Important General Science MCQ Question-Answer for WBPSC/WBCS/RAIL/WBP | আগামী WBPSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর | Part – 04

 

Important General Science MCQ Question-Answer for WBPSC/WBCS/RAIL/WBP | আগামী WBPSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর | Part – 04          

Important General Science MCQ Question-Answer for GNM-ANM/WBSSC/WBCS/RAIL/WBP

হ্যালো বন্ধুরা , 

                    জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় | 

তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি Important General Science MCQ Question-Answer for Upcoming Exams like WBPSC/WBCS/RAIL/WBP Part – 04 ( ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর পার্ট – 04  ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :- 

নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো – 


1. কৃত্রিম উপায়ে তৈরি প্রথম জৈব যৌগ টি হলো –
[a] মিথেন
[b] ক্লোরোফর্ম
[c] ইউরিয়া
[d] বেঞ্জিন

2. পিতল ও কাঁসা দুটোতেই থাকে নিম্নের কোনটি ?
[a] Zn
[b] Cu
[c] Sn
[d] Ni

3. অ্যামালগামে নিম্নের কোন উপাদানটি থাকবেই ?
[a] Mg
[b] Hg
[c] Ag
[d] Zn

4. LPG এর প্রধান উপাদান হলো –
[a] মিথেন
[b] ইথেন
[c] বিউটেন
[d] প্রোপেন

5. নিম্নের কোন উপাদান কাঁসায় উপস্থিত ?
[a] Cu, Zn
[b] Cu, Ni
[c] Fe, Sn
[d] Cu, Sn

6. গিবসাইট কোন ধাতুর আকরিক ?
[a] Al
[b] Cu
[c] Zn
[d] Mg

7. হাইড্রোজেন সালফাইড গ্যাসটি বাতাস অপেক্ষা –
[a] হালকা
[b] ভারী
[c] একই
[d] কোনটিই নয়
 
8. অ্যামোনিয়ার জলীয় দ্রবনের প্রকৃতি কি রূপ ?
[a] আম্লিক
[b] ক্ষারীয়
[c] উভধর্মী
[d] কোনটিই নয়

9. নিম্নের কোনটি তে সমযোজী বন্ধন দেখা যায় ?
[a] H2SO4 অনুতে
[b] Mg অনুতে
[c] Cl অনুতে
[d] CH4 অনুতে

10. তড়িৎ বিশ্লেষণে তড়িৎশক্তি কোন শক্তিতে রূপান্তরিত
হয়
?
[a] রাসায়নিক শক্তি
[b] শব্দ শক্তি
[c] আলোক শক্তি
[d] তড়িৎ শক্তি

11. নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে
ইলেকট্রন সংখ্যা হলো –
[a] 3
[b] 2
[c] 8
[d] 1

12. নিম্নের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ?
[a] NaCl
[b] Cl
[c] Br
[d] CH3COOH

13. কোন হ্যালোজেন মৌল টি কঠিন ?
[a] ক্লোরিন
[b] পটাশিয়াম
[c] আয়োডিন
[d] সোডিয়াম

14. বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কত গুলি ?
[a] 11
[b] 14
[c] 10
[d] 9

15. সোল্ডার নামক সংকর ধাতুর উপাদান গুলি হলো –
[a] লোহা ও তামা
[b] লোহা ও সীসা
[c] লোহা ও জিঙ্ক
[d] লোহা, তামা, জিঙ্ক

16. কোন ধাতু কে কেরোসিনের নীচে রাখা হয় ?
[a] সোডিয়াম
[b] ম্যাগনেসিয়াম
[c] পারদ
[d] সিজিয়াম

17. স্পর্শ পদ্ধতির মাধ্যমে কোন এসিড প্রস্তুত করা হয়
?
[a] হাইড্রোক্লোরিক এসিড
[b] সালফিউরিক এসিড
[c] নাইট্রিক এসিড
[d] এসিটিক এসিড

18. পর্যায় সারণীর কোন শ্রেণী কে সন্ধিগত মৌলের
শ্রেণী বলা হয়
?
[a] প্রথম
[b] পঞ্চম
[c] শূন্য
[d] অষ্টম

19. কোন গ্যাসটি ইলেকট্রিক বাল্বের মধ্যে থাকে ?
[a] নাইট্রোজেন
[b] অক্সিজেন
[c] কার্বন-ডাই-অক্সাইড
[d] হাইড্রোজেন

20. মরিচাবিহীন ইস্পাত গঠনে কোন ধাতুদ্বয় ব্যবহৃত হয় ?
[a] ক্রোমিয়াম ও স্টিল
[b] দস্তা ও লৌহ
[c] তামা ও লৌহ
[d] লৌহ ও ক্রোমিয়াম

