ICMR-NCDIR -তে বিপুল পরিমাণে চাকরির সুযোগ | ICMR-NCDIR Recruitment 2023
চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ICMR-NCDIR Recruitment 2023 আপনার জন্য নিয়ে এসেছে ডেটা এন্ট্রি অপারেটর, প্রজেক্ট অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার সহ একাধিক পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে National Center for Disease Informatics and Research (ICMR-NCDIR) তে নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।
■ নিয়োগকারী সংস্থা:-
National Center for Disease Informatics and Research (ICMR-NCDIR)
■ পদের নাম:- ডেটা এন্ট্রি অপারেটর, প্রজেক্ট অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, প্রজেক্ট টেকনিক্যাল অফিসার পদ।
■ আবেদন শুরুর তারিখ:- আবেদন প্রক্রিয়া চলছে।
■ আবেদন শেষের তারিখ:- ৯ জানুয়ারি, ২০২৩
■ আবেদনের মাধ্যম:- অনলাইনে আবেদন করতে হবে।
■ আরো চাকরির খবর:-
■ আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিতে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
■ ICMR-NCDIR -তে বিপুল পরিমাণে চাকরির সুযোগ
■ মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্সে বিপুল পরিমাণে চাকরির সুযোগ
■ কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি
■ শূন্যপদের সংখ্যা:- মোট ২৮টি শূন্যপদ রয়েছে
■ কর্মস্থল:- সমগ্র ভারত জুড়ে
■ শূন্যপদের বিভাজন:-
প্রজেক্ট সায়েন্টিস্ট– সি (মেডিকেল)- ৩টি পদ আছে। প্রজেক্ট সায়েন্টিস্ট– বি (মেডিকেল)- ৫টি পদ, রিসার্চ অ্যাসোসিয়েট -৩- ১টি পদ আছে। প্রজেক্ট টেকনিক্যাল অফিসার (স্ট্যাটিক্স)- ১টি পদ, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট- ১টি পদ, কম্পিউটার প্রোগ্রামার (এ গ্রেড)- ৪টি পদ, কম্পিউটার প্রোগ্রামার (বি গ্রেড)- ২টি পদ, ডেটা এন্ট্রি অপারেটর- ২টি পদ, ডেটা এন্ট্রি অপারেটর (এ গ্রেড)- ৪টি পদ, প্রজেক্ট অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট- ২টি পদ, সিনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট- ১টি পদ আছে।
■ আবেদন পদ্ধতি:-
আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রটি ই-মেলের মাধ্যমে এই আইডিতে adm.nedir@gov.in পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও জন্ম তারিখের প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, আইডি প্রুফ (প্যান/ভোটার আইডি/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি), সমস্ত ডকুমেন্টের তিন সেট করে ফটোকপি, এসসি/এসটি/ওবিসি/ইডব্লুএস/পিডব্লুডি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ইত্যাদি পাঠাতে হবে।
■ প্রয়োজনীয় নথিপত্র:-
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি