Important Question-Answer for Upcoming Exams like WBSSC/WBCS/RAIL/WBP | আগামী WBSSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর | পর্ব – ১৯
হ্যালো বন্ধুরা ,
জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় |
তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ইতিহাসের ১০০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ( পর্ব – ১৯ ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :-
নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো –
❏ 1. কোন মোঘল শাসক রুমি ও তুলঘলমা নামক পদ্ধতিতে যুদ্ধ করতেন
?
Ans : ইব্রাহিম লোদী
?
❏ 2. কত সালে ঘর্ঘরার যুদ্ধ সম্পন্ন হয় ?
❏ 3. কৃষ্ণদেব রায়ের পর বিজয়নগরের রাজা কে হন ?
❏ 4. রাজা কৃষ্ণদেব রায় কোন ভাষায় ‘আমুক্ত মাল্যদা‘ নামক
বিখ্যাত গ্রন্থ রচনা করেন ?
❏ 5. দ্বিতীয় হরিহর সিংহাসনে বসার পর তিনি কোন কোন উপাধি নেন
?
❏ 6. সত্যপ্রকাশ ও প্রেমপ্রকাশ গ্রন্থ দুটি কার লেখা ?
❏ 7. তুলসী দাস কোথাকার ভক্তিবাদী আন্দোলনের প্রচারক ছিলেন ?
❏ 8. সুরসাগর ও সুরওয়ালি গ্রন্থ দুটি কে রচনা করেন ?
❏ 9. সুফিদের কত গুলি সম্প্রদায় ছিল কি কি ?
সুহরাবর্দি ও সাত্তারা
❏ 10. বহলুল লোদীর মৃত্যুর পর কে সিকান্দার উপাধি নিয়ে দিল্লির
সিংহাসনে বসেন ?
❏ 11. ‘গজ-ই-সিকান্দার‘
নামক পরিমাপ পদ্ধতি কে প্রবর্তন করেন ?
❏ 12. নগরকোটে বিখ্যাত জ্বালামুখী মন্দির ধ্বংস কে করেছিলেন ?
❏ 13. কত সালে সিকান্দার লোদী আগ্রাতে তাঁর রাজধানী স্থানান্তর
করেন ?
❏ 14. সুলতানী যুগের একমাত্র ব্যক্তি যিনি স্বাধীন সুলতানী নরপতি
উপাধি ধারণ করেছিলেন ?
❏ 15. 1360 সালে পুরীর জগন্নাথ ও ক্যাংড়ায় জ্বালামুখী মন্দির
কে ধ্বংস করেন ?
❏ 16. বেকারদের জন্য কে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু করেন ?
❏ 17. মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে রাজধানী কোথায় স্থানান্তর
করেন ?
❏ 18. গিয়াসউদ্দিন তুঘলকের আসল নাম কি ছিল ?
❏ 19. কোন শাসক দক্ষ গোয়েন্দা প্রথা প্রবর্তন করেছিলেন ?
❏ 20. ‘সিকান্দার-ই-সানি‘
উপাধি গ্রহণ করেন কোন শাসক ?
❏ 21. কথাসরিতসাগর – কার রচনা ?
❏ 22. জয়দেবের গীতগোবিন্দ কোন ভাষায় লেখা ?
❏ 23. তাঞ্জরের রাজেশ্বর মন্দির কোন শিল্পনীতিতে প্রতিষ্ঠিত ?
❏ 24. প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
❏ 25. বিক্রমসেনা বিজয়, আদিপুরাণ – কার লেখা ?
❏ 26. কোন সম্রাট নাসিক থেকে মান্যখেতে তার রাজধানী স্থানান্তর
করেন ?
❏ 27. ঐতিহাসিক পঞ্চমুখ কাকে ‘দক্ষিণের অশোক‘ নামে অভিহিত করেন ?
❏ 28. লক্ষণ সেন কোন ভগবানের উপাসক ছিলেন ?
❏ 29. রাষ্ট্রকুট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
❏ 30. ইলোরার বিখ্যাত শিবমন্দির – কৈলাসনাথের মন্দির নির্মাণ
ঘটে কার আমলে ?
❏ 31. পার্শ্ব অভ্যুদ্বয় –
গ্রন্থটি কার লেখা ?
❏ 32. প্রথম অমোঘবর্ষ কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন ?
