কে বাঁচায়, কে বাঁচে MCQ | HS Bengali MCQ | উচ্চমাধ্যমিক বাংলা MCQ

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি HS Bengali MCQ | উচ্চমাধ্যমিক বাংলা MCQ. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কে বাঁচায়, কে বাঁচে MCQ | HS Bengali MCQ | উচ্চমাধ্যমিক বাংলা MCQ

Ajjkal



কে বাঁচায়, কে বাঁচে MCQ | HS Bengali MCQ | উচ্চমাধ্যমিক বাংলা MCQ

১. ” … আজ চোখে পড়ল প্রথম । ” —— আজ মৃত্যুঞ্জয়ের প্রথম কী চোখে পড়েছিল?
( ক ) তার চাকর বাজার করছে
( খ )তার এলাকায় ফুটপাথ বেশি নেই
( গ ) খবরের কাগজে মন্বন্তরের রিপাের্ট ছাপা হয়েছে
( ঘ ) অনাহারের ফলে মৃত একজন মানুষ
২. “বাড়িটাও তার শহরের..” । মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কোথায় ছিল?
( ক ) কেন্দ্রস্থলে
( খ ) একপ্রান্তে
( গ ) বাইরে
( ঘ ) এক নিরিবিলি অঞ্চলে



৩.“ … চলতে থাকে শারীরিক কষ্টবােধ । ” — মৃত্যুঞ্জয়ের শরীরে কষ্ট বােধ হওয়ার কারণ লেখো—
( ক ) সে আঘাত পেয়েছে
( খ )তার খাওয়া হয়নি
( গ ) তার মনে আঘাত লেগেছে
( ঘ ) তার খাওয়া বেশি হয়ে গেছে ।
৪.‘ কে বাঁচায় , কে বাঁচে গল্পের প্রেক্ষাপট লেখো—
( ক ) ১৯৪৩ – এর মন্বন্তর
( খ)  ভারত ছাড়াে আন্দোলন
( গ ) ৭৬ – এর মন্বন্তর
( ঘ ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
৫.“ সংসারে তার নাকি মন নেই । ” — এখানে কার কথা বলা হয়েছে?
( ক ) মৃত্যুঞ্জয়
( খ ) নিখিলের স্ত্রী
( গ ) নিখিল
( ঘ ) মৃত্যুঞ্জয়ের স্ত্রী
৬. “ অন্য সকলের মতাে মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে । ” — মৃত্যুঞ্জয়কে নিখিলের পছন্দ করার কারণকী ছিল?
( ক ) মৃত্যুঞ্জয় অত্যন্ত বন্ধুবৎসল
( খ ) মৃত্যুঞ্জয় অত্যন্ত নিরীহ ও ভালােমানুষ
( গ) মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা – তাপস
( ঘ ) মৃত্যুঞ্জয় অন্যের বিপদে পাশে দাঁড়াতে জানে
৭.“ মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না । ” — নিখিল একথা ভাবে, যখন —
( ক ) মৃত্যুঞ্জয় আপন শক্তিপ্রয়ােগে তৎপর হয়ে ওঠে
( খ ) মৃত্যুঞ্জয়ের কাছে সে কাবু হয়ে পড়ে ।
( গ ) সকলে মৃত্যুঞ্জয়ের প্রশংসা করে
( ঘ ) সে দেখে , মৃত্যুঞ্জয়ের প্রতি অফিসের সকলে নির্ভর করে ।
৮.“ মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল …। ” — নিখিল অনুমান করেছিল-
(  ক ) তার শরীর ভালাে নেই
( খ ) বড়াে একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে
( গ ) তার মন ভালাে নেই
( ঘ ) তার উপর সে রাগ করে আছে ।
৯.“ আনমনে অর্ধ – ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় । ” — তার এই আর্তনাদের কারণ ছিল—
