ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ | History Question Answer MCQ

ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর MCQ | History Question Answer MCQ

1. সিন্ধু সভ্যতায় কোনটি একটি বড় বন্দর ছিল?
(a) লোথাল
(b) কালিবঙ্গান
(c) মেহেরগড়
(d) রোপার

উত্তর:- (a) লোথাল

2. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু –
(a) লোহা
(b) অ্যালুমিনিয়াম
(c) দস্তা
(d) তামা

উত্তর:- (d) তামা

3. উপনিষদ গুলি সংকলিত হয়েছিল মোটামুটি –
(a) খ্রি. পূ. ৬০০ অব্দে
(b) খ্রি. পূ. ৮০০ অব্দে
(c) খ্রি. পূ. ১০০০ অব্দে
(d) খ্রি. পূ.১৬০০ অব্দে

উত্তর:- (a) খ্রি. পূ. ৬০০ অব্দে

4. পুরাণের মোট সংখ্যা –
(a) ১১
(b) ১৮
(c) ৪৩
(d) ১০

উত্তর:- (b) ১৮

5. প্রাচীনতম বেদ হল –
(a) অথর্ববেদ
(b) ঋকবেদ
(c) যজু বেদ
(d) সামবেদ

উত্তর:- (b) ঋকবেদ

6. ভারতের কোথায় আর্যরা স্থায়ী বসতি স্থাপন করে?
(a) পাঞ্জাব
(b) রাজস্থান
(c) সিন্ধু
(d) গুজরাট

উত্তর:- (a) পাঞ্জাব

7. সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন কে?
(a) স্যার লিওনার্ড উলি
(b) ভি . এস . আগরওয়াল
(c) রাখালদাস ব্যানার্জি
(d) এ এল ব্যাসাম

উত্তর:- (c) রাখালদাস ব্যানার্জি

8. কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়?
(a) মনু সংহিতা
(b) ঋকবেদ
(c) অথর্ববেদ
(d) শতপথ ব্রাহ্মণ

উত্তর:- (b) ঋকবেদ

9. সিন্ধুবাসিরা কোন ধাতুর ব্যবহার অজানা ছিল?
(a) তামা
(b) লোহা
(c) পিতল
(d) স্বর্ণ

উত্তর:- (b) লোহা

10. সিন্ধু সভ্যতাকে বলা হয় –
(a) শহর ভিত্তিক
(b) গ্রাম ভিত্তিক
(c) প্রস্তর যুগীয়
(d) লৌহ যুগীয়

উত্তর:- (a) শহর ভিত্তিক।