100+ ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || History of India important questions answers || pdf ||

Hello Students,


Wellcome to www.edu.bengaliportal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা,  edu.bengaliportal.com আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি History of India important questions answers pdf. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন  CTET | WBTET | WBCS । MPTET | ATET| UPTET | Rajasthan PTET | TNTET | Karnataka TET | RTET | HTET| PSTET। BANK EXAM। ইত্যাদি পরীক্ষার বিভিন্ন প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই edu.bengaliportal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || History of India important questions answers || Pdf. নিচে History of India set টি যত্নসহকারে পড়ুন ও পরীক্ষার জন্য চূড়ান্তভাবে প্রস্তুত হয়ে যান। এই ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || History of India important questions answers || Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে এই পোস্টটির নীচে যান এবং ডাউনলোড করুন।

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘




[pdf টি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিঙ্কে Click করুন]

ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর || History of India important questions answers || pdf

১. “তুঘলক-নামা” গ্রন্থটি রচনা করেন –

➟ আমির খসরু

২. কোন গ্রন্থে গিয়াসুদ্দিন-তুঘলকের সিংহাসন লাভের বর্ণনা আছে?

➟ তুঘলক-নামা

৩. কোন সুলতানকে “সুলতানি যুগের আকবর” বলা হয় ?

➟ ফিরোজ শাহ তুঘলক

৪. কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন ?

➟ মহম্মদ বিন তুঘলক

৫. কোন তুঘলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান ?

➟ মহম্মদ বিন তুঘলক

৬. দিল্লির কোন সুলতান তার প্রজাদের ২৪ রকমের করের হাত থেকে মুক্তি দিয়েছিলেন ?

➟ ফিরোজ শাহ তুঘলক

৭. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?

➟ গিয়াসুদ্দিন তুঘলক

৮. গিয়াসুদ্দিন তুঘলকের প্রকৃত নাম হলো

➟ গাজী মালিক

৯. জুনা খাঁ বা জোন খাঁ কার প্রকৃত নাম ?

➟ মহম্মদ বিন তুঘলক

১০. দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রাখেন –

➟ মহম্মদ বিন তুঘলক

১১. কারাজল অভিযানে বিন তুঘলকের বাহিনীর সেনাপতি কে ছিলেন ?

➟ খসরু মালিক

১২. কোন সুলতানের শেষ সামরিক অভিযান ছিল গুজরাটে বিদ্রোহী নেতা তঘির বিরুদ্ধে ?

➟ মহম্মদ বিন তুঘলক

১৩. মহম্মদ বিন তুঘলক মারা যান

➟ ১৩৫১ খ্রিস্টাব্দে

১৪. সুলতান ফিরোজ শাহ তুঘলকের পিতা ছিলেন

➟ রজ্জব

১৫. কোন সুলতানের মৃত্যুর পর দিল্লির মসনদ ২ দিনের জন্য সুলতানহীন ছিল ?

➟ মহম্মদ বিন তুঘলক

১৬. সুলতানি যুগের আকবর কোন সুলতানকে বলা হয় ?

➟ ফিরোজ শাহ তুঘলক

১৭. কোন ঐতিহাসিক ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলেছেন ?

➟ এলফিনস্টোন

১৮. কোন করটি মহম্মদ বিন তুঘলক অনুমোদিত চারপ্রকার করের অন্তর্ভুক্ত ছিল না ?

➟ চুঙ্গি কর

১৯. কাকে “সেচ পরিকল্পনার জনক” বলা হয় ?

➟ ফিরোজ শাহ তুঘলক

২০. কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত প্রথা তুলে দেন ?

➟ ফিরোজ শাহ তুঘলক

২১. তুঘলক বংশের শেষ সুলতান ছিলেন –

➟ নাসিরুদ্দিন মাহমুদ

২২. গিয়াসুদ্দিন তুঘলকের পুত্র মহম্মদ-বিন-তুঘলকের আসল নাম কি ?

➟ জুনা খাঁ

২৩. কাকে পাগলা রাজা বলা হয় ?

➟ মহম্মদ বিন তুঘলক কে

২৪. পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করার জন্য মহম্মদ-বিন-তুঘলক চালু করেন-

➟ আমীর-ই-কোহি

২৫. কার অনুকরণে মহম্মদ-বিন-তুঘলক টোকেন মুদ্রা চালু করেন?

➟ চীনের কুবলাই খাঁ ও পারস্যের গাইখাতু

২৬. মহম্মদ-বিন-তুঘলকের পরে কে দিল্লির সিংহাসনে বসেন ?

➟ ফিরোজ-শাহ-তুঘলক

২৭. “কিতাব উল রহেলা” – গ্রন্থটি কার লেখা ?

➟ ইবন বতুতা

২৮. খামোস কোন ধরণের কর ?

➟ লুন্ঠিত দ্রব্যের ওপরে কর

২৯. তক্কাভি কি ?

➟ সুলতানি যুগের এক প্রকার খাজনা

৩০. কোন সুলতান “কর্ম বিনিয়োগ কেন্দ্র” (Employment Exchange) স্থাপন করেন ?

➟ ফিরোজ-শাহ-তুঘলক

৩১. ফিরোজাবাদ, ফতেহাবাদ শহরগুলি কে পত্তন করেন ?

