হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ | HPCL Aperients Recruitment 2023

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। HPCL Aperients Recruitment 2023 আপনার জন্য নিয়ে এসেছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি সহ একাধিক পদে চাকরির এক বিরাট সুযোগ। যদি আপনার আগ্রহ থাকে তাহলে Hindustan Petroleum Corporation Limited (HPCL) তে নিয়োগ সংক্রান্ত নিচের পোস্টটি যত্ন সহকারে পড়ুন।

সংস্থার নাম:- হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড

পদের নাম:- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি

শূন্যপদের সংখ্যা:- ১০০

কাজের স্থান:- ভারত

👉 Join Our Telegram Chanel – Click Here 👈

আবেদনের তারিখ:- শুরু হয়ে গিয়েছে।

আবেদনের শেষ তারিখ :- ১৪-০১-২০২৩

আবেদন পদ্ধতি:- অনলাইন

বয়সসীমা:- সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন:- মাসিক ২৫,০০০ টাকা

আরো চাকরির খবর:-

আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটিতে বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

ICMR-NCDIR -তে বিপুল পরিমাণে চাকরির সুযোগ

অফিসিয়াল ওয়েবসাইট:- https://www.hindustanpetroleum.com/

শিক্ষাগত যোগ্যতা:-

আবেদনকারী প্রার্থীদের বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং এর সঙ্গে জেনারেল/ ওবিসি-এনসি-এর জন্য সমস্ত সেমিস্টারে ন্যূনতম ৬০% নম্বর এবং এসসি/ এসটি/ পিডব্লুডি/ ভিএইচ/এইচএইচ ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের যোগ্যতা হিসেবে জন্য ৫০% নম্বর ধার্য করা হয়েছে। যাঁরা ১ এপ্রিল, ২০২০-এর পর ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করেছেন তাঁরা আবেদনের যোগ্য।

প্রয়োজনীয় নথিপত্র:-

● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
● জাতিগত শংসাপত্র
● বসবাসের প্রমাণপত্র
● অভিজ্ঞতার শংসাপত্র
● নিজের সই করা ছবি