উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | HS Bengali Question Answer

উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর | HS Bengali Question Answer

1. বাজারে সন্দেশের দোকান ছিল কয়টি?

উত্তর:- দুটি

2. ‘রাঢ়বাংলা’ বলতে কী বোঝায়?

উত্তর:- গঙ্গার পশ্চিম তীরবর্তী অঞ্চল

3. ‘পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেখানে গড়ে উঠেছে’ – কী গড়ে উঠেছে?

উত্তর:- একটি ছোট্ট বাজার

4. এই অকাল দুর্যোগে কীসের প্রচন্ড ক্ষতি হবে?

উত্তর:- ধান

5. ‘বৃষ্টিতে তা হল ধারালো’ – কীসের কথা বলা হয়েছে?

উত্তর:- রাঢ়বাংলার শীত

6. বাজারের উত্তর দিকে কী আছে?

উত্তর:- বিশাল মাঠ

7. বাজারে জমজমাটি ভাব থাকে কটা অবধি?

উত্তর:- রাত ৯ টা অবধি

8. ‘কাঁচা রাস্তার ধারে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী;’ তাদের পোশাক তৈরি করে কোথায়?

উত্তর:- আমেদাবাদের কারখানায়

9. আকাশ ধূসর হয়ে উঠেছিল কীসে?

উত্তর:- মেঘে

10. চাষাভুষা মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল কীসের জন্য?

উত্তর:- রোদ ঝলমল একটা দিনের।