Importance of the Faraji movement || ফরাজি আন্দোলনের গুরুত্ব

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি Importance of the Faraji movement || ফরাজি আন্দোলনের গুরুত্ব. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছেImportance of the Faraji movement || ফরাজি আন্দোলনের গুরুত্ব ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই Importance of the Faraji movement || ফরাজি আন্দোলনের গুরুত্ব || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।



🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘

[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

Importance of the Faraji movement || ফরাজি আন্দোলনের গুরুত্ব

ফরাজি আন্দোলনঃ- উনিশ শতকের প্রথম দিকে বর্তমান বাংলাদেশের ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা প্রভৃতি স্থানে মুসলিমদের মধ্যে হাজি শরিয়তউল্লার নেতৃত্বে যে ধর্মীয় সংস্কার আন্দোলন শুরু হয়েছিল তা ফরাজি আন্দোলনে নামে পরিচিত। ফরাজি শব্দের অর্থ ‘অবশ্য পালনীয় কর্তব্য’।

❏ ফরাজি আন্দোলনে দুদুমিয়ার ভূমিকাঃ- হাজি শরিয়তউল্লা প্রবর্তিত এই আন্দোলনকে একটি সুসংহত রূপ দিয়েছিলেন তাঁর পুত্র দুদুমিয়া বা মহম্মদ মহসিন। তাঁর নেতৃত্বে ফরাজি আন্দোলন আরও বিস্তার লাভ করে। সুসংঘবদ্ধ আন্দোলনতিনি কৃষকদের জমিদার ও নীলকরদের অত্যাচার থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে তাদেরকে সংঘবদ্ধ করে তোলেন। তিনি ঘোষণা করেন সকল মানুষই সমান। জমির মালিক হলেন ঈশ্বর। সুতরাং, জমিদারদের খাজনা আদায়ের কোনো অধিকার নেই। এই প্রচারের ফলে কৃষকদের মধ্যে বিদ্রোহের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। মহাজন, জমিদার, নীলকর এবং এদের সহযোগী ইংরেজদের বিরুদ্ধে তারা আন্দোলন সংগঠিত করে।



❏ অপূর্ব সাংগঠনিক শক্তি আন্দোলনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অপূর্ব সাংগঠনিক প্রতিভার অধিকারী দুদুমিয়া এই আন্দোলনের একটি সাংগঠনিক কাঠামো প্রস্তুত করেন যা ‘ফরাজি খিলাফত্তন্ত্র’ নামে পরিচিত। তিনি সংগঠনের নিজস্ব লাঠিয়াল বাহিনী তৈরি করেন। পূর্ব বাংলাকে কয়েকটা অঞ্চলে ভাগ করে প্রতিটি বিভাগের দায়িত্ব এক-একজন খলিফার হাতে দেওয়া হয়। ড. এস. বি. চৌধুরীর মতে, দুদুমিয়া তার অনুগামীদের কাছে একাধারে ধর্মীয় ও রাজনৈতিক স্বাধীনতার জ্বলন্ত প্রতীক ছিলেন।

❏ প্রসারঃ- ফরিদপুর, ঢাকা, পাবনা, বাখরগঞ্জ, যশোর, নোয়াখালি প্রভৃতি স্থানে এই আন্দোলন ব্যাপক প্রসার লাভ করেছিল। জমিদারদের বিরুদ্ধে এই আন্দোলনে শুরু হলেও ক্রমে এটি ব্রিটিশ-বিরোধী আন্দোলনে পরিণত হয়।

ফরাজি আন্দোলনের গুরুত্বঃ-

(১) ফরাজি আন্দোলন ছিল মূলত কৃষক বিদ্রোহ। যদিও এতে ধর্মীয় রং -এর ছোঁয়া লেগেছিল, তবুও এই আন্দোলনের মূল শক্তি ছিল কৃষকদের ক্ষোভ ও অসত্তোষ (The Farazi movement was essentially an agrarian movement ……….. though the demands were carefully dressed up in religious catchwords.)

