আইন অমান্য আন্দোলনের গুরুত্ব | Importance of Civil Disobedience Movement in India
■ প্রশ্ন:- আইন অমান্য আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। (Importance of Civil Disobedience Movement India).
■ উত্তর:- ❏ গুরুত্ব:- আইন অমান্য আন্দোলনের যে লক্ষ্য ছিল অর্থাৎ, পূর্ণ স্বরাজ অর্জন করা তা পূরণে ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা আন্দোলনে এর গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, In spite of its failure to achieve the goal, the Civil Disobedience Movement, which came to a seemingly ingnoble end, had a great value and importance in India’s struggle for Swaraj.
● (১) এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ অকুতোভয়ে ইংরেজদের বিরুদ্ধে সত্যাগ্রহী সংগ্রামে অংশ নিয়েছিল।
● (২) এই আন্দোলনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
● (৩) ধনী-দরিদ্র, শহুরে, গ্রাম্য, কৃষক, শ্রমিক সকল শ্রেণির ভারতীয় নারী এই আন্দোলনে ঝাঁপিয়ে পুলিশের অকথ্য অত্যাচার অগ্রাহ্য করে সত্যাগ্রহ করেন। কৃষক শ্রেণিও প্রবল উৎসাহে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। এভাবে কংগ্রেসের আন্দোলন একটা জাতীয় রূপ গ্রহণ করে।
● (8) স্বদেশি বস্ত্র শিল্পের প্রসার ঘটে।
● (৫) এই আন্দোলনের মাধ্যমেই জাতীয় ঐক্য, আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্পের রূপ পরিলক্ষিত হয়।
● (৬) শুধু তাই নয়, ভারতের জাতীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যায় রূপান্তরিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের নগ্ন চেহারা বিশ্বের সামনে পরিস্ফুটিত হয়েছিল। রজনীপাম দত্তর মতে এর ফলে ব্রিটিশ সরকারের নৈতিক সম্মান নষ্ট হয়েছিল।