❏ 33. রামেশ্বরমে কৃষ্ণেশ্বর মন্দির কে নির্মাণ করেন ?
❏ 34. রাষ্ট্রকুট শাসন ব্যবস্থায় সর্বনিম্ন স্তর কোনটি ছিল ?
❏ 35. কোন যুদ্ধের পর উত্তর ভারতে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত হয়
?
❏ 36. চাঁদোয়ার যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
❏ 37. মেবারের শাসক রানা কুম্ভ কোন রাজবংশের শাসক ছিলেন ?
❏ 38. রাজপুতগণ তাদের রাজ্যকে কতগুলি ভাগে বিভক্ত করে দিতেন
একে কি বলা হত ?
❏ 39. কান্দারিয়া মহাদেব মন্দির কে নির্মাণ করেন ?
❏ 40. অঙ্করভাট মন্দির কে নির্মাণ করেন ?
❏ 41. পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন ?
❏ 42. জয়দেব ছিলেন কোন রাজার সভাকবি ?
❏ 43. মহম্মদ ঘোরি তাঁর পঞ্চম অভিযানের মাধ্যমে কাকে পরাজিত করেন
এবং পাঞ্জাব দখল করেন ?
❏ 44. দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
❏ 45. ইলতুতমিস কোন কোন মুদ্রার প্রচলন করেন ?
❏ 46. লাহোরের শাসনকর্তা কার বিরুদ্ধে বিদ্রোহ করেন ?
আরো পড়ুন :-
❏ 47. ‘দরবেশী সুলতান‘ নামে কে পরিচিত ছিলেন ?
Ans : নাসিরুদ্দিন মামুদ শাহ
❏ 48. খসরু খান কোন উপাধি নিয়ে সিংহাসনে বসেন ?
❏ 49. সৈয়দ বংশের অবসানে সূচনা হয় কোন বংশের ?
❏ 50. বাংলার পশ্চিমাংশ ও বিহার জয় করেন কোন লোদী সম্রাট ?
❏ 51. প্রাচীন প্রস্তর যুগের স্থান হাতনোরা বর্তমানে কোন
রাজ্যে অবস্থিত ?
❏ 52. প্রাচীন প্রস্তর যুগের স্থান সোধিয়া বর্তমানে কোন রাজ্যে
অবস্থিত ?
❏ 53. প্রাচীন প্রস্তর যুগের স্থান সম্বলপুর বর্তমানে কোন রাজ্যে
অবস্থিত ?
❏ 54. প্রাচীন প্রস্তর যুগের স্থান কুর্নুল গুহা বর্তমানে
কোন রাজ্যে অবস্থিত ?
❏ 55. সিন্ধু সভ্যতায় কাফিন কবরের স্থান কোথায় আবিষ্কৃত হয়েছে
?
❏ 56. হরপ্পা স্থান টি কোন নদীর তীরে অবস্থিত ছিল ?
❏ 57. সিন্ধু সভ্যতার বৃহত্তম সাইট টি হলো ?
❏ 58. সিন্ধু সভ্যতায় প্রথম ঘোড়ার হাড়ের সন্ধান কোথায় পাওয়া যায়
?
❏ 59. সিন্ধু সভ্যতার উত্তরতম সীমা কি ছিল ?
❏ 60. সিন্ধু সভ্যতার সবচেয়ে ছোট শহর কোনটি ছিল ?
❏ 61. ভারতবর্ষের মধ্যে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার কোনটি
?
❏ 62. দয়ানন্দ সরস্বতীর মতে আর্যদের মূল উৎপত্তি কোথায় ছিল ?
❏ 63. ব্র্যান্ডস্টেইনের তত্ত্ব অনুসারে আর্যদের মূল উৎপত্তি
কোথায় ছিল ?
❏ 64. কোন বেদ কে ‘মানব জাতির প্রথম আইন‘ বলা হয় ?
❏ 65. ‘বর্ণাশ্রম‘
এর প্রথম উল্লেখ কোথায় করা হয়েছে ?
❏ 66. ঋকবেদের শ্লোকগুলি যারা আবৃত্তি করতেন তাঁদের কি বলা
হত ?
❏ 67. অর্থব বেদে মোট কত গুলি শ্লোক আছে ?
❏ 68. বৃহদারণ্যক কোন বেদের অংশ ?
❏ 69. ঋকবেদে বিয়াস নদীটি কি নামে পরিচিত ছিল ?