(২) শুধু মুসলমান কৃষকরাই নয়, অনেক হিন্দু কৃষকও এই আন্দোলনে যোগ দিয়েছিলেন । ধর্মীয় সংস্কারের লক্ষ্য থেকে এই আন্দোলন রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পরিচালিত হয়েছিল। (Thus a religious movement aiming at purer standards of the ‘faith’ was turned to secular ends.)। নরহরি কবিরাজও বলেছেন, ধর্মের নামে ফরাজি আন্দোলন শুরু হলেও তা সম্পূর্ণভাবে একটি আন্দোলনে পরিণত হয়েছিল।

(৩) অভিহিত দত্তের মতে, ফরাজিরা ব্রিটিশ সাম্রাজ্যের উচ্ছেদ করতে না পারলেও বাংলা থেকে ব্রিটিশ শাসনের অবসান চেয়েছিল।

🔲 কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ-

১. কোন মহাজনপদে বুদ্ধ দেহত্যাগ করেছিলেন ?

উত্তর : মল

২. আলেকজান্ডার কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?

উত্তর : ব্যবিলন

৩. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর : মহাপদ্ম নন্দ

৪. প্রাচীন কালের কলিঙ্গ রাজ্যের সবথেকে বড় শাসক কে ছিলেন ?

উত্তর : কারাবেলা

৫. শিশু নাগবংশ কোন মহাজনপদ ধ্বংসের পর শুরু হয়েছিল ?

উত্তর : অবন্তী

৬. কোন সাম্রাজ্য প্রাচীন ভারতের অন্তর্ভুক্ত ছিল না ?

উত্তর : হাম্পি ।

৭. বিম্বিসারের কোন রাজ্যের সাথে শত্রুতা ছিল ?

উত্তর : অঙ্গ

৮. কোন শাসক আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

৯. অর্থশাস্ত্রে কোন বিষয়ের উল্লেখ আছে ?

উত্তর : রাষ্ট্রনীতি

১০. চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য উত্তর – পশ্চিম ভারতে কতদূর বিস্তার লাভ করেছিল ?

উত্তর : হিন্দকুশ

১১. অশোকের সাম্রাজ্য কোন শতাব্দীতে বিস্তার লাভ করেছিল ?

উত্তর : খ্রীঃ পূঃ তৃতীয় শতকে

১২. প্রাচীন কোন মহাজনপদ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল ?

উত্তর : বাৎস ।

১৩. শত্রু নিধনকারী বা অমিত্রগাথা হিসেবে কোন শাসক পরিচিত ছিলেন ?

উত্তর : বিন্দুসার

১৪. কৌটিল্য কোন ভারতীয় শাসকের প্রধানমন্ত্রী ছিলেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য ১৫.খ্ৰীঃ পূঃ ৩২২ শতকে কে মগধের সিংহাসন দখল করেন ?

উত্তর : চন্দ্রগুপ্ত মৌর্য

১৬. ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান কারা করেছিল ?

উত্তর : প্রথম দরিয়াস

১৭. প্রাচীন ভারতে মগধের রাজধানী কোথায় ছিল ?

উত্তর : রাজগীর

১৮. কোন শাসক তার রাজধানী রাজগীর থেকে পাটালিপুত্রে স্থানান্তরিত করেন ?

উত্তর : উদ্যয়িন

১৯. খ্ৰীঃ পূঃ ষষ্ঠ শতকে মগধের প্রথম শাসক কে ছিলেন ?

উত্তর : বিম্বিসার

২০. কোন শাসক তার রাজধানী পাটালিপুত্র থেকে বৈশালীতে স্থানান্তরিত করেন ?

উত্তর : শিশুনাগ

২১. পুরু কোন যুদ্ধে আলেকজান্ডারের কাছে হেরে যান ?

উত্তর : হাইডাসপাস

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।