( ক ) সে মৃত মানুষকে দেখে ভয় পেয়েছে
( খ ) সে অনাহারে মৃত মানুষটিকে দেখে দুঃখ পেয়েছে
( গ ) সে মৃত মানুষটিকে দেখে চিনতে পেরেছে
( ঘ ) মানুষটির মৃত্যু তাকে অন্য কোনাে বিপদের কথা মনে করিয়ে দিয়েছে ।
১০.মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে । ” — নিখিলের এ কথা মনে হয়েছিল, যখন —
( ক ) মৃত্যুঞ্জয় তার কোনাে কথারই ঠিক উত্তর দিল না
( খ ) মৃত্যুঞ্জয়কে সেকয়েকটি প্রশ্ন করে যথাযথ উত্তর পেলনা
( গ ) মৃত্যুদৃশ্য দেখে মৃত্যুঞ্জয় অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছিল
( ঘ ) মৃত্যুঞ্জয় আর্তনাদ করে উঠল
১১.“ সেটা আশ্চর্য নয় । ” — এখানে যে বিষয়টিকে নিখিলের আশ্চর্য বলে মনে হয়নি, সেটি হলো-
( ক ) অনাহারে মানুষের মারা যাওয়া
( খ ) অনাহারে মৃত মানুষকে পথের পাশে পড়ে থাকতে দেখা
( গ ) মৃত মানুষকে দেখে বিমর্ষ হয়ে পড়া
( ঘ ) সমাজের দুর্দশা নিয়ে ভাবিত হয়ে পড়া
১২. এ অপরাধের প্রায়শ্চিত্ত কী ? ” বক্তা এখানে অপরাধ মনে করত —
( ক ) নিজের বেঁচে থাকাকে
( খ ) নিজের চারবেলা করে ভাত খাওয়াকে
( গ ) যথাযথ রিলিফ ওয়ার্ক না হওয়াকে
( ঘ ) নিজের উদাসীন থাকাকে
১৩. মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পেত —
( ক ) ৩০ টাকা
( খ ) ৪০ টাকা
( গ ) ৫০ টাকা
( ঘ ) ৬০ টাকা
১৪. নিখিল দেখল যে মৃত্যুঞ্জয় শার্সিতে আটকানাে মৌমাছির মতাে —
( ক ) উড়ে বেড়াচ্ছে ।
( খ ) মধু খাচ্ছে
( গ ) গুনগুন করছে
( ঘ ) মাথা খুঁড়ছে
১৫.মৃত্যুঞ্জয় অফিসে যেত —
( ক ) ট্রেনে
( খ ) ট্রামে
( গ ) বাসে
( ঘ ) হেঁটে
১৬.“ কী হল হে তােমার ? ” — মৃত্যুঞ্জয়কে এই ধরনের প্রশ্ন করেছিল—
( ক ) অফিসের বস
( খ ) নিখিল
( গ ) লঙ্গরখানার মালিক
( ঘ ) নিখিলের দাদা
১৭..- শার্সিতে আটকানাের মতাে সে মাথা খুঁড়ছে , ..। ”
( ক ) মশার
( খ ) পতঙ্গের
( গ ) পাখির
( ঘ ) মৌমাছির
১৮.“ নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। ” — এই প্রশ্নটি ছিল —
( ক ) তােমার কী হল ?
( খ ) কী হল তােমার ?
( গ ) কী হল হে তােমার ?
( ঘ ) কী হয়েছে তােমার ? ‘
১৯.’কে বাঁচায় , কে বাঁচে ’ গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল —
( ক ) আনন্দবাজার পত্রিকায়
( খ ) বঙ্গদর্শন পত্রিকায়
( গ ) কল্লোল পত্রিকায়
( ঘ ) ভৈরব পত্রিকায়
২০.“ নিখিল রােগা , তীক্ষ্ণবুদ্ধি এবং একটু .। ”
( ক ) আলসে প্রকৃতির লােক
( খ ) সাহসী প্রকৃতির লােক
( গ ) ভীরু প্রকৃতির লােক
( ঘ ) চালাক প্রকৃতির লােক
২১.“ ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়ােজন হয় না । ” — কার ফুটপাথে হাঁটার বেশি প্রয়ােজন হয় না-
( ক ) নিখিলের
( খ ) টুনুর মার
( গ )  মৃত্যুঞ্জয়ের
( ঘ ) টুনুর |




