উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | HS History Questions and Answers | Part-14

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি HS History Questions and Answers. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | HS History Questions and Answers ||. নিচে  Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | HS History Questions and Answers || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | HS History Questions and Answers



  1. এক বাঙ্গালি পণ্ডিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রধান ছিলেন | কে তিনি ? 

( A ) শ্রীজ্ঞান অতীশ 

( B ) শীলভদ্র

( C ) নাগার্জুন

( D ) শংকরাচার্য 

উত্তর :- ( B ) শীলভদ্র

  1. প্রাচীন ভারতে নালন্দা বিশ্ববিদ্যালয় নীচের কোন বিষয়ের জন্য বিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল ?

( A ) জৈনধর্ম

( B ) হীনযান বৌদ্ধধর্ম 

( C ) মহাযান বৌদ্ধধর্ম 

( D ) হিন্দুধর্ম 

উত্তর :- ( C ) মহাযান বৌদ্ধধর্ম 

  1. নীচের কোন মহিলা মােগল যুগে একটি মূল্যবান ঐতিহাসিক গ্রন্থের রচয়িতা ? 

( A ) গুলবদন বেগম 

( B ) নূরজাহান বেগম 

( C ) জাহানারা বেগম 

( D ) জেব – উন্নিসা বেগম

উত্তর :- ( A ) গুলবদন বেগম 

  1. মারাঠি সাহিত্যের বিকাশে উল্লেখ্য অবদান কার প্রথম ?

( A ) রামদাস 

( B ) যােগী মুকুন্দরাজ 

( C ) ধ্যানেশ্বর 

( D ) নামদেব

উত্তর :- ( D ) নামদেব

  1. গুপ্তযুগের কোন সাহিত্যসাধক কে “ ভারতীয় শেকসপিয়ার ” বলা হয়ে থাকে ?

( A ) কালিদাস

( B ) ভারবি 

( C ) বিশাখদত্ত

( D ) হরিষেণ

উত্তর :- ( A ) কালিদাস

  1. সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষা ব্যবহৃত হত ?

( A ) সংস্কৃত 

( B ) পালি 

( C ) কানাড়া

( D ) তামিল

উত্তর :- ( D ) তামিল

  1. নীচের কাকে “ আয়ুর্বেদের জনক ” বলা হয় ?

( A ) চরক

( B ) সুশ্রুত 

( C ) ধন্বন্তরী 

( D ) পতঞ্জলি 

উত্তর :- ( A ) চরক

  1. বিখ্যাত ঐতিহাসিক আলবিরুণী ভারতে কবে এসেছিলেন ? 

( A ) 9th শতাব্দি খ্রিস্টাব্দ 

( B ) 11th শতাব্দি খ্রিস্টাব্দ 

( C ) 12th শতাব্দি খ্রিস্টাব্দ 

( D ) 14th শতাব্দি খ্রিস্টাব্দ

উত্তর :- ( B ) 11th শতাব্দি খ্রিস্টাব্দ

  1. পাটনা শহরের প্রাচীন নাম নীচের কোনটি ?

( A ) কনৌজ 

( B ) পাটলিপুত্র 

( C ) কপিলাবস্তু 

( D ) ত্রিপিটক

উত্তর :- ( B ) পাটলিপুত্র 

  1. কোন রাজবংশের একজন বিখ্যাত শাসক হলেন রুদ্রদামন ?

( A ) শক 

( B ) পল্লব 

( C ) কুষাণ 

( D ) মৌর্য

উত্তর :- ( A ) শক

  1. কোন মুসলিম সম্রাট রানি পদ্মিনীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন ?

( A ) হুমায়ুন 

( B ) আলাউদ্দিন খিলজী 

( C ) আকবর 

( D ) বাবর 

উত্তর :- ( B ) আলাউদ্দিন খিলজী 

  1. রাষ্ট্রের তহবিল থেকে হজ তীর্থযাত্রার ব্যবস্থা ভারতের কোন সম্রাট প্রথম করেন ? 

( A ) বাবর 

( B ) আকবর 

( C ) ফিরােজ তুঘলক 

( D ) আলাউদ্দিন খিলজী 

উত্তর :- ( B ) আকবর

  1. “ রুপিয়া ” মুদ্রা প্রথম কে প্রবর্তন করেন ? 

( A ) আকবর

( B ) শেরশাহ 

( C ) মােহম্মদ বিন তুঘলক 

( D ) জাহাঙ্গীর

উত্তর :- ( A ) আকবর

  1. নীচের মােগল সম্রাটদের মধ্যে কার সাম্রাজ্য সর্বাপেক্ষা বেশি ছিল ? 

( A ) আকবর

( B ) হুমায়ুন

( C ) ঔরঙ্গজেব

( D ) জাহাঙ্গীর

উত্তর :- ( C ) ঔরঙ্গজেব

  1. প্রথম কোন প্রাচীন ভারতীয় রাজা সাম্রাজ্যবাদের সূচনা করেন ?

( A ) অশােক

( B ) বিম্বিসার

( C ) প্রথম চন্দ্র গুপ্ত

( D ) অজাতশত্রু

উত্তর :-  ( B ) বিম্বিসার

  1. কৃষিজমির গুণাগুণ এবং উৎপাদন ক্ষমতা অনুযায়ী রাজ্যের জমিকে রাজস্ব নির্ধারণের জন্য বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছিল । কোন সম্রাটের সময় ভারতে এই প্রথা প্রথম চালু হয় ?

( A ) ফিরােজ তুঘলক 

( B ) মােহম্মদ বিন তুঘলক 

( C ) আলাউদ্দিন খিলজী 

( D ) শেরশাহ 

উত্তর :- ( D ) শেরশাহ 

  1. নীচের কে “ নিগুণ ” সংস্কারক হিসাবে পরিচিত ?

( A ) তুলসীদাস 

( B ) সুরদাস 

( C ) শ্রীচৈতন্য 

( D ) কবীর

উত্তর :- ( D ) কবীর

  1. নীচের কোন ইংরেজকে জাহাঙ্গীর “ খাঁ ” উপাধিতে সম্মানিত করেছিলেন ?

( A ) এডওয়ার্ড টেরি 

( B ) স্যার টমাস রাে 

( C ) উইলিয়াম হকিন্স 

( D ) এদের কেউই নয় 

উত্তর :- ( C ) উইলিয়াম হকিন্স

  1. আহমেদনগরের বিখ্যাত চাঁদবিবি তাঁর রাজ্য রক্ষার জন্য কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ?

( A ) মােগল

( B ) ইষ্ট ইন্ডিয়া কোম্পানি 

( C ) বিজাপুরের আদিলশাহী শক্তি

( D ) হায়দরাবাদের নিজাম শক্তি 

উত্তর :- ( A ) মােগল

  1. ভারতে প্রথম মুসলিম শাসক কে ?

( A ) মােহম্মদ গজনী 

( B ) মােহম্মদ বিন তুঘলক 

( C ) কুতুবউদ্দীন আইবক 

( D ) মােহম্মদ ঘুরী

উত্তর :- ( C ) কুতুবউদ্দীন আইবক 

Also Read:- Daily Current Affairs in Bengali

Also Read:- Daily Current Affairs in English

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।