300+ গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর PDF | Important General Knowledge Questions Answers PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর PDF | Important General Knowledge Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর PDF | Important General Knowledge Questions Answers PDF

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর PDF | Important General Knowledge Questions Answers PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

  1. ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম লেখো।

উত্তর:- এস জয়শংকর

  1. ভারতের বর্তমান আইন ও বিচার মন্ত্রীর নাম লেখো।

উত্তর:- কিরণ রিজিজু

  1. ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রক হিসেবে কে নিযুক্ত আছেন?

উত্তর:- স্মৃতি ইরানি

  1. বর্তমান ভারতের রেলমন্ত্রী পদে কে নিয়োজিত আছেন?

উত্তর:- আশ্বিনী বৈষ্ণব

  1. বর্তমান ভারতের রাজ্য সভাপতি হিসেবে কে নিয়োজিত আছেন

উত্তর:- এম ভেঙ্কাইয়া নাইডু

  1. ভারতে বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে কে নিয়োজিত আছেন?

উত্তর:- ভগবত মন

  1. ভারতের সমস্ত রকমের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কে?

উত্তর:- দ্রৌপদী মুর্মু

  1. ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম লেখো?

উত্তর:- অজিত কুমার দোভাল

  1. পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ কে ?

উত্তর:- বিমান বন্দ্যোপাধ্যায়

  1. পশ্চিমবঙ্গের আইন ও বিচারমন্ত্রী হিসেবে কে নিযুক্ত আছেন?

উত্তর:- মলয় ঘটক

  1. ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিয়োজিত হয়ে থাকে?

উত্তর:- রাষ্ট্রপতি

  1. হরিজন সেবক সংঘের প্রথম সভাপতি কে ছিল?

উত্তর:- জি ডি বিড়লা

  1. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি?

উত্তর:- বাংলাদেশ।

  1. পশ্চিমবঙ্গের বেশিরভাগ কি দ্বারা বেষ্টিত?

উত্তর:- স্থল ভাগ।

  1. পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি?

উত্তর:- দক্ষিণ 24 পরগনা।

  1. ১৯১৬ খ্রিস্টাব্দে কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন?

উত্তর:- অম্বিকা চরণ মজুমদার

  1. কংগ্রেস স্বরাজ তহবিলে ১ কোটি টাকা তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিসের জন্য?

উত্তর:- বাল গঙ্গাধর তিলকের স্মারক তৈরি করার জন্য

  1. সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ভারতে কত সালে আত্মপ্রকাশ করেছিল?

উত্তর:- ১৯০৯ সালে।

  1. ১৯৩৭ খ্রিস্টাব্দে কোন দুটি রাজ্যের মধ্যে অকংগ্রেসী মন্ত্রী পরিষদ ছিল?

উত্তর:- বাংলা ও পাঞ্জাব

  1. বিশ্বে রেশম উৎপাদনে ভারতের স্থান কত?

উত্তর:- দ্বিতীয়

  1. গ্লাসগো কোন নদী তীরবর্তী শহর?

উত্তর:- ক্লাইড

  1. মারিয়ানা খাত কোন মহাসাগরের মধ্যে অবস্থিত?

উত্তর:- প্রশান্ত মহাসাগর।

  1. কোন গ্রন্থিটি থেকে ACTH -এর ক্ষরণ হয়?

উত্তর:- পিটুইটারি

  1. কবি চন্ডীদাসের জন্মস্থান কোন জেলায়?

উত্তর:- বীরভূম

  1. “An Idealist view of Life” বইটি কার লেখা?

উত্তর:- ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ

  1. কাবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তক কে করেছিলেন?

উত্তর:- শেরশাহ

  1. ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়ে থাকে?

উত্তর:- উত্তল

  1. প্রটোকল বলতে কী বোঝো?

উত্তর:- নেটওয়ার্কের মাধ্যমে ডাটা পাঠানোর কয়েকটি নির্দিষ্ট নিয়মাবলী।

  1. কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন হয়?

উত্তর:- অনুচ্ছেদ – ৩৬৮

  1. সন্তোষ ট্রফি -এটি কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তর:- ফুটবল

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

File Name:-  Important General Knowledge Questions Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।