21. রেক্টিফায়ারে কি পরিবর্তন করা হয় ?
[a] AC থেকে AC
[b] AC থেকে DC
[c] DC থেকে AC
[d] DC থেকে DC

22. সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কণাটি কে
সর্বপ্রথম চিন্হিত করা হয়
?
[a] প্রোটন
[b] নিউট্রন
[c] ইলেকট্রন
[d] কোনটিই নয়

23.115. নিম্নের কোনটির মধ্যে দিয়ে এক্স রশ্মি যেতে
পারে না
?
[a] মাংস
[b] হাড়
[c] লোহা
[d] সোনা

24. পজিট্রন কণা কে আবিষ্কার করেন ?
[a] রাদারফোর্ড
[b] নীলস বোর
[c] আন্ডারসন
[d] স্যাডউইক

25. পর্যায় সারণীর কোন পর্যায় টি অসম্পূর্ণ ?
[a] প্রথম
[b] তৃতীয়
[c] পঞ্চম
[d] সপ্তম

26. অস্টক সূত্রের আবিষ্কার কে করেন ?
[a] ডালটন
[b] প্রিস্টলে
[c] নিউল্যান্ড
[d] আরেনহিয়াস

27. নিম্নের কোনটির সাথে ল্যাম্বার্ড তত্ত্ব যুক্ত ?
[a] প্রতিফলন
[b] প্রতিসরণ
[c] ব্যাতিচার
[d] প্রজ্জ্বলন

28. পরমাণুর নিউক্লিয়াসে থাকে –
[a] প্রোটন ও নিউট্রন
[b] প্রোটন
[c] নিউট্রন
[d] কোনটিই নয়

29. নিউক্লিয় বিভাজনের উৎপন্ন শক্তি কে কাজে লাগিয়ে
উৎপন্ন করা হয় –
[a] আলোক শক্তি
[b] চৌম্বক শক্তি
[c] বিদ্যুৎ শক্তি
[d] শব্দ শক্তি

30. নিম্নের কোন ক্ষেত্রে ক্রায়োজেনিক টেকনোলজির
ব্যবহার করা হয়
?
[a] রকেট
[b] সাবমেরিন
[c] নিউক্লিয়ার চুল্লি
[d] মিসাইল

31. নিম্নের কে আলোক তড়িৎ সূত্র আবিষ্কার করেন ?
[a] আইনস্টাইন
[b] ম্যাক্সওয়েল
[c] নিউটন
[d] স্নেল

32. সকল তেজস্ক্রিয় বিভাজন শেষে পাওয়া যায় –
[a] রেডিয়াম
[b] থোরিয়াম
[c] লেড
[d] ইউরেনিয়াম

33. নিম্নের কোন বিজ্ঞানী তাপীয় আয়নন তত্ত্ব প্রবর্তন
করেন
?
[a] মেঘনাদ সাহা
[b] কেপলার
[c] এ বেকারেল
[d] কুলম্ব

34. নিম্নের কোন রশ্মিটির জাড্য ধর্ম নেই ?
[a] ক্যাথোড রশ্মি
[b] এক্স রশ্মি
[c] উভয়
[d] কোনটাই নয়

35. কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা কিসের সমান হয় ?
[a] প্রোটন সংখ্যার
[b] নিউট্রন সংখ্যার
[c] ভরসংখ্যার
[d] সবগুলির

36. নিম্নের কোন মৌলের ভরসংখ্যা ও পারমানবিক সংখ্যা
একই হয়
?
[a] হাইড্রোজেন
[b] নাইট্রোজেন
[c] ইউরেনিয়াম
[d] নিয়ন

37. কোনো মৌলের একটি পরমাণুর ভরকে কোন একক দ্বারা
প্রকাশ করা হয়
?
[a] p.p.m
[b] গ্রাম মোল
[c] a.m.u
[d] কোনটিই নয়

38. ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা কে ছিলেন ?
[a] রাদারফোর্ড
[b] জে জে থমসন
[c] লর্ড কেলভিন
[d] ডিরাক

39. কসমিক রশ্মির প্রকৃতি কি ?
[a] তড়িতাহিত কণা
[b] তড়িৎবিহীন কণা
[c] তড়িদাহিত ও তড়িৎবিহীন কণা
[d] কোনটিই নয়

40. ফোটনের প্রকৃতি কি রূপ ?
[a] ধনাত্মক
[b] ঋণাত্মক
[c] আলোক কণিকা
[d] কোনটিই নয় 

  নিচে দেওয়া লিংক থেকে বাকি প্রশ্নসহ পিডিএফ টি সংগ্রহ করে নাও  

File Details :
File Type : PDF 
File Location : Google Drive 
No. of pages : 08 
File Size : 600 kb


Also Download ::

Leave a comment