ব্রিটিশ শাসনকালে ইলবার্ট বিল আন্দোলন | Ilbert Bill Movement and Importance

ব্রিটিশ শাসনকালে ইলবার্ট বিল আন্দোলন | Ilbert Bill Movement and Importance

■ প্রশ্ন:- ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কী ছিল? অথবা, টীকা লেখো — ইলবার্ট বিল আন্দোলন। (Ilbert Bill Movement and Importance).

■ উত্তর:- ❏ ইলবার্ট বিল:- ১৮৭৩ খ্রিস্টাব্দের ফৌজদারি আইন অনুযায়ী প্রেসিডেন্সি আদালত ছাড়া অন্য কোনো আদালতের ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারত না। উদারপন্থী বড়োলাট লর্ড রিপন এই বৈষম্য দূর করতে তাঁর আইনসদস্য ইলবার্টকে পরামর্শ দেন। ইলবার্ট একটি খসড়া আইন তৈরি করেন যাতে ভারতীয় বিচারকদের ইউরোপীয় বিচারকদের সমান মর্যাদা ও ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়। এটিই ইলবার্ট বিল নামে পরিচিত।

■ আন্দোলন ও ফলাফল:- এই খসড়া প্রস্তাবের বিরুদ্ধে ইউরোপীয়রা প্রবল আন্দোলন শুরু করে। এমনকি তারা বড়োলাট লর্ড রিপনকেও তীব্র ধিক্কার জ্ঞাপন ও ভীতি প্রদর্শন করে। সুরেন্দ্রনাথের নেতৃত্বে ভারতীয়রাও ইলবার্ট বিলের সমর্থনে প্রচার করেন। ইউরোপীয়দের তীব্র প্রতিবাদে লর্ড রিপন নতি স্বীকারে বাধ্য হন। ঠিক হয় ভারতীয় বিচারকরা ইউরোপীয় জুরির সাহায্যে ইউরোপীয় আসামিদের বিচার করতে পারবে।

■ ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব:-

● (১) এই ঘটনায় ব্রিটিশ ও ভারতীয়দের মধ্যে বৈষম্য আরও তীব্র হয়ে উঠল।

● (২) ভারতীয়রা উপলব্ধি করল তাদের দাবিদাওয়া আদায় করতে হলে সংঘবদ্ধভাবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে।

● (৩) এই আন্দোলন ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে আরও শক্তিশালী করে তুলেছিল।

● (8) জাতীয় মর্যাদা সম্পর্কে ভারতীয়দের সচেতনতা বৃদ্ধি পায়।