❏ 70. ঋকবেদে চেনাব নদীটি কি নামে পরিচিত ছিল ?
❏ 71. অবন্তী মহাজনপদ টি বর্তমানে ভারতের কোন রাজ্যে অবস্থিত
?
❏ 72. কম্বোজ মহাজনপদের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
❏ 73. কোন রাজা চিকিৎসক জীবক কে উজ্জয়িনীতে পাঠিয়েছিলেন ?
❏ 74. প্রথম অক্ষত্রিয় বংশ যারা একশো বছর ধরে রাজত্ব করেছিল ?
❏ 75. দ্বিতীয় জৈন তীর্থঙ্কর অজিতনাথের প্রতীক কি ছিল ?
Ans : হাতি
❏ 76. চোদ্দতম জৈন তীর্থঙ্কর অনন্তনাথের প্রতীক কি ছিল ?
❏ 77. গৌতম বুদ্ধের মহাপরিনির্বান এর প্রতীক কি ছিল ?
❏ 78. গৌতম বুদ্ধের আদি নাম কি ছিল ?
❏ 79. বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলতে কি কি বোঝায় ?
মতবাদ ও বৌদ্ধ ধর্মের আদেশ
❏ 80. বৈশালীতে দ্বিতীত বৌদ্ধ সমাবেশ কত সালে সংঘটিত হয় ?
❏ 81. মহাদেব দেশাই – কোন বিখ্যাত রাজনৈতিক নেতার ব্যক্তিগত সচিব
ছিলেন ?
❏ 82. কত সালে রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসবের উদ্বোধন করেছিলেন
?
❏ 83. রবীন্দ্রনাথ কোন সালে বোলপুরের কাছে শান্তিনিকেতন
প্রতিষ্ঠা করেন ?
❏ 84. ‘থিওসফিক্যাল সোসাইটি ইন ইন্ডিয়া‘ এর উদ্বোধন কে
করেছিলেন ?
❏ 85. ‘দি লোটাস সং‘ ও ‘গীতা‘ কে ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন ?
❏ 86. 1920 সালে এম এন রায় কোন সংগঠন টি প্রতিষ্ঠা করেন ?
❏ 87. 1936 সালে বোম্বেতে বি আর আম্বেদকর কোন সংগঠন টি প্রতিষ্ঠা
করেন ?
❏ 88. ক্যাবিনেট মিশন পরিকল্পনার ভিত্তি করে কংগ্রেস মনোনীত প্রার্থীদের
নিয়ে কোন তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ?
❏ 89. দেশাই লিয়াকত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ?
❏ 90. ‘ডোমিনিয়ন স্ট্যাটাস দরজার পেরেকের মত মৃত বস্তু‘ – উক্তিটি
কার ?
❏ 91. কোন এক্ট কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সফলতা বলা হয়
?
❏ 92. বাল গঙ্গাধর তিলক কোন সালে পুনেতে হোমরুল লীগ শুরু করেন
?
❏ 93. লালা লাজপত রায় কোন সালে ইউএসএ তে ভারতীয় হোমরুল লীগ গঠন
করেন ?
❏ 94. চিদাম্বরম পিল্লাই কোন স্থানের স্বদেশী আন্দোলনের সাথে
যুক্ত ছিলেন ?
❏ 95. সারভারত মুসলীম লীগ কোন সালে গঠিত হয় ?
❏ 96. কোন সালে ভি ডি সাভারকর এবং তার ভাই গণেশ সাভারকর
মিত্র মেলা নামক একটি গুপ্তসভা গঠন করেন ?
❏ 97. ‘দ্য ইন্ডিয়ান সোসিওলজিস্ট‘ নামক মাসিক পত্রিকার
প্রকাশনা কে করেন ?
❏ 98. কোন সালের লখনৌ অধিবেশন দেশে ক্রমবর্দ্ধমান আবেগের ফলে
এক ঐতিহাসিক রূপ নিয়েছিল ?
❏ 99. খেদা সত্যাগ্রহ ভারতের কোন রাজ্যে সংঘটিত হয় ?
❏ 100. প্রত্যক্ষ সংগ্রাম প্রস্তাব কোন তারিখে পাশ হয় ?
নিচে দেওয়া লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও –
File Details :
File Type : PDF
File Location : Google Drive
No. of pages : 05
File Size : 477 kb
Download :: Click Here To Download
Also Download ::