গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Important General Knowledge MCQ in Bengali

গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্নোত্তর | Important General Knowledge MCQ in Bengali

1. কোন বছর থেকে অস্কার দেওয়া শুরু হয়?
(a) ১৯০৩
(b) ১৯২২
(c) ১৯২৯
(d) ১৯৩২

উত্তর:- (c) ১৯২৯

2. ভারতে GST চালু হয় কবে থেকে?
(a) ১৯৯৯
(b) ২০০৫
(c) ২০১৫
(d) ২০১৭

উত্তর:- (d) ২০১৭

3. সত‍্যমঙ্গল টাইগার রিজার্ভ কোন রাজ‍্যে অবস্থিত?
(a) রাজস্থান
(b) তামিলনাড়ু
(c) অন্ধ্রপ্রদেশ
(d) কর্ণাটক

উত্তর:- (b) তামিলনাড়ু

4. কোন শহরকে টাইগার গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়?
(a) লখনউ
(b) দেরাদূন
(c) আগ্রা
(d) নাগপুর

উত্তর:- (d) নাগপুর

5. মানব শরীরের রক্ত বিশুদ্ধিকরণের জন্য কোন অঙ্গটি কাজে লাগে?
(a) বৃক্ক
(b) যকৃত
(c) ফুসফুস
(d) প্লীহা

উত্তর:- (a) বৃক্ক

6. ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালিত হয়?
(a) ১৫ই জানুয়ারি
(b) ১৫ই এপ্রিল
(c) ১৫ই মার্চ
(d) ১৫ই অক্টোবর

উত্তর:- (c) ১৫ই মার্চ

7. লুমেন কিসের একক?
(a) দীপ্তি প্রবাহের
(b) আলোর পরিমাণের
(c) বলের
(d) শক্তির

উত্তর:- (a) দীপ্তি প্রবাহের

8. লিউকেমিয়া কি কারণে হয়?
(a) শ্বেত রক্তকণিকা হ্রাস পেলে
(b) শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে
(c) লোহিত রক্তকণিকা বৃদ্ধি পেলে
(d) লোহিত রক্তকণিকা হ্রাস পেলে

উত্তর:- (b) শ্বেত রক্তকণিকা বৃদ্ধি পেলে

9. ১৯১৬ সালে হোমরুল লিগ প্রতিষ্ঠা করেন কে?
(a) অ্যানি বেসান্ত
(b) মহাত্মা গান্ধী
(c) রাসবিহারী বসু
(d) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর:- (a) অ্যানি বেসান্ত

10. বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?
(a) আলিবর্দী খা‍ঁ
(b) মুর্শিদকুলি খাঁ
(c) নবাব সিরাজ-ইদ-দৌলা
(d) শশাঙ্ক

উত্তর:- (d) শশাঙ্ক।