২২. “কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল।” কারণ—
( ক ) অফিসে কাজের প্রবল চাপ ছিল
( খ ) প্রচণ্ড গরমের মধ্যে হেটে সে অফিসে  গিয়েছিল
( গ ) প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল
( ঘ ) বেশি খাবার খেয়ে ফেলায় তার বমি হচ্ছিল
২৩., মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু দেখেছিল যখন সে –
( ক ) অফিস থেকে ফেরার পথে
( খ ) অফিস যাওয়ার পথে
( গ ) সকালে প্রাতঃভ্রমণে
( ঘ ) বাজার করতে যাওয়ার
২৪. মৃত্যুঞ্জয় ও নিখিলের দাম্পত্যজীবন ছিল যথাক্রমে –
( ক ) ছয় ও আট বছরের
( খ ) চার ও পাঁচ বছরের
( গ ) আট ও নয় বছরের
( ঘ ) ছয় ও সাত বছরের
২৫.বাড়ি থেকে কতটা হেঁটে মৃত্যুঞ্জয়কে ট্রামে চড়ত ?
( ক ) ১০০ মিটার
( খ ) ১০০ গজ
( গ ) দু – পা
( ঘ ) ১০০ পা
২৬. “একটু বসেই তাই উঠে গেল কলঘরে।” — মৃত্যুঞ্জয় কলঘরে গিয়েছিল-
( ক ) জল খাওয়ার জন্য
( খ ) চোখে – মুখে জল দেওয়ার জন্য
( গ ) বমি করার জন্য
( ঘ ) বাথরুম করার জন্য
২৭. “পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এল,” — মৃত্যুঞ্জয় তখন –
( ক ) বমি করছিল
( খ ) টিফিন খাচ্ছিল
( গ ) জল খাচ্ছিল
( ঘ ) চুপ করে বসেছিল
২৮. মৃত্যুঞ্জয় নিখিলের থেকে পঞ্চাশ টাকা বেশি মাইনে পেত। কারণ-
( ক ) মৃত্যুঞ্জয়ের চাকরি বেশিদিনের
(খ ) মৃত্যুঞ্জয় ওপরওয়ালার প্রিয়পাত্র ছিল
( গ ) মৃত্যুঞ্জয় অফিসে বাড়তি দায়িত্ব পালন করত
( ঘ ) মৃত্যুঞ্জয়ের বয়স বেশি ছিল ।
২৯.“ অন্য সকলের মতাে মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে । ” — ‘ সে ’ বলতে কাকে বোঝানো হয়েছে ?
( ক ) তার অফিসের বস
( খ ) নিখিল
( গ ) টুনুর মা
( ঘ ) টুনু
৩০. “ আনমনে অর্ধ – ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় । ” — কী কথা বলেছিল?
( ক ) সব কিছু ধ্বংস হয়ে গেল
( খ ) কেউ কথা রাখল না
( গ ) মরে গেল ! খেয়ে মরে গেল !
( ঘ ) কী স্বার্থপর
৩১. মৃত্যুঞ্জয়ের সংসারের বাজার ও কেনাকাটা করে দিত-
( ক ) সে নিজে
( খ ) চাকর
( গ ) ছােটোভাই
( ঘ ) চাকর ও ছােটোভাই
৩২. মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয় —
( ক ) বমি হয়
( খ ) ঘুম পায়
( গ ) রাগ হয়
( ঘ ) শরীরে তার প্রতিক্রিয়া হয়
৩৩.আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখেছিল ?
( ক ) ফুটপাথে মৃত্যু
( খ ) অনাহারে মৃত্যু
( গ ) বস্তিবাসীর মৃত্যু
( ঘ ) পাগলের মৃত্যু
৩৪. নিখিল জীবনটা কীভাবে কাটাতে চেয়েছিল ?
( ক ) বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে
( খ ) সংসারধর্ম পালন করে
( গ ) সামাজিক কাজকর্ম করে
( ঘ ) অসুস্থ স্ত্রীর সেবাযত্ন করে
৩৫. “ যথেষ্ট রিলিফ ওয়ার্ক ” না হওয়ার কারণ হলো-
( ক ) টাকার অভাব
( খ ) লােকের অভাব
( গ ) সদিচ্ছার অভাব
( ঘ ) পরিকল্পনার অভাব




Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।