➟ ফিরোজ-শাহ-তুঘলক

৩২. “তারিখ-ই-ফিরোজ শাহী” গ্রন্থটি কার লেখা ?

➟ জিয়াউদ্দিন বরণী

৩৩. ১৩৯৮ সালে তৈমুর লং কার আমলে ভারত আক্রমণ করেন?

➟ নাসিরুদ্দিন মাহমুদ

  1. ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ- ভারতের জাতীয় কংগ্রেস ১৮৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।

  1. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়৷

  1. কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কংগ্রেস কীভাবে শক্তিশালী হয় ?

উত্তরঃ- কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে ভারতসভা কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ায় কংগ্রেস শক্তিশালী হয়।

  1. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় বড়োেলাট কে ছিলেন ?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় বড়োেলাট ছিলেন লর্ড ডাফরিন।

  1. রাজনৈতিক ভিক্ষাবৃত্তি কী ?

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের প্রথম যুগের আবেদন-নিবেদন নীতি পরিচিত ছিল রাজনৈতিক ভিক্ষাবৃত্তি নামে।

  1. ভারতীয় কাউন্সিল আইন কবে পাশ হয় ?

উত্তরঃ- ভারতীয় কাউন্সিল আইন ১৮৯২ খ্রিস্টাব্দে পাশ হয়।

  1. কোন্ বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় ?

উত্তরঃ- ১৯১১ খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

  1. জাতীয় কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম লেখো।

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের দুজন নরমপন্থী নেতার নাম হল দাদাভাই নৌরজি ও সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়৷

  1. জাতীয় কংগ্রেসের তিনজন চরমপন্থী নেতার নাম লেখো।

উত্তরঃ- জাতীয় কংগ্রেসের তিনজন চরমপন্থী নেতার নাম হল বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায় ও বিপিনচন্দ্র পাল।

  1. কোন্ অধিবেশনে জাতীয় কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে যায় ?

উত্তরঃ- কংগ্রেসের সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে যায়।

  1. ‘শের-ই-পাঞ্জাব’ বা ‘পাঞ্জাব কেশরী’ কাকে বলা হয় ?

উত্তরঃ- ‘শের-ই-পাঞ্জাব’ বা ‘পাঞ্জাব কেশরী’ বলা হয় লালা লাজপত রায়কে।

  1. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই’ — কার উক্তি ?

উত্তরঃ- ‘স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই’ — এটি বালগঙ্গাধর তিলকের উক্তি।

  1. ‘বন্দেমাতরম্’ পত্রিকা কে প্রকাশ করেন ?

উত্তরঃ- ‘বন্দেমাতরম্’ পত্রিকা অরবিন্দ ঘোষ প্রকাশ করেন।

  1. ‘ইয়ং ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তরঃ- ‘ইয়ং ইন্ডিয়া’ গ্রন্থের রচয়িতা হলেন লালা লাজপত রায়।

  1. বঙ্গভঙ্গ কবে থেকে কার্যকরী হয় ?

উত্তরঃ- বঙ্গভঙ্গ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ ই অক্টোবর থেকে কার্যকরী হয়।

  1. কোন্ গভর্নর জেনারেল বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন ?

উত্তরঃ- গভর্নর জেনারেল লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন।

  1. অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন ?

উত্তরঃ- অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেন শচীন্দ্রপ্রসাদ বসু।

  1. ‘রাষ্ট্রগুরু’ আখ্যা কাকে দেওয়া হয়েছিল ?

উত্তরঃ- ‘রাষ্ট্রগুরু’ আখ্যা দেওয়া হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।

  1. বাংলার স্বদেশি আন্দোলনের একজন মুসলিম নেতার নাম লেখো।

উত্তরঃ- বাংলার স্বদেশি আন্দোলনের একজন মুসলিম নেতা হলেন লিয়াকৎ হোসেন।

  1. কোন্ সালে বঙ্গভঙ্গ রদ করা হয় ?

উত্তরঃ- ১৯১১ খ্রিস্টাব্দের ১২ ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়।

History of India important questions answers Pdf টি সম্পূর্ণ বিনামূল্যে Download করার জন্য নিচে দেওয়া লিংকে Click করুন”

File Details:-

File Name:- History of India important questions answers pdf in Bengali  [www.edu.bengaliportal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Download:- Click Here to Download

🔘 Join Our Telegram Chanel – Click Here 🔘



-ঃআরও পড়ুনঃ–

🔵🔴 ভারতের বৃহত্তম, দীর্ঘতম ও উচ্চতম pdf- Click Here

🔵🔴 বিপরীত শব্দ pdf- Click Here

🔵🔴 কম্পিউটার ভিত্তিক প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴 বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম ও নামকরণকারী দেশ pdf- Click Here

🔵🔴 সমোচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ pdf- Click Here

🔵🔴 বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর pdf- Click Here

🔵🔴 বছরের কিছু গুরুত্বপূর্ণ দিন pdf- Click Here

🔵🔴 100+ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর pdf- click Here

🔵🔴 WBCS preliminary practice set pdf- Click Here

🔵🔴 বাংলা সাহিত্যের ইতিহাস প্রশ্নোত্তর pdf- Click Here

🔵🔴  ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – Click Here 

🔵🔴  দৈনিক ১০টি স্পেশাল MCQ – Click Here