত ধারায় রয়েছে ? 

( ক ) প্রথম 

( খ ) তৃতীয়

( গ ) পঞ্চম 

( ঘ ) চতুর্থ 

উত্তর – ( খ ) তৃতীয়

23। ভারতের সংবিধান কত সালে গৃহীত হয় ? 

( ক ) ১৯৪২ সালে ১৫ আগস্ট 

( খ ) ১৯৪৭ সালে ১৪ আগস্ট 

( গ ) ১৯৪৫ ১ লা জানুয়ারী 

( ঘ ) ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারী 

উত্তর – ( ঘ ) ১৯৫০ সালে ২৬ শে জানুয়ারী 

24| সংসদে মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষিত হয় কততম সংবিধান সংশােধনের মাধ্যমে ? 

( ক ) ১০৭ 

( খ ) ১০৮ 

( গ ) ১১০

( ঘ ) ১৯

উত্তর – ( খ ) ১০৮ 

25। ভারতের প্রতিটি রাজ্যে ‘পাবলিক সার্ভিস কমিশন’ থাকবে – সংবিধানের কত নম্বর ধারায় আছে ? 

( ক ) ৩১৭ 

( খ ) ৩২৫ 

( গ ) ৩২০

( ঘ ) ৩৪৪ 

উত্তর – ( গ ) ৩২০

26। রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হল কত বছর ? 

( ক ) ৪ বছর 

( খ ) ৩ বছর

( গ ) ৫ বছর

( ঘ ) ৭ বছর 

উত্তর – ( গ ) ৫ বছর

27। সাময়িকভাবে মৌলিক অধিকার বাতিল বা স্থগিত করতে পারেন –

( ক ) রাষ্ট্রপতি 

( খ ) প্রধানমন্ত্রী 

( গ ) লােকসভার স্পীকার 

( ঘ ) এদের কেউ নয় |

উত্তর – ( ক ) রাষ্ট্রপতি 

28। অস্পৃশ্যতা দূরীকরণ করা হয়েছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে ?

( ক ) ১৫

( খ ) ১৬

( গ ) ১৭

( ঘ ) ১৮ 

 উত্তর – ( গ ) ১৭

29। সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে কত নম্বর সংবিধান সংশােধনীর মাধ্যমে ?

( ক )৪২

( খ ) ৪৪ 

( গ ) ৪৬ 

( ঘ ) ৪৮ 

উত্তর – ( খ ) ৪৪ 

30। সংবিধান সংশােধন করা যায় কত নম্বর সংবিধান ধারা অনুসারে ? 

( ক ) ৩৬৫ 

( খ ) ৩৬৮ 

( গ ) ৩৬৩ 

( ঘ ) ৩৭৬ 

উত্তর – ( খ ) ৩৬৮ 

31। ভারতের কোন রাজ্যে লােকসভার জন্য সর্বোচ্চ সীট বা আসন পরিলক্ষিত হয় ?

( ক ) উত্তর প্রদেশ 

( খ ) উত্তরাখণ্ড 

( গ ) ঝাড়খণ্ড 

( ঘ ) ছত্রিশগড় 

উত্তর – ( ক ) উত্তর প্রদেশ 

32। লােকসভার গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপনের সময়কে বলে-

( ক ) জিরাে আওয়ার 

( খ ) ফার্স্ট আওয়ার 

( গ ) ওয়ান আওয়ার 

( ঘ ) রিসেশন আওয়ার 

উত্তর – ( ক ) জিরাে আওয়ার 

33। হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত ? 

( ক ) ৬৪ বছর 

( খ ) ৬২

( গ ) ৫৪ 

( ঘ ) ৬০ 

উত্তর – ( খ ) ৬২

34। কোনাে নতুন রাজ্য সৃষ্টি বা তার পুর্নগঠন করা যায় সংবিধানের কত নং ধারার মাধ্যমে ? 

( ক ) ২, ৩ ও ৪

( খ ) ১, ২ ও ৩ 

( গ ) ৩, ৪ ও ৫

( ঘ ) কোনটিই নয় 

উত্তর – ( ক ) ২, ৩ ও ৪

35। লােকসভার স্পীকার অপসারিত হতে পারেন কার দ্বারা ? 

( ক ) প্রধানমন্ত্রী 

( খ ) রাষ্ট্রপতি 

( গ ) ডেপুটি স্পীকার 

( ঘ ) লােকসভার সদস্যগণের দ্বারা 

উত্তর – ( ঘ ) লােকসভার সদস্যগণের দ্বারা 

36। সংবিধানের কত ধারায় অঙ্গরাজ্যগুলিতে সরকারি কর্মচারি নিয়ােগের জন্য জনকৃত্যকে কমিশন গঠনের কথা বলা হয়েছে ? 

