ইতিহাস মকটেস্ট প্রশ্নোত্তর MCQ | History Questions Answers MCQ in Bengali

ইতিহাস মকটেস্ট প্রশ্নোত্তর MCQ | History Questions Answers MCQ

1. 1897 সালের কংগ্রেসের অধিবেশনকে নিম্নের কে তিন দিনের তামাশা বলে অভিহিত করেন?
(a) প্রমথনাথ মিত্র
(b) অশ্বিনীকুমার দত্ত
(c) কৃষ্ণকুমার মিত্র
(d) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

উত্তর:- (d) সুরেন্দ্রনাথ ব্যানার্জী

2. নিম্নের কে 1883 সালে বাংলা পত্রিকা সঞ্জীবনী চালু করেন?
(a) কৃষ্ণকুমার মিত্র
(b) প্রমথনাথ মিত্র
(c) সুরেন্দ্রনাথ ব্যানার্জী
(d) বিপিনচন্দ্র পাল

উত্তর:- (a) কৃষ্ণকুমার মিত্র

3. সমাজকর্মী ও আর্যসমাজের নেতা সম্প্রতি প্রয়াত হয়েছেন। তার নাম কি?
(a) স্বামী অগ্নিবেশ
(b) গোবিন্দ স্বরূপ
(c) স্বামী ওমানন্দ
(d) স্বামী সত্যপ্রকাশ সরস্বতী

উত্তর:- (a) স্বামী অগ্নিবেশ

4. দুর্গেশনন্দিনী – উপন্যাসটি কার লেখা?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) জীবনানন্দ দাশ
(c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(d) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর:- (c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

5. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেছিলেন?
(a) বি পি ওয়াদিয়া
(b) বাল গঙ্গাধর তিলক
(c) এন এম যোশী
(d) জি কে গোখলে

উত্তর:- (c) এন এম যোশী

6. কোন সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জী কে নাইট উপাধি দেওয়া হয়?
(a) 1919
(b) 1920
(c) 1921
(d) 1923

উত্তর:- (c) 1921

7. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগ দিয়েছিলেন?
(a) 65 জন
(b) 72 জন
(c) 70 জন
(d) 60 জন

উত্তর:- (b) 72 জন

8. কত সালে দাদাভাই নৌরজি লন্ডন ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন?
(a) 1900
(b) 1868
(c) 1865
(d) 1890

উত্তর:- (c) 1865

9. কাকে ভারতের মার্টিন লুথার বলা হয়?
(a) স্বামী বিবেকানন্দ
(b) স্বামী দয়ানন্দ সরস্বতী
(c) রাজা রামমোহন রায়
(d) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তর:- (b) স্বামী দয়ানন্দ সরস্বতী

10. অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন?
(a) কেশবচন্দ্র সেন
(b) প্রফুল্লচন্দ্র রায়
(c) দীনবন্ধু মিত্র
(d) শিশির কুমার ঘোষ

উত্তর:- (d) শিশির কুমার ঘোষ।