1000+ History Questions and Answers PDF in Bengali | ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF

Hello Students,


Wellcome to edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা নিয়ে এসেছি History Questions and Answers PDF in Bengali | ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই Ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে History Questions and Answers PDF in Bengali | ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF

PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন

History Questions and Answers PDF in Bengali | ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর PDF

PDF- এর কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো:-

  1. বাংলার প্রথম নবাব কে ছিল?

উত্তর:- মুর্শিদকুলি খান।

  1. ইংরেজরা দেওয়ানি লাভ করেছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে।

  1. নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিল?

উত্তর:- ১৭৩৯ খ্রিস্টাব্দে।

  1. বিধবা বিবাহ আইন কত খ্রীস্টাব্দে পাস হয়?

উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে।

  1. ‘সব মুনিষে প্রজা মম’ -এইটি কার উক্তি?

উত্তর:- অশোক পাল

  1. পাল যুগের দুজন ভাস্করের নাম উল্লেখ করো?

উত্তর:- ধীমান ও বিত পাল।

  1. দানসাগর ও অদ্ভুতসাগর এর রচয়িতার নাম লেখো।

উত্তর:- বল্লাল সেন

  1. মহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম লেখো?

উত্তর:- জুনা খাঁ।

  1. ভারত অভিযানের সময় মামুদের প্রতিদ্বন্দ্বী হিসেবে কে ছিলেন?

উত্তর:- আনন্দ পাল

  1. দিল্লির সুলতানি আমল কত খ্রীস্টাব্দে শুরু হয়েছিল?

উত্তর:- ১২০৬ খ্রিস্টাব্দে।

  1. তৈমুর লং এর ভারত আক্রমণের সময়কালে ভারতের সম্রাট কে ছিলেন ?

উত্তর:- তুঘলক বংশের শেষ সম্রাট নাসিরুদ্দিন মামুদ।

  1. পোদ্দন কে ছিল?

উত্তর:- কৃষ্ণদেব রায়ের প্রধান সভাকবি ও সর্বশ্রেষ্ঠ তেলেগু কবি ছিলেন।

  1. বাবরের আসল নাম লেখো?

উত্তর:- জহিরউদ্দিন মহম্মদ বাবর।

  1. আকবরের আসল নাম লেখো?

উত্তর:- জালালউদ্দিন আহম্মেদ আকবর।

  1. দ্বৈত শাসনের প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- লর্ড ক্লাইভ।

  1. শাহজাহান ও ঔরঙ্গজেবের আমলে ভারতে আগত দুজন পর্যটক এর নাম লেখো?

উত্তর:- বর্নিয়ে ও মানুচি।

  1. জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিল?

উত্তর:- পট্টভি সীতারামাইয়া

  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী পদে কে ছিলেন?

উত্তর:- তেজো।

  1. স্যার টমাস রো কার দরবারে আসেন?

উত্তর:- জাহাঙ্গীরের দরবারে।

  1. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- লালা হরদয়াল

  1. হোমরুল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- অ্যানি বেসান্ত।

  1. নব্য বঙ্গ আন্দোলনের প্রবক্তা কে ছিলেন?

উত্তর:- ডিরোজিও।

  1. আজাদ হিন্দ ফৌজ কত খ্রীস্টাব্দে গঠিত হয়েছিল?

উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দে।

  1. আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ১৯৪৩ সালের ২১ শে অক্টোবর।

  1. মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেছিলেন কত খ্রীস্টাব্দে?

উত্তর:- ৬ ই এপ্রিল ১৯৩০ খ্রিস্টাব্দে।

  1. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত খ্রীস্টাব্দে ঘটেছিল?

উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে।

  1. সুভাষচন্দ্র বসু কত খ্রীস্টাব্দে ছদ্মবেশে ভারত পরিত্যাগ করেন?

উত্তর:- ১৭ ই জানুয়ারি ১৯৪১।

  1. ভারতের নৌ বিদ্রোহ কত খ্রীস্টাব্দে হয়েছিল?

উত্তর:- ১৯৪৬ খ্রীস্টাব্দের ১৮ ই ফেব্রুয়ারি।

  1. ভারতে রেলপথ নির্মাণের পথিকৃৎ কে ছিলেন?

উত্তর:- লর্ড ডালহৌসি

  1. কোলকাতা বিশ্ব বিদ্যালয় কবে স্থাপিত হয়েছিল?

উত্তর:- ১৮৫৭ সালের ২৮ শে জানুয়ারি।

File Name:-  History Questions and Answers PDF in Bengali [edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here Download Full PDF

Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।