( ক ) ৩১৫ ( ১ ) ধারায় 

( খ ) ৩১৬ ( ২ ) ধারায় 

( গ ) ১৪৫ ( ৩ ) ধারায় 

( ঘ ) ৩১৫ ( ৪ ) ধারায় 

উত্তর – ( ক ) ৩১৫ ( ১ ) ধারায় 

37। সংবিধানের কত ধারায় রাজ্য জনকৃত্যকে কমিশনের সদস্যদের অপসারণের ব্যবস্থা আছে ? 

( ক ) ৩১৭ ধারায় 

( খ ) ৩১৯ ধারায় 

( গ ) ২১৬ ধারায় 

( ঘ ) কোনটিই নয় 

উত্তর – ( ক ) ৩১৭ ধারায় 

38। সংবিধানের কোন ধারা অনুসারে একই ব্যক্তি দুই বা ততােধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে থাকতে পারেন ?

( ক ) ১৫২

( খ ) ১৫৩

( গ ) ১৫৪ 

( ঘ ) ১৫৫ 

উত্তর – ( খ ) ১৫৩

39। শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের কোন ধারায় বর্তমান ? 

( ক ) ২৯ এবং ৩০ 

( খ ) ২৬ এবং ২৭ 

( গ ) ২৮ এবং ২৯ 

( ঘ ) ৩১ এবং ৩২

উত্তর – ( ক ) ২৯ এবং ৩০ 

Important MCQ about constitution of India Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- Important MCQ about constitution of India pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download



🔶 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

  1. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

  1. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।

  1. ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

  1. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।

  1. কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?

উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।

  1. ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।

  1. ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?

উত্তর:- ভারতের সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।

  1. ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?

উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

  1. স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?

উত্তর:- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।

  1. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

  1. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।

  1. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।

  1. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?

উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।

  1. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?

উত্তর:- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকারবলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।

  1. লর্ড মাউন্টব্যাটেনেরপর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ?

উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনেরপর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।

  1. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটন।

  1. ভারতের প্রথম গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের প্রথম গভর্নর-জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

  1. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?

উত্তর:- ভারতের শেষ গভর্নর-জেনারেল ছিলেন চক্রবর্তী রাজাগোপাল আচারী।

  1. কোন আইন বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে ?

উত্তর:- ভারতীয় স্বাধীনতা আইন (১৯৪৭) -এর বলে স্বাধীন ভারতের সংবিধান রচিত হয়েছে।

  1. ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তর:- ভারতের সংবিধান রচনার মুসাবিদা কমিটির চেয়ারম্যান ছিলেন ডঃ বি.আর.আম্বেদকর।

  1. ভারতের  সংবিধান রচনায় মূখ্য ভুমিকা কার ছিল ?

উত্তর:- ভারতের  সংবিধান রচনায় মূখ্য ভুমিকা ছিল ডঃ বি.আর.আম্বেদকর -এর।

  1. ভারতের জাতীয় সঙ্গীত কে রচন করেন ?

উত্তর:- ভারতের জাতীয় সঙ্গীত রচন করেন রবীন্দ্রনাথ ঠাকুর।

  1. স্বাধীন ভারতের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?

উত্তর:-  ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় । ভারত এইদিন একটি প্রজাতন্ত্র রাষ্ট্র রূপে ঘোষিত হয়।

24. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।

  1. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন ডঃ রাজেন্দ্রপ্রসাদ।

  1. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে হন ?

উত্তর:- স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন পন্ডিত জওহরলাল নেহরু।

  1. কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন ?

উত্তর:- ১৮ বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকারী হন।

  1. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?

উত্তর- ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভায় সভাপতিত্ব করেন।

  1. লর্ড মাউন্টব্যাটেনের পর কে ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ? 

উত্তর:- লর্ড মাউন্টব্যাটেনের পর চক্রবর্তী রাজাগোপাল আচারী ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন।

  1. ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে কয়টি অঙ্গরাজ্য আছে ?

উত্তর:- ভারতীয় যুক্তরাষ্ট্রে বর্তমানে ২৮টি অঙ্গরাজ্য আছে।

  1. ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন ?

উত্তর:- ভারতের প্রদেশগুলির রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি।

  1. ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন ?

উত্তর:- ভারতের রাষ্ট্রপতি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন।

  1. ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কী ?

উত্তর:- ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম সুপ্রিমকোর্ট।

  1. সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি কার দ্বারা নির্বাচিত হন ?

উত্তর:- সুপ্রিমকোর্টের প্রধান বিচাপতি ভারতের রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন।

  1. ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক কে ?

উত্তর:- ভারতীয় সামরিক বাহিনীত্রয়ের সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here