অ্যাসিড-বৃষ্টির কারণ ও প্রভাব || Important Causes and Effects of Acid Rain ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Causes and effects of acid rain. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে অ্যাসিড-বৃষ্টির কারণ ও প্রভাব || Causes and effects of acid rain ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই অ্যাসিড-বৃষ্টির কারণ ও প্রভাব || Causes and effects of acid rain || টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

অ্যাসিড-বৃষ্টির কারণ ও প্রভাব || Causes and effects of acid rain ||

বায়ুমণ্ডলে শিশির, তুষার ও বৃষ্টির জলের সঙ্গে মিশে বাতাসে ভাসমান হাইড্রোজেন ক্লোরাইড, নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড প্রভৃতি পদার্থের অধঃক্ষেপণকে অ্যাসিড- বৃষ্টি বলে।

অ্যাসিড-বৃষ্টির কারণঃ- বৃষ্টির জলে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পেলে অ্যাসিড-বৃষ্টির সৃষ্টি হয়। সাধারণত বায়ুমণ্ডলে অক্সিজেন ও ভাসমান ধূলিকণাগুলি জলের সঙ্গে আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালফার ডাইঅক্লাইড সৃষ্টি করে। এ ছাড়া মনুষ্যসৃষ্ট ক্রিয়া তথা জীবাশ্ম জ্বালানির দহন , সালফাইড আকরিক থেকে সালফার নিষ্কাশন, সিসা, দস্তা এবং তামা নিষ্কাশনের চুল্লি থেকে সালফার ডাইঅক্লাইড বাতাসে মেশে। আবার, বিভিন্ন নাইট্রোজেন ও সালফারঘটিত অক্লাই ড আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড সৃষ্টি করে। তা ছাড়া যানবাহনের এগ্‌জস্ট্, পাওয়ার হাউস ও ধাতু নিষ্কাশনের চুল্লি থেকে নির্গত নাইট্রোজেন অক্লাইড বাতাসে মিশে যায়। এই ধরনের রাসায়নিক পদার্থগুলি বাতাসে ভাসমান জলকণার সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে শিশির, তুষার ও বৃষ্টির জলের সঙ্গে অ্যাসিড-বৃষ্টি রূপে পৃথিবীপৃষ্ঠে অধঃক্ষিপ্ত হয়।

অ্যাসিড-বৃষ্টির ক্ষতিকর প্রভাবঃ-

(১) মৃত্তিকার উৎপাদন ক্ষমতা হ্রাসঃ- অ্যাসিডবৃষ্টির ফলে মৃত্তিকার উৎপাদন ক্ষমতা কমে যায়। বিভিন্ন ধরনের শাকসবজি মটর, আলু প্রভৃতির ফলন কম হয়।

(২) জলদূষণ বৃদ্ধিঃ- সাধারণত অম্লধর্মী মৃত্তিকার বিভিন্ন ধাতু যেমন – প্রবেশ করে জলদূষণ বৃদ্ধি করে।

(৩) জলজ পরিবেশের ভারসাম্য নষ্টঃ- তামা, দস্তা, অ্যালুমিনিয়াম প্রভৃতি মাটির গভীরে অ্যাসিড – বৃষ্টির ফলে জলজ খাদ্যশৃঙ্খল বিনষ্ট হয়। অনেক মাছ, শৈবাল ও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া অ্যাসিড – বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়।

(৪) অরণ্যনিধনঃ- অ্যাসিড-বৃষ্টির ফলে বীজের অঙ্কুরোদ্‌গম বাধা পায়, উদ্ভিদের পাতা বিনষ্ট হয় এবং পাতার ওপরের অংশে ছোপ পড়ে।

(৫) মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাবঃ- অ্যাসিড বৃষ্টির ফলে মানুষের ত্বক কোশের অস্বাভাবিক পরিবর্তন, স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।

(৬) পশুপাখির সংখ্যা হ্রাসঃ- অ্যাসিড-বৃষ্টির ফলে কোনো অঞ্চলে পশুপাখির সংখ্যা হ্রাস পায়। যেমন – ভারতের ভরতপুর পাখিরালয় হ্রদের জলে সালফার ডাইঅক্লাইড ক্রমাগত বৃদ্ধির ফলে পরিযায়ী পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে।

(৭) স্থাপত্যশিল্প ও স্মৃতিসৌধ ক্ষয়ঃ- অ্যাসিড- বৃষ্টির প্রভাবে স্থাপত্যশিল্প, স্মৃতিসৌধ, মনুমেন্ট ও অট্টালিকা ক্ষতিগ্রস্ত হয়। যেমন – ভারতের আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা প্রভৃতি অ্যাসিড- বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

🔲 অ্যাসিড-বৃষ্টি নিয়ন্ত্রণের উপায়ঃ-

(১) জীবাশ্ম জ্বালানির যথেচ্ছ ব্যবহার হ্রাস।

(২) ধাতু নিষ্কাশন চুল্লি থেকে নির্গত গ্যাস ও ধোঁয়া পরিশ্রুত করার উদ্যোগ।

(৩) জীবাশ্ম জ্বালানির ব্যবহারকারী ইঞ্জিনের পরিবর্তন ইত্যাদি।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।