আইন অমান্য আন্দোলনের গুরুত্ব | Importance of civil Disobedience Movement
■ প্রশ্ন:- আইন অমান্য আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। (Importance of civil Disobedience Movement).
■ উত্তর:: আইন অমান্য আন্দোলনের গুরুত্ব গুরুত্ব:-আইন অমান্য আন্দোলনের যে লক্ষ্য ছিল অর্থাৎ, পূর্ণ স্বরাজ অর্জন করা তা পূরণে ব্যর্থ হলেও ভারতের স্বাধীনতা আন্দোলনে এর গুরুত্ব অপরিসীম। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, In spite of its failure to achieve the goal, the Civil Disobedience Movement, which came to a seemingly ingnoble end, had a great value and importance in India’s struggle for Swaraj.
● (১) এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ অকুতোভয়ে ইংরেজদের বিরুদ্ধে সত্যাগ্রহী সংগ্রামে অংশ নিয়েছিল।
● (২) এই আন্দোলনে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ধনী-দরিদ্র, শহুরে, গ্রাম্য, কৃষক, শ্রমিক সকল শ্রেণির ভারতীয় নারী এই আন্দোলনে ঝাঁপিয়ে পুলিশের অকথ্য অত্যাচার অগ্রাহ্য করে সত্যাগ্রহ করেন।
● (৩) কৃষক শ্রেণিও প্রবল উৎসাহে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল।
● (৪) এভাবে কংগ্রেসের আন্দোলন একটা জাতীয় রূপ গ্রহণ করে। স্বদেশি বস্ত্র শিল্পের প্রসার ঘটে।
● (৫) এই আন্দোলনের মাধ্যমেই জাতীয় ঐক্য, আত্মবিশ্বাস, দৃঢ় সংকল্পের রূপ পরিলক্ষিত হয়।
● (৬) শুধু তাই নয়, ভারতের জাতীয় সমস্যা আন্তর্জাতিক সমস্যায় রূপান্তরিত হয়। ব্রিটিশ সাম্রাজ্যবাদের নগ্ন চেহারা বিশ্বের সামনে পরিস্ফুটিত হয়েছিল। রজনীপাম দত্তর মতে এর ফলে ব্রিটিশ সরকারের নৈতিক সম্মান নষ্ট হয়েছিল।