Hello Students,
Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History Questions Answers for WBCS in Bengali. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে WBCS ইতিহাস প্রশ্ন ও উওর | History Questions Answers for WBCS in Bengali ||. নিচে Solved Question Paper practice set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই WBCS ইতিহাস প্রশ্ন ও উওর | History Questions Answers for WBCS in Bengali || এটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]
WBCS ইতিহাস প্রশ্ন ও উওর | History Questions Answers for WBCS in Bengali
- ”প্রার্থনা সমাজ” কোন্ সালে, কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উওরঃ- 1867 সাল, মহারাষ্ট্রে।
- প্রার্থনা সমাজের প্রাণপুরুষ কাকে বলা হয় ?
উওরঃ- মহাদেব গোবিন্দ রানাডে।
- বিধবা বিবাহ সমিতি কোন সালে গঠন করেন ?
উওরঃ- 1861 সাল।
- দাক্ষিণাত্য শিক্ষাসমাজ কোন্ সালে প্রতিষ্ঠিত হয় ?
উওরঃ- 1884 সাল।
- পুনা সার্বজনিক সভা কে, কবে গঠন করে ?
উওরঃ- 1870 সাল, গোপালহরি দেশমুখ।
- ”আর্য সমাজ” কোন সালে , কোথায় প্রতিষ্ঠিত হয় ?
উওরঃ- 1877 সাল, লাহোর।
- সিপাহি বিদ্রোহের শুরুর লগ্নে ভারতের কোন্ সিপাহি সর্বপ্রথম চর্বি মিশ্রিত কার্টুজ ব্যবহার প্রত্যাখ্যান করেন ?
উওরঃ- মঙ্গল পাণ্ডে।
- ভারতের জাতীয় কংগ্রেস কোন্ সালে প্রতিষ্ঠিত হয় এবং কোথায় তার প্রথম অধিবেশন হয় ?
উওরঃ- 1885 সাল, মুম্বাইতে।
- ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসাবে কাকে গণ্য করা হয় ?
উওরঃ- এ . ও . হিউম।
- স্বাধীনতার পরে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ?
উওরঃ- লর্ড মাউন্টব্যাটেন।
- ভারতে প্রথম সর্বভারতীয় ধর্মঘট কবে হয়েছিল ?
উওরঃ- 6 ই এপ্রিল, 1919 সালে।
- সিডিশন্ কমিটি কবে হয়েছিল ?
উওরঃ- 1917 সালে।
- কে, কবে ও কোথায় ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেন ?
উওরঃ- 1920 সালের 17 ই অক্টোবর মানবেন্দ্রনাথ রায় সুদুর তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন।
- ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয় এবং কবে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ?
উওরঃ- এই আন্দোলন শুরু হয় এই আগস্ট 1942 সালে এবং এর সমাপ্তি ঘটে 5 মে 1944 সালে গান্ধিজির কারামুক্তির পর।
- ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন ?
উওরঃ- সুচেতা কৃপালিনী।
- ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ‘মুসলিম লিগ পার্টির’ প্রতা সংগ্রামের সিদ্ধান্ত কবে গৃহীত হয় ?
উওরঃ- 16 ই আগস্ট, 1946
- আজাদ – হিন্দ – ফৌজ -কে, কোথায় ও কবে প্রতিষ্ঠা করেন ?
উওরঃ- রাসবিহারী বসু সিঙ্গাপুরে 1 সেপ্টেম্বর, 1942 সালে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন।
- নেতাজি সুভাষচন্দ্র বোস কবে আজাদ – হিন্দ ফৌজের সর্বাধিনায়কের পদ গ্রহণ করেন ?
উওরঃ- 5 ই জুলাই 1943 সালে।
- নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ – হিন্দ ফৌজকে ‘দিল্লি চলো’ বলেন। তিনি কোথায় থেকে দিল্লি যাওয়ার কথা বলেন ?
উওরঃ- সিঙ্গাপুর থেকে।
- গান্ধিজির রাজনৈতিক গুরু কাকে বলা হয় ?
উওরঃ- গোপাল কৃষ্ণ গোখলে।
🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘
🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here
🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here
🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here
🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here
🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here
🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here
🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here
🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here
🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here
🔵🔴 ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here
🔵🔴 দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।