Important General Science MCQ Question-Answer for GNM-ANM/WBSSC/WBCS/RAIL/WBP | আগামী GNM-ANM,WBSSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর | Part – 03

 

Important General Science MCQ Question-Answer for GNM-ANM/WBSSC/WBCS/RAIL/WBP | আগামী GNM-ANM,WBSSC,WBP, Rail পরীক্ষাগুলির জন্য ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর | Part – 03          

Important General Science MCQ Question-Answer for GNM-ANM/WBSSC/WBCS/RAIL/WBP

হ্যালো বন্ধুরা , 

                    জব গাইড এডুকেশনে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত | তোমরা জানো ভালো করেই এই সাইটে আমরা প্রতিনিয়ত তোমাদের সুবিধার্থে নিত্য নতুন পোস্ট দিয়ে থাকি যাতে তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে অনেক সাহায্য হয় | 

তাই আজও তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি Important General Science MCQ Question-Answer for Upcoming Exams like GNM-ANM/ WBSSC/WBCS/RAIL/WBP Part – 03 ( ১০০ টি জেনারেল সায়েন্সের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন-উত্তর পার্ট – 03  ) একটি পিডিএফ যেগুলি আগামী WBCS/RAIL/WBP রাজ্য বা কেন্দ্রীয় যেকোনো পরীক্ষার জন্য় খুবই দরকারী হবে | এই প্রশ্ন গুলির মধ্যে অনেক গুলি প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে কোনো না কোনো পরীক্ষায় এসেছে | তবে আর দেরী কেন , এখুনি নিচের লিংক থেকে পিডিএফ টি সংগ্রহ করে নাও :- 

নিচে তোমাদের বোঝার সুবিধার্থে কিছু স্যাম্পেল দেওয়া হলো – 


1. নিম্নের কোন পেশীতে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় ?
[a] সরেখ পেশী
[b] অরেখ পেশী
[c] হৃদপেশী
[d] কোনটাই নয়

2. স্নায়ুতন্ত্রের ক্ষুদ্র প্রবর্ধক যুক্ত অংশটি হলো –
[a] ডেনড্রন
[b] ডেনড্রাইট
[c] অ্যাক্সন
[d] প্রান্ত বুরুশ

3. মায়োলিন আবরণীযুক্ত স্নায়ুকোশ কে বলে –
[a] মেডুলারি নিউরোন
[b] নন-মেডুলারি নিউরোন
[c] নিউরোগ্লিয়া
[d] সোয়ান কোশ

4. একটি নিৰ্দিষ্ট কাজের জন্য কতকগুলি কলা সমন্বিত হয়ে যে কার্যকরী অংশটি গঠিত হয়, তা হলো –
[a] কলা
[b] কোশ
[c] অঙ্গ
[d] তন্তু

5. হৃদপিণ্ডের প্যারেনকাইমা কলা হল –
[a] স্নায়ু
[b] মায়োকার্ডিয়াম
[c] রক্ত
[d] পেরিকার্ডিয়াম

6. ঘামের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া বিনাশক পদার্থটি হলো –
[a] Na
[b] Cl
[c] লাইসোজোম
[d] ভিটামিন – D

7. স্পর্শ, ব্যাথা, বেদনা প্রভৃতি গ্রহণকারী কোশকে বলে –
[a] রিসেপ্টর
[b] এফেক্টর
[c] অ্যাডজাস্টার
[d] সবগুলি সঠিক

8. HCl নি:সৃত হয় পাকস্থলীর নিম্নলিখিত কোশ থেকে
 
[a] অক্সিনটিক
[b] পেপটিক
[c] ল্যামিয়া প্রমিয়া
[d] কোনটিই নয়

9. সুসুন্নাকাণ্ডের আবরণীর নাম হল –
[a] CISF
[b] মেডালা অবলংগটা
[c] মেনিনজেস
[d] প্লুরা

10. শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয় ?
[a] সাইটোজেনেসিস
[b] স্পাৰ্মাটোজেনেসিস
[c] গ্যামেটোজেনেসিস
[d] ওজেনেসিস

11. হ্যাভারসিয়ান তন্ত্রের অংশ –
[a] বৃক্ক
[b] অস্থি
[c] হৃদপিন্ড
[d] মস্তিস্ক

12. গবলেট কোশ নিম্নের কোন গ্রন্থির উদাহরণ ?
[a] হলোক্রাইন
[b] অ্যাপোক্রাইন
[c] মেরোক্রাইন
[d] কোনটিই নয়

13. যোগ কলার উৎপত্তি ঘটে –
[a] এক্টোডার্ম
[b] মেসোডার্ম
[c] এন্ডোডার্ম
[d] সেলোডার্ম

14. প্রোটোপ্লাজমের নামকরণ করেন –
[a] স্লেইডেন
[b] বেন্ড
[c] পার্কিনজি
[d] অল্টম্যান

15. সর্বাপেক্ষা ক্ষুদ্র কোশ অঙ্গাণুটি হলো –
[a] স্ফেরোজোম
[b] রাইবোজোম
[c] লাইসোজোম
[d] পেরক্সিজোম

16. উদ্ভিদের ক্লোরোফিল গঠনে অংশগ্রহণকারী খনিজটি হলো –
[a] Ca
[b] Mn
[c] Mg
[d] Cu

17. প্রহরী কোশের প্রধান কাজ হলো –
[a] পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করা
[b] পত্ররন্ধ্র খুলতে সাহায্য করে
[c] A B উভয়
কাজে সাহায্য করে

[d] লেন্টিসেল খুলতে সাহায্য করে

18. রাত্রে বাস্পমোচন সম্পন্ন করে এমন একটি উদ্ভিদ হলো –
[a] পাথরকুচি
[b] ঘৃতকুমারী
[c] আমগাছ
[d] A B সঠিক

19. এক অনু ATP এর মধ্যে কত শক্তি সঞ্চিত হয় ?
[a] 2.5 Kcal
[b] 6.2 Kcal
[c] 7.4 Kcal
[d] 9.3 Kcal

20. নিম্নলিখিত কোন মৌলের অভাবে নেক্রোসিস রোগ হয় ?
[a] Ca
[b] Na
[c] P
[d] Fe

21. ফুলকপির হুইপটেল রোগের কারণ হলো –
[a] Mg এর অভাব
[b] Mo এর অভাব
[c] B এর অভাব
[d] Cu এর অভাব

22. জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী অপরিহার্খনিজটি হলো –
[a] Ca
[b] Fe
[c] B
[d] Mg

23. CO2 বিজারিত হয় সালোকসংশ্লেষের –
[a] আলোকদশায়
[b] অন্ধকার দশায়
[c] উভয় দশায়
[d] কোনো দশাতেই নয়

24. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আয়ন যুক্ত ইলেকট্রন বাহকটি হলো –
[a] প্লাসটোকুইনন
[b] প্লাস্টোসাইনিন
[c] ফ্ল্যাভোপ্রোটিন
[d] সাইটোক্রম

25. সালোকসংশ্লেষ ঘটে উদ্ভিদের সবুজ পাতার –
[a] স্থায়ী কলায়
[b] জাইলেম কলায়
[c] মেসোফিল কলায়
[d] ফ্লোয়েম কলায়

26. শ্বসনে মোট কত অনু ATP উৎপন্ন হয় ?
[a] 15 অনু
[b] 30 অনু
[c] 8 অনু
[d] 38 অনু

27. কোন ভিটামিনটি ফ্যাটে দ্রবীভূত হয় ?
[a] ভিটামিন B6
[b] ভিটামিন D
[c] ভিটামিন P
[d] ভিটামিন C

28. মানবদেহের মূত্রের pH হলো –
[a] 9.00
[b] 6.00
[c] 8.00
[d] 2.00

29. রক্তের প্রকৃতি হলো –
[a] আম্লিক
[b] ক্ষারীয়
[c] নিষ্ক্রিয়
[d] যে কোন প্রকৃতির

30. বানতেল পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে ?
[a] বট
[b] শাল
[c] রবার
[d] লবঙ্গ

31. ম্যালেরিয়া রোগে কোন রক্তকণিকা ঘাটতি হয় ?
[a] লোহিত রক্তকণিকা
[b] ইওসিনোফিল
[c] বেসোফিল
[d] মনোসাইট

32. ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নিউক্লিক এসিডের প্রকৃতি হলো –
[a] DNA
[b] RNA
[c] RNA DNA
[d] কোনটিই নয়

33. অ্যাসকারিস বা গোলকৃমি মানুষের কোন অঙ্গে পাওয়া যায় ?
[a] ক্ষুদ্রান্ত্র
[b] বৃহদন্ত্র
[c] যকৃৎ
[d] বৃক্ক

34. AIDS কোন পরীক্ষার সাহায্যে চিহ্নিত করা যায় ?
[a] ELISA টেস্ট
[b] VDRL টেস্ট
[c] FTA-ABS টেস্ট
[d] TPHA টেস্ট

35. ফাইটোপথরা 
কোন রোগের জীবাণু ?
[a] গমের মরিচা রোগ
[b] আলুর ধ্বসারোগ
[c] রাইগাছের আর্গটিজম
[d] ধানের রোগ

36. নিচের কোনটি প্রতিরোধে BCG ভ্যাকসিন ব্যবহার করে ?
[a] TB
[b] কুষ্ঠ
[c] খাদ্যে বিষক্রিয়া
[d] কোনটিই নয়

37. রাবিস ভাইরাস কোন রোগের জীবাণু ?
[a] ডেঙ্গুজ্বর
[b] জন্ডিস
[c] জলাতঙ্ক
[d] বসন্ত

38. মানবদেহে আমাশয় রোগ সৃষ্টি করে ?
[a] পাকসিনিয়া
[b] ভিব্ৰিও কলেরি
[c] এন্টামিবা হিস্টোলাইটিকা
[d] ফাইটফথেরা

39. কোন ভাইরাস ঠান্ডা লাগার জন্য দায়ী ?
[a] রুবেল্লা ভাইরাস
[b] ভ্যাকসিনিয়া
[c] রাইনো ভাইরাস
[d] রাবিস ভাইরাস

40. শরীরে Y আকৃতির পলিপেইটাইড শৃঙ্খল কে বলে –
[a] এন্টিজেন
[b] এন্টিবডি
[c] ইমিউনিটি
[d] ডিটারমিন্যান্টস 

  নিচে দেওয়া লিংক থেকে বাকি প্রশ্নসহ পিডিএফ টি সংগ্রহ করে নাও  

File Details :
File Type : PDF 
File Location : Google Drive 
No. of pages : 07 
File Size : 600 kb


Also Download ::

Leave a comment