Hello Students,
Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ নিয়ে এসেছি Hormones Important Questions Answers PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে হরমোন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর PDF | Hormones Important Questions Answers PDF।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
হরমোন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোওর PDF | Hormones Important Questions Answers PDF
PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-
- প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়সাধনের কাজটি সাধারণত কার দ্বারা সম্পন্ন হয়?
উত্তর:- হরমোন দ্বারা
- কোন হরমোনটি মানবদেহের মধ্যে ত্বকের বর্ণ নিয়ন্ত্রণ করে?
উত্তর:- ACTH.
- মানবদেহের সবথেকে বড়ো অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম লেখো?
উত্তর:- থাইরয়েড গ্রন্থি
- মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম লেখো?
উত্তর:- পিনিয়াল বড়ি
- একটি বহিঃক্ষরা বা সনাল গ্রন্থির উদাহরণ দাও?
উত্তর:- লালাগ্রন্থি
- একটি মিশ্রগ্রন্থির উদাহরণ লেখো?
উত্তর:- অগ্ন্যাশয়
- পিটুইটারি থেকে ক্ষরিত একটি গ্লাইকোপ্রোটিনধর্মী হরমোনের নাম উল্লেখ করো?
উত্তর:- FSH / LH / TSH
- পিটুইটারির কয়টি অংশ এবং কী কী?
উত্তর:- পিটুইটারির ২ টি অংশ, যথা- অগ্র পিটুইটারি এবং পশ্চাদ পিটুইটারি
- পিটুইটারি গ্রন্থির ক্ষরণ মস্তিষ্কের সাধারণত কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়?
উত্তর:- হাইপোথ্যালামাস
- প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোনটির নাম লেখো।
উত্তর:- সিক্রিটিন
- দেহের তরুণাস্থি ও অস্থির বৃদ্ধিতে কোন হরমোন সাহায্য করে?
উত্তর:- সোমাটোট্রফিক হরমোন
- ACTH -এর অধিক ক্ষরণের ফলে কোন রোগ হয়?
উত্তর:- কুশিং -এর রোগ।
- একটি স্থানীয় বা লোকাল হরমোনের উদাহরণ উল্লেখ করো?
উত্তর:- সিক্রিটিন
- একটি নিউরোহরমোনের উদাহরণ উল্লেখ করো?
উত্তর:- অক্সিটোসিন হরমোন (ADH)
- STH -এর পুরো নাম লেখো?
উত্তর:- সোমাটোট্রফিক হরমোন।
- প্রাপ্তবয়স্কদের STH -এর অধিক ক্ষরণের ফলে কোন রোগ হয়?
উত্তর:- অ্যাক্রোমেগালি
- শৈশবে STH -এর বেশি ক্ষরণের ফলে কোন রোগ হয়?
উত্তর:- অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম
- শৈশবে STH -এর কম ক্ষরণের ফলে কোন রোগ হয়?
উত্তর:- বামনত্ব বা ডোয়াফিজম
- ACTH -এর টার্গেট গ্রন্থির নাম উল্লেখ করো?
উত্তর:- অ্যাড্রিনাল গ্রন্থি
- একটি অটোক্রিন হরমোনের নাম উল্লেখ করো?
উত্তর:- সোমাটোট্রফিক হরমোন বা STH
- TSH -এর পুরো নাম উল্লেখ করো?
উত্তর:- থাইরয়েড স্টিমুলেটিং হরমোন
- থাইরয়েড গ্রন্থির সক্রিয়তা হ্রাস বৃদ্ধির জন্য দায়ী কোন হরমোনটির নাম লেখো?
উত্তর:- থাইরোট্রপিন বা TSH.
- অ্যাক্রোমেগালি রোগের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর:- মানুষের মুখটি অনেকটা গোরিলার মতো দেখায়।
- অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম রোগের একটি উপসর্গ উল্লেখ করো?
উত্তর:- অস্থির অস্বাভাবিক বৃদ্ধির ফলে দেহের উচ্চতা প্রায় ৭-৮ ফুট হয়ে যায়।
- পিটুইটারি গ্রন্থির অপর নাম লেখো?
উত্তর:- হাইপোফাইসিস গ্রন্থি
- গ্রোথ হরমোন বা ইনহিবিটিং হরমোন (GHIH) এর অপর নাম লেখো?
উত্তর:- সোমাটোস্ট্যাটিন
- অগ্র পিটুইটারি নিঃসৃত কোন ট্রফিক হরমোনটি স্টেরয়েড হরমোনগুলির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে?
উত্তর:- অ্যাড্রিনোকটিকোট্রফিক হরমোন বা ACTH.
- মাসিক যৌনচক্রের ওপর ইস্ট্রোজেনের প্রভাব কী?
উত্তর:- ইস্ট্রোজেন মাসিক যৌনচক্রে প্রোলিফারেটিভ দশায় পরিণত ডিম্বথলি গঠনে সাহায্য করে
- মাসিক যৌনচক্রের ওপর ইস্ট্রোজেনের প্রভাব উল্লেখ করো?
উত্তর:- ইস্ট্রোজেন মাসিক যৌনচক্রের সময় প্রোলিফারেটিভ দশায় পরিণত ডিম্বথলি গঠন করতে সাহায্য করে।
- শ্বসনতন্ত্রের ওপর অ্যাড্রিনালিনের প্রভাব উল্লেখ করো?
উত্তর:- শ্বাসক্রিয়ার হার এবং এর গভীরতা বৃদ্ধি করে।
PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন
File Name:- Hormones Important Questions Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:- 3 Mb File
Location:- Google Drive
আরও পড়ুনঃ-
❏ 150+ জীবনবিজ্ঞান গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর PDF- Click Here
❏ 100+ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম তালিকা- Click Here
❏ General Knowledge – Click Here
❏ Job Notification – Click Here
❏ Online Mock Test